ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর | Discuss the basic principles of an Islamic state

ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর

প্রশ্ন॥ ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর।

উত্তর : ভূমিকা : মহান আল্লাহর দেয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার মাধ্যমে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল নাগরিকদের সার্বিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বিধান করা ইসলামি রাষ্ট্রের উদ্দেশ্য। ইসলামের একমাত্র লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। ইসলামি রাষ্ট্র পরিচালনার জন্য বেশকিছু নীতিমালা অনুসরণ করতে হয়। 

ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা নিয়ে ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা করা হলো :

১. দ্বীনি আদর্শ : ইসলামি রাষ্ট্র একটি আদর্শভিত্তিক দ্বীনি প্রতিষ্ঠান। ইসলামি জীবন দর্শনই এ রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য। এখানে রাষ্ট্রব্যবস্থাও ধর্মের অন্তর্ভুক্ত। 

২. আল্লাহর সার্বভৌমত্ব : ইসলামি রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ তায়ালা। তিনিই একমাত্র বিধানদাতা। হুকুমতো আল্লাহ তাআলারই। এক্ষেত্রে তার কোনো শরিক নেই। ইসলামি রাষ্ট্রে এমন কোনো আইন ও বিধান প্রণয়ন করা যাবে না, যা কুরআন সুন্নাহ তথা ইসলামের পরিপন্থি।

৩. হুকুমতের মালিক আল্লাহ তাআলা : ইসলামি রাষ্ট্রে হুকুমতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি মানুষের প্রতি রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছেন । মানুষের উপর অর্পিত এ দায়িত্ব প্রতিনিধিত্বমূলক দায়িত্ব। এ দায়িত্ব পালন করা একটি আমানত। 

৪. পদ প্রার্থনা করা সমীচীন নয় : ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালার মধ্যে অন্যতম হলো এ রাষ্ট্রে খলিফা বা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য পদ প্রার্থনা করা যাবে না। কেউ যদি পদ প্রার্থনা করে তবে তাকে তা দেওয়া হবে না।

৫. খলিফা বা সরকারের প্রতি আনুগত্য : ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালার একটি হলো সৎকাজে খলিফা বা সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করা। সরকার বা সরকারি কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ মেনে চলা তাদের অধীনস্থ ব্যক্তিবর্গের উপর ওয়াজিব। আমিরের কথা পছন্দ হোক বা না হোক মেনে চলা অপরিহার্য যদি শরিয়তসম্মত হয়। 

৬. শুরাভিত্তিক পরিচালনা : ইসলামি রাষ্ট্র তরার ভিত্তিতে পরিচালিত হবে। পরামর্শ করে কাজ করার প্রতি কুরআন ও হাদিসে বিশেষভাবে তাগিদ দেয়া হয়েছে। যারা রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞাবান তাদের সাথে পরামর্শ করে যাবতীয় কাজ করতে হবে।

৭. সকলের প্রতি সুবিচার : ইসলামি রাষ্ট্রে সকল মানুষের প্রতি সুবিচার করা হয়। ইসলামি আইন সকলের জন্য সমান। এখানে কারো প্রতি কোনো পক্ষপাতমূলক আচরণের বিন্দুমাত্র অবকাশ নেই। আল্লাহর আইনের সর্বব্যাপী নির্দেশ সকলের জন্য প্রযোজ্য। সকলের প্রতি আদর্শ ও সুবিচার কায়েম করতে হবে। যা সত্য তা সকলের জন্যই সত্য। যা গুনাহ তা সকলের জন্যই গুনাহ। যা হারাম তা সবার জন্যই হারাম। যা হালাল তা সবার জন্যই হালাল। আর যা ফরজ তা সকলের জন্যই ফরজ।

৮. সুষ্ঠু পরিচালনা : ইসলামি রাষ্ট্রে আইন, বিচার ও শাসন বিভাগের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হয়। কোনো বিভাগ কোনো বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারে না। ফলে যার যার কাজ যথাযথভাবে সম্পন্ন হয়, কাজে কোনো প্রকার বিঘ্নতা সৃষ্টি হয় না। 

৯. মৌলিক অধিকার নিশ্চিতকরণ : একটি ইসলামি রাষ্ট্রে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়। এক্ষেত্রে কারো প্রতি স্বজনপ্রীতি দেখানো যাবে না বা কাউকে অযৌক্তিক অগ্রাধিকার প্রদান করা যাবে না।

১০. জবাবদিহিতা : ইসলামি রাষ্ট্র পরিচালনা করা খলিফা বা সরকারের জন্য আমানতস্বরূপ। এ আমানতের খিয়ানত করা হলে তাদেরকে জবাবদিহি করতে হয়। কুরআন মজিদে বলা হয়েছে, “নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমানত তার হকদারকে প্রত্যার্পণ করতে। যখন তোমরা মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে।

১১. মানুষ আযাদী : মানুষ জন্মগতভাবে আযাদ। এ আযাদী কোনোভাবেই খর্ব করা যাবে না। মানুষ তখনই প্রকৃত আযাদ বলে গণ্য হবে যদি ভৌগোলিক আযাদীর সাথে সাথে আদর্শিক আযাদীও তাদের হাসিল হয়। এজন্য কবি বলেছেন- তুমি যদি প্রকৃত আযাদী ও স্বাধীনতা চাও, তবে মানুষের গোলামী প্রত্যাখ্যান করে আল্লাহর গোলামী মেনে নাও।

উপসংহার : উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইসলামি রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃতি থাকবে। ইসলামি রাষ্ট্রের লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার প্রদত্ত রাষ্ট্রীয় বিধানগুলো মানবতার কল্যাণে রাষ্ট্রের মাধ্যমে প্রয়োগ করা। মূলত রাষ্ট্রের সকল ক্ষেত্রে শরিয়ত পূর্ণমাত্রায় বাস্তবায়ন করা।

ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর | Discuss the basic principles of an Islamic state, ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর | Discuss the basic principles of an Islamic state, ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা আলোচনা কর | Discuss the basic principles of an Islamic state


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment