রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | রাষ্ট্রবিজ্ঞান অসার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের সমাধান
বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | Local Government and Rural Development in Bangladesh Political Science Honors 4th Year Answer Sheet 2019 (PDF)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৯; অনুষ্ঠিত-২৯/০২/২০২০]
(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
বিষয় : Local Government and Rural Development in Bangladesh
বিষয় কোড: 241903
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
ক-বিভাগ
রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র
১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ x ১০ = ১০
(ক) স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দুটি কাজ উল্লেখ কর।
উত্তর : স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ হলো- ১. কৃষি ও কুটির শিল্পের উন্নতি ও ২. বন, পশু ও মৎস্য সম্পদ বৃদ্ধি।
(খ) NICAR এর পূর্ণরূপ কী?
উত্তর : NICAR-এর পূর্ণরূপ হলো- NICAR = National Implementation committee for Administrative Reforms
(গ) জমিদারি ব্যবস্থার বিকল্প নাম কী?
উত্তর : জমিদারি ব্যবস্থার বিকল্প নাম হলো- চিরস্থায়ী বন্দোবস্ত।
(ঘ) সালিশ বলতে কী বুঝ?
উত্তর : সালিশ হলো দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
(ঙ) কুমিল্লা মডেল কে, কত সালে প্রতিষ্ঠিত করেন?
উত্তর : বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ ড. আখতার হামিদ খান ১৯৫৯ সালে কুমিল্লা মডেল বা BARD প্রতিষ্ঠান করেন।
(চ) অর্থনৈতিক পরিকল্পনা কী?
উত্তর : কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।
(ছ) সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর : কোনো নেতা যখন তার নেতৃত্ব দ্বারা জনগণকে ভীষণভাবে আকৃষ্ট অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হন তখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলে।
(জ) The Process of Government" গ্রন্থের লেখক কে?
উত্তর : আর্থার এফ.বেন্টলি (Anthur. F. Bently) ।
(ঝ) ADP পূর্ণরূপ কী?
উত্তর : Annual Development Program.
(ঞ) প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর: ইইনিয়ন পরিষদ
(ট) মৌজা কী?
উত্তর : মৌজা হচ্ছে একখণ্ড বা বহুখণ্ড জমি, যা রাজস্ব নথিপত্রে একটি স্বতন্ত্র নামে চিহ্নিত।
(ঠ) 'BARD' এর পূর্ণরূপ কী?
উত্তর : BARD -এর পূর্ণরূপ হলো- Bangladesh Academy for Rural Development.
রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র
(PDF)
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 8 X ৫ = ২০
২। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী?
উ: পিডিএপ ফাইলের ১৫ পৃষ্ঠার ১.২০ নং
৩। গ্রামীণ ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
উ: পিডিএপ ফাইলের ১৯৮ পৃষ্ঠার ৫:৩২ নং
৪। পোষক এবং পোষ্য সম্পর্ক কী?
উ: পিডিএপ ফাইলের ১৯৭ পৃষ্ঠার ৫.৩০ নং
৫। ইউনিয়ন পরিষদের গঠন বর্ণনা কর।
উ : পিডিএপ ফাইলের ৮৮ পৃষ্ঠার ৩.১২ নং
৬। মাঠ প্রশাসন বলতে কী বুঝ?
উ: পিডিএপ ফাইলের ৮৫ পৃষ্ঠার ৩.০৩ নং
৭। সবুজ বিপ্লব বলতে কী বুঝ?
উ: পিডিএপ ফাইলের ২৫৬ পৃষ্ঠার ৬.২৬ নং
৮। উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উ: পিডিএপ ফাইলের ১৩৫ পৃষ্ঠার ৪.০২ নং
৯। মৌলিক গণতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা কর।
উ: পিডিএপ ফাইলের ৬০ পৃষ্ঠার ২.১৪ নং
রাষ্ট্রবিজ্ঞান ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৫ x ১০ = ৫০
১০। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।
১১। গণতন্ত্র প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা কর।
১২। বাংলাদেশে স্থানীয় সরকার ও মাঠ প্রশাসনের মধ্যকার দ্বন্দ্বের কারণসমূহ আলোচনা কর।
১৩। বাংলাদেশের স্থানীয় সরকারের সমস্যা চিহ্ণিত কর এবং সমাধানের পরামর্শ দাও
১৪। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর।
১৫। প্রশাসনিক বিকেন্দীকরণ কী? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। কর।
১৬। স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকা কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ আলোচনা কর।
১৭। উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।
(getButton) #text=(Download PDF) #icon=(download)
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com