অসার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র (PDF) | রাষ্ট্রবিজ্ঞান অসার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের সমাধান
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ২০১৭ সালের প্রশ্নের উত্তরপত্র | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | Local Government and Rural Development in Bangladesh Political Science Honors 4th Year Answer Sheet 2017 (PDF)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৭; অনুষ্ঠিত-২৯/০২/২০২০]
(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
বিষয় : Local Government and Rural Development in Bangladesh
বিষয় কোড: 241903
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক-বিভাগ
১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ x ১০ = ১০
(ক) স্থানীয় স্বায়ত্তশাসন কি?
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূ- খণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বোঝায়।
(খ) 'Little Republic' কাকে বলা হতো?
উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হত।
(গ) উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উত্তর : সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য।
(ঘ) ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং তিনটি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)
(ঙ) NICAR এর পূর্ণরূপ কী ?
উত্তর: NICAR-এর পূর্ণরূপ হলো NICAR = National Implementation committee for Administrative Reforms.
(চ) গ্রাম আদালত কী?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করে তাকেই গ্রাম্য আদালত বলে।
(ছ) উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় ?
উত্তর : ৭ নভেম্বর ১৯৮২ সাল (তথ্য সূত্র : নতুন বিশ্ব)
(জ) লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি ?
উত্তর: ইউনিয়ন পরিষদ ।
(ঝ) মাঠ প্রশাসন কী?
উত্তর : প্রশাসনিক সুবিধার্থে সরকার দেশের সমগ্র অঞ্চলকে নির্দিষ্টকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সেখানে সরেজমিনে যে প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয় তাকে মাঠ প্রশাসন বলে
(ঞ) BARD-এর পূর্ণরূপ কী?
উত্তর : BARD -এর পূর্ণরূপ হলো- Bangiadesh Academy for Rural Development.
(ট) সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর : কোনো নেতা যখন তার নেতৃত্ব দ্বারা জনগনকে ভীষনভাবে আকৃষ্ট, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।
(ঠ) বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও এর নাম লিখ।
উত্তর : বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও-এর নাম হলো- ব্র্যাক ও আশা । অসার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র PDF
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 8 X ৫ = ২০
২। স্থানীয় সরকার বলতে কী বুঝ?
উ : এই বইয়ের ৪ পৃষ্ঠার ১.০১ নং
৩। উপজেলা পরিষদের চারটি কাজ উল্লেখ কর।
উ : ৯২ পৃষ্ঠার ৩.২২ নং
৪। পৌরসভার গঠন বর্ণনা কর।
উ: ৯৯ পৃষ্ঠার ৩.৩৬ নং
৫। মাঠ প্রশাসন বলতে কি বুঝ?
উ : ৮৫ পৃষ্ঠার ৩.০৩ নং
৬। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়?
উ : ২৪৪ পৃষ্ঠার ৬.০৬ নং
৭। রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হয়?
উ : ১৮৩ পৃষ্ঠার ৫-১০ নং
৮। পল্লী উন্নয়ন বলতে কী বুঝ?
উ: ২১ পৃষ্ঠার ১.৩২ নং
৯। একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো লিখ।
উ: ১৩৫ পৃষ্ঠার ৪.০২ নং অসার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র PDF
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৫ x ১০ = ৫০
নমুনা উত্তর:
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com