প্রশ্ন॥ ইসলামি রাষ্ট্র কি? অথবা, ইসলামি রাষ্ট্রের সংজ্ঞা দাও । What is the Islamic state? | Definition of Islamic State
উত্তর : ভূমিকা : ইসলামি রাষ্ট্র একটি আদর্শভিত্তিক দ্বীনি রাষ্ট্র। ইসলামি জীবন দর্শনই এই রাষ্ট্রের সকল আইনের উৎস। ইসলামি রাষ্ট্র জাগতিক কোনো সংগঠন নয় এটি ধর্মের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আল্লাহর আইন তথা কুরআন ও সুন্নাহর পরিপূর্ণ নীতির বুনিয়াদে প্রতিষ্ঠিত।
ইসলামি রাষ্ট্র নিয়ে আরো পড়ুন: ইসলামি রাষ্ট্রের বুনিয়াদি নীতিমালা
ইসলামি রাষ্ট্র :
যে রাষ্ট্রের আইন কানুন তথা রীতি-নীতি কুরআন, সুন্নাহ ও ইসলামি শরিয়তের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত তাকে ইসলামি রাষ্ট্র বলে ইসলামি রাষ্ট্রে আল্লাহর আইন যথার্থ মানব কল্যাণে প্রতিফলিত হয় যা পবিত্র কুরআনে লিপিবদ্ধ রয়েছে।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর মতে,
“যে দেশের অধিবাসীগণ ইসলামি শরীয়াহ অনুযায়ী পরিচালিত হন তাকেই ইসলামি রাষ্ট্র বলে।"
ইবনে খালদুন-এর মতে,
“ইসলামি শরীয়তের দাবি অনুযায়ী নাগরিকদের বৈষয়িক, ইহজাগতিক ও পরকালীন কল্যাণ সাধনের সর্বাধিক দায়িত্ব গ্রহণকারী রাজনৈতিক সংগঠনই ইসলামি রাষ্ট্র"
ইমাম গাজ্জালি (র.)-এর মতে,
“যে নির্দিষ্ট ভূখণ্ডে কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুযায়ী ন্যায় নীতির আদর্শ অনুসরণে শাসন ব্যবস্থা পরিচালিত হয় এবং যে রাষ্ট্রে আদর্শ ন্যায়নীতি সংরক্ষণ ও অনুশীলন করে তাকে ইসলামি রাষ্ট্র বলে।”
ইসলামি বিশ্বকোষ-এর ভাষ্য অনুযায়ী, ‘ইসলামি রাষ্ট্র হলো আল্লাহর বিধানাবলির অধীনে থেকে ইহলৌকিক ও পারলৌকিক বিষয়াদিতে সমাজের যাবতীয় কাজকর্ম পরিচালনা ও নিয়ন্ত্রণ, আর হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ যথাযথ আদায় করে সমাজে সমতা সামা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।
উপসংহার: উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, ইসলামি রাষ্ট্রে ব্যক্তি ও সমাজের মধ্যে ভারসাম্য রক্ষা করে। ইসলামি শরীয়তের আওতায়ই পদক্ষেপ গ্রহণ করে থাকে। ইসলামি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কুরআন, সুন্নাহ ও শুরার বুনিয়াদি নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়, ফলে জনকল্যাণ নিশ্চিতকরণ সম্ভব হয়।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com