awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4
Bookmark

এশিয়া কাপ ২০২২ সময়সূচী, স্কোয়াড, গ্রুপ, ও যেভাবে খেলা দেখবেন

এশিয়া কাপ ২০২২ সময়সূচী, দল, স্কোয়াড, ভেন্যু, গ্রুপ, ফরমেট, সময়সূচি, পয়েন্ট টেবিল ও যেভাবে খেলা দেখবেনঃ

এশিয়া কাপ ২০২২




এশিয়া কাপ ২০২২ সময়সূচী

বাংলাদেশের খেলা মানেই দর্শকদের উপচে পড়া আগ্রহ। তাই এবার ফ্যানদের জন্য সুখবর নিয়ে এসেছে দুই বাংলাদেশি টিভি

১.চ্যানেল জিটিভি 
২.নাগরিক টিভি।

এশিয়া কাপ ২০২২ সময়সূচী এশিয়া কাপ ২০২২ এর ১৫ তম আসর ২৭শে আগস্ট, ২০২২ হতে ১১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত মাঠে গড়াবে৷ 

এশিয়া কাপ ২০২২ সময়সূচী

দেশের বাইরে বাংলাদেশ টিমের যেকোন সিরিজ বা টুর্নামেন্ট হলে সবার মুখে থাকে একটাই প্রশ্ন! কোন সময় খেলা, কোথায় লক্ষ্য যাবে খেলা? এবারের এশিয়া কাপে এই প্রশ্নের উত্তরটা বেশ সহজ। বাংলাদেশে তিনটি টিভি চ্যানেলে সরাসরি ভাবে সম্প্রচার করা হবে এশিয়া কাপ। এছাড়া দেখা যাবে অনলাইনেও।র‍্যাবিটহোল বিডির ওটিটি প্লাটফর্মে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।  

এখানে আজকের এই লেখায় আপনি সর্বশেষ আপডেট করা এশিয়া-কাপ ২০২২ সময়সূচী, দল, স্কোয়াড, ভেন্যু, গ্রুপ, ফরমেট, সময়সূচি, পয়েন্ট টেবিল, অনলাইন টিকিট, খবর, র‌্যাঙ্কিং ইত্যাদি সবকিছু তথ্য এখানে পাবেন।

এশিয়া কাপ ২০২২

إرسال تعليق

إرسال تعليق