অসার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের উত্তরপত্র (PDF) | রাষ্ট্রবিজ্ঞান অসার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের সমাধান
বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান: ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৯ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | Globalization, Regionalism and International Financial Institutions Political Science Honors 4th Year Answer Sheet 2019 (PDF)
জাতীয় বিশ্ববিদ্যালয়
[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৯; অনুষ্ঠিত-১৪/০৪/২০২০]
(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
বিষয় : বিশ্বায়ন, আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান
বিষয় কোড: 241909
সময় : ৪ ঘণ্টা পূর্ণমান : ৮০
ক-বিভাগ
১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ x ১০ = ১০
[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]
(ক) বিশ্বায়নকে "The Global Village' বলেছেন কে? (Who had termed Globalization as the global village?)
উত্তর : মার্শাল ম্যাকলুহান ।
(খ) কোন সংগঠনকে বিশ্বায়নের কারিগর বলা হয়? (Which organization is considered as the key maker of globalization?)
উত্তর : WTO-কে
(গ) তিনটি আঞ্চলিক সংগঠনের নাম লিখ। (Write the names of three regional organizations.)
উত্তর : তিনটি আঞ্চলিক সংগঠনের নাম হলো OPEC, SAFTA & NAFTA.
(ঘ) Microsoft corporation-এর কর্ণধার কে? (Who is the steersman of Microsoft Corporations?)
উত্তর : Microsoft corporation-এর কর্ণধার হলেন বিল গেটস।
(ঙ) BIMSTEC এর পূর্ণরূপ কি? (What is the elaboration of BIMSTEC?)
উত্তর : BIMSTEC-এর পূর্ণরূপ হলো- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
(চ) Politics Among Nations" গ্রন্থটির লেখক কে? (Who is the author of the book "Politics Among Nations?)
উত্তর : হ্যান্স মরগ্যানথাউ (Hans Morgenthaū)
(ছ) TICFA ? (What is TICFA?)
উত্তর : টিকফা হলো বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সংক্রান্ত কাঠামোগত সমঝোতা চুক্তি (Trade and Investment Co-operation Framework Agreement).
(জ) G-8 (জি-৮) কি? (What is G-8)
উত্তর : Group of 8. বিশ্বের শিল্পোন্নত ৮টি দেশের সরকার বা রাষ্ট্র প্রধানের জোট।
(ঝ) বিশ্বব্যাংকের কার্যনির্বাহী সদস্য কতজন? (How many members are there in the managing board of World bank?)
উত্তর : ২১ সদস্য বিশিষ্ট।
(ঞ) UNCTAD-এর প্রধান কার্যালয় কোথায়? (Where is the head office of UNCTAD situated?)
উত্তর : জেনেভা, সুইজারল্যান্ড।
(ট) গ্যাটের উরুগুয়ে রাউন্ডের সময়কাল কত? (What was the period of GATT's Uruguay round table? )
উত্তর : ১৯৮৬ থেকে ১৯৯৩।
(ঠ) ফোর ড্রাগন কারা? (Who are the four dragon ?)
উত্তর : হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান এসব দেশকে ফোর ড্রাগন বলা হয়।
খ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] 8 X ৫ = ২০
২। পুঁজিবাদী বিশ্বায়ন কি?
উ: এই বইয়ের ১১ পৃষ্ঠার ১.১৩ নং
৩। সাম্রাজ্যবাদ ও নয়া ঔপনিবেশবাদের মধ্যে পার্থক্য কি?
উ: ৫ : ১৪৬ পৃষ্ঠার ৩.১৪ নং
৪। আঞ্চলিক বাণিজ্য জোট বলতে কি বুঝ?
উ: ৬৪ পৃষ্ঠার ২.২.০৮ নং
৫। GATT প্রতিষ্ঠার উদ্দেশ্য বর্ণনা কর।
উ: ৬২ পৃষ্ঠার ২.২.০২ নং)
৬। উত্তর-দক্ষিণ সংলাপ কি?
উ: ১৫৩ পৃষ্ঠার ৩.২৫ নং
৭। একমেরু বিশব্যবস্থা বলতে কি বুঝ?
উ : ৯ পৃষ্ঠার ১.০৮ নং
৮। নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা কি?
উ : ৪৭ পৃষ্ঠার ২.১.৩০ নং
৯। সম্প্রতি জ্বালানি তেলের মূল্য হ্রাসের কারণ ব্যাখ্যা কর।
উ: ৩৫ পৃষ্ঠার ২.১.১২ নং
গ-বিভাগ
[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৫ x ১০ = ৫০
১০। বিশ্বায়ন কি? বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব আলোচনা কর।
উ: ২৮+৫৪ পৃষ্ঠার ২.১.০১+২.১.৩৭ নং
১১। “বিশ্বব্যাংক সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ রক্ষা করে”- ব্যাখ্যা কর।
উ: ১৩৩ পৃষ্ঠার ২.১.২৩ নং
১২। সার্ক কি? সার্কের সফলতা ও ব্যর্থতা আলোচনা কর।
উ: ১০ পৃষ্ঠার ২.২.৫৬ নং
১৩। বহুজাতিক সংস্থা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলো আলোচনা কর।
উ: ১৬৪ পৃষ্ঠার ৩.৪৯ নং
১৪। নয়া অর্থনৈতিক শক্তি হিসেবে চীনের মূল্যায়ন কর।
উ : ৫৮ পৃষ্ঠার ২.১.৪২ নং
১৫। MFA কি? 'উন্নত বিশ্ব' মাল্টিফাইবার এরেঞ্জমেন্ট দ্বারা কিভাবে পোশাক শিল্পের নিয়ন্ত্রণ করে?
উ: ২৬ পৃষ্ঠার ১.২৮ নং
১৬। এশীয় উন্নয়ন ব্যাংকের গঠন ও ঋণনীতি বর্ণনা কর।
উ: ১৩৬ পৃষ্ঠার ২.৪.২৭ নং
১৭। বিশ্ব পরিবেশ বিপর্যয়ের জন্য কোন দেশগুলো দায়ী এবং কিভাবে?
উ: ১৯ পৃষ্ঠার ১.২৩ নং
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com