চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022 (PDF)
চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022
প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ২০ লাখ চাকরি প্রার্থী বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করছেন। সন্দেহ নেই, সংখ্যাটি বিশাল। সকলেই প্রাইভেট বা পাবলিক সেক্টরে চাকরি পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এবং চাকরির পরীক্ষার জন্য ক্রমাগত প্রস্তুতি নিচ্ছে। সে কারণে তাদের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ছোটি ঘোটনা সম্পর্কে নিজেদের আপডেট রাখতে হবে। তাই 2022 সালে চাকরির প্রস্তুতি নিতে আপনার চলতি ঘটনা / Cholti Ghotona 2022 PDF প্রয়োজন।
চলতি ঘটনা / Cholti Ghotona কি?
চলতি ঘটনা / Cholti Ghotona 2022 PDF হল বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলো দ্বারা প্রকাশিত একটি মাসিক পত্রিকা। এই ম্যাগাজিনটি লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের জন্য সত্যিই খুব সহায়ক যারা বিভিন্ন সরকারী এবং বেসরকারী কোম্পানি এবং সংস্থায় তাদের চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ম্যাগাজিনটি মূলত বিসিএস এবং ব্যাংকের প্রস্তুতির উপর কিন্তু এটি অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতেও সাহায্য করে।
চলতি ঘটনা / Cholti Ghotona 2022 PDF কেন আপনার দরকার?
আপনি যদি তাদের মধ্যে একজন হন যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার অবশ্যই চলতি ঘটনা / Cholti Ghotona 2022 PDF লাগবে। যেকোন চাকরির পরীক্ষায়, সাম্প্রতিক ঘটনা এবং ঘটছে এমন অনেক প্রশ্ন থাকে। তার মানে চোলতি ঘোটনা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সর্বত্র এত চোলতি ঘোটনা যে আপনি তাদের সব ট্র্যাক রাখতে পারবেন না।
এই সত্যটি বিবেচনা করে, আপনার একটি সংকলিত ফাইলের প্রয়োজন হবে যেখানে আপনি এক জায়গায় সবকিছু পাবেন। তাই চলতি ঘটনা / Cholti Ghotona 2022 PDFহল সেই জিনিস যা আপনাকে সবকিছু এক জায়গায় রাখতে দেবে। ফলস্বরূপ, আপনি সহজেই সবকিছু পড়তে পারেন এবং আপনার চাকরির পরীক্ষার জন্য আরও ভাল প্রস্তুতি নিতে পারেন। এই প্রবন্ধের পরবর্তী অংশে, আমরা আলোচনা করব আপনি কোথায় পাবেন এই Cholti Ghotona Bangladesh O Bishho 2022 PDF।
চলতি ঘটনা / Cholti Ghotona প্রথম আলো পিডিএফ
প্রথম আলো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য প্রতি মাসে ছোট ঘোটনা প্রথম আলো পিডিএফ প্রকাশ করে। আপনি যদি চাকরির পরীক্ষা এবং চাকরির প্রস্তুতির বিষয়ে একজন গুরুতর প্রার্থী হন, তাহলে আপনাকে অবশ্যই এই PDF সংগ্রহ করতে হবে। এটা ছাড়া আপনার প্রস্তুতি সম্পন্ন হবে না। প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ যে প্রার্থীরা প্রতি মাসে এই সুবর্ণ সম্পদ পাচ্ছেন এবং তাদের প্রস্তুতি নিখুঁত করছেন।
কিছু নমুনা:
চলতি বিশ্ব
রাজনীতি
২৬ সেপ্টেম্বর ২০২২ রাশিয়ার নাগরিকত্ব পেলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক পরামর্শক—এডওয়ার্ড স্নোডেন।
রাশিয়া ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে স্বাধীনতা ঘোষণা করে—২৯ সেপ্টেম্বর ২০২২।
ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়—৫ অক্টোবর ২০২২।
জাপোরিঝঝিয়া, খেরসন, লুহানঙ্ক ও দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সামরিক আইন জারি করে – ১৯ অক্টোবর ২০২২।
জাতিসংঘের সাধারণ পরিষদে (UNGA) রাশিয়ার বিরুদ্ধে সর্বশেষ নিন্দা প্রস্তাব উত্থাপন করে আলবেনিয়া। ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের (ইউক্রেনের মিত্রদেশ) বর্তমান সদস্যদেশ – ৫০টি।
ইউক্রেন-বেলারুশ সীমান্ত এলাকার দৈর্ঘ্য – ১০০০ কিলোমিটারের বেশি।
লিমান শহরটির অবস্থান - দোনেৎস্ক, ইউক্রেন।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ৩০ সেপ্টেম্বর ২০২২ পুনরায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদে দায়িত্বপ্রাপ্ত হন প্রাউত চান-ওচা।
কুয়েতে ৫ অক্টোবর ২০২২ পুনরায় প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন—শেখ আহমাদ নাওয়াফ আল-সাবাহ।
কাজাখস্তানের প্রেসিডেন্টের মেয়াদকাল— সাত বছর।
সম্প্রতি ইরানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার কারণ—মাসা আমিনির মৃত্যু।
EVM (Electronic Voting Machine) প্রথম চালু হয় – ১৯৬০ সালে (যুক্তরাষ্ট্রে)।
যুক্তরাষ্ট্রের তরুণ অনিবন্ধিত অভিবাসীদের সুরক্ষা কর্মসূচির নাম—ডাকা।
অর্থনীতি/বাণিজ্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) ধারণার সূত্রপাত —আয়ারল্যান্ডে।
রাশিয়ার সঙ্গে ২৪ সেপ্টেম্বর ২০২২ নিজস্ব মুদ্রায় বাণিজ্যের প্রস্তাব দিয়েছে দক্ষিণ এশিয়ার দেশ –নেপাল।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধি হবে— ৫ দশমিক ৮ শতাংশ।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বিশ্ব বাণিজ্যে প্রবৃদ্ধির হার হবে – ১ শতাংশ।
বিশ্বব্যাপী পুঁজির প্রবাহ ট্র্যাক করার মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান—এক্সান্টি ডেটা।
যোগাযোগ/অবকাঠামো
রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী সেতু — কার্ড সেতু।
কার্চ সেতু অবস্থিত – কার্ড প্রণালির ওপর।
কার্ড প্রণালি যুক্ত করেছে— কৃষ্ণসাগর ও আজভ সাগরকে।
ভ্লাদিমির পুতিন কার্চ সেতুর উদ্বোধন করেন—২০১৮ সালে।
ইউরোপের সবচেয়ে বড় কার্চ সেতুর দৈর্ঘ্য – ১৯ কিমি।
৮ অক্টোবর ২০২২ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী—কার্চ সেতু।
বর্তমানে সড়ক নিরাপত্তায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ – অ্যান্টিগুয়া।
বর্তমানে সড়ক নিরাপত্তায় বিশ্বের সবচেয়ে অনিরাপদ দেশ—ডোমিনিকান রিপাবলিক।
বিশ্বের প্রথম বিদ্যুৎ-চালিত যাত্রীবাহী যে বিমান ২৭ সেপ্টেম্বর ২০২২ সফলভাবে আকাশে উড়ল – অ্যালিস।
বিশ্বের প্রথম বিদ্যুৎ-চালিত যাত্রীবাহী বিমান অ্যালিস তৈরি করেছে—এভিয়েশন এয়ারক্রাফট (ইসরায়েল)।
বিজ্ঞান, প্রযুক্তি, ষ্টার্টআপ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্যাটেলাইটে ইন্টারনেট সিস্টেম চালু করে— জাপান।
রোবট আমেকাকে জাদুঘরকর্মী হিসেবে নিয়োগ দিয়েছে—সংযুক্ত আরব আমিরাত।
রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে সম্প্রতি ব্যবহার করেছে ইরানের তৈরি–কামিকাজি ড্রোন।
৭ অক্টোবর ২০২২ পরীক্ষামূলক ডিজিটাল মুদ্রা চালু করার ঘোষণা দিয়েছে— ভারত।
ভারত ১৪ অক্টোবর ২০২২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় — আইএনএস অরিহন্ত যুক্তরাজ্যের ইতিহাসে স্বল্পতম (৪৫ দিন) মেয়াদে পারমাণবিক সাবমেরিন থেকে।
পরিবেশ ও কৃষি
২৫ সেপ্টেম্বর ২০২২ ফিলিপাইনে আঘাত হেনেছে ঘূর্ণিঝড়—নক।
২৪ সেপ্টেম্বর ২০২২ জাপানে আঘাত হানা টাইফুন—নানমাডল।
২৬ সেপ্টেম্বর ২০২২ কিউবায় আঘাত হেনেছে
২৮ সেপ্টেম্বর ২০২২ যুক্তরাষ্ট্রে আঘাত হানা সম্প্রতি মধ্য আমেরিকায় আঘাত হানা হারিকেন—জুলিয়া। বর্তমানে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪ ভাগের ১ ভাগ হচ্ছে— চীনে।
(getButton) #text=(Download PDF) #icon=(download)
চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022, চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022, চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022 চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022
চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022, চলতি ঘটনা নভেম্বর ২০২২ - Cholti Ghotona November 2022,
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com