প্রশ্ন: রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য আলোচনা কর। What is the similarities and differences between state and government
ভূমিকা : রাষ্ট্র একটি রাজনৈতিক ও প্রাচীন প্রতিষ্ঠান। রাষ্ট্র মানবকল্যাণে নিবেদিতপ্রাণ। রাষ্ট্র গঠনে চারটি মৌলিক উপাদান অপরিহার্য। সরকার তার মধ্যে অন্যতম। সরকার ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব কল্পনা করা যায় না।
আবার রাষ্ট্র ছাড়া সরকার চলতে পারে না। সরকার ও রাষ্ট্র দুটি আলাদা প্রত্যয় হলেও উভয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্র হলো মাতাস্বরূপ আর সন্তান হলো সরকার।
রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য :
নিম্নে রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য দেখানো হলো
১. পারস্পরিক নির্ভরশীলতা :
সরকার ও রাষ্ট্র পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল। রাষ্ট্র ছাড়া সরকার অর্থহীন আবার সরকার ছাড়াও রাষ্ট্রব্যবস্থা অচল। রাষ্ট্রব্যবস্থা সুন্দরভাবে পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র ও সরকার একে অপরের উপর নির্ভরশীল।
২. গঠনগত সম্পর্ক :
গঠনদিক দিক থেকে রাষ্ট্র ও সরকারের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্র গঠনে সরকার নামক মৌলিক উপাদান ব্যবহৃত হয়। আবার সরকার গঠনে রাষ্ট্রের অন্যতম উপাদান ব্যক্তির সমন্বয়ে সরকার গঠিত হয়।
৩. উদ্দেশ্যগত :
উদ্দেশ্যগত দিক থেকে রাষ্ট্র ও সরকারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। উভয়ই মানবকল্যাণে নিয়োজিত থাকে। মানবকল্যাণ সাধনই সরকার ও রাষ্ট্রের অন্যতম কাজ।
৪. রাজনৈতিক প্রত্যয় :
রাষ্ট্র যেমন একটি রাজনৈতিক প্রতিষ্ঠান তেমনি সরকার একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান হলেও বিভিন্ন কার্য সম্পাদন করে থাকে। সরকারও বিভিন্ন সামাজিক কার্য সম্পাদন করে থাকে
৫. বিমূর্ত ধারণা :
রাষ্ট্র যেমন একটি বিমূর্ত ধারণা তেমনি সরকার একটি বিমূর্ত ধারণা। কেননা রাষ্ট্র ও সরকার পরিদৃষ্ট হয় না। কেবল সরকার ও রাষ্ট্রের সকল কার্য পরিলক্ষিত হয়।
৬. রাজনৈতিক সীমাবদ্ধতা :
রাজনৈতিক সীমাবদ্ধতার দিক থেকে রাষ্ট্র ও সরকারের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। রাষ্ট্র যেমন তার সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে না। তেমনি সরকার তার সীমা অতিক্রম করতে পারে না।
৭. মানসিক দিক থেকে :
মানসিক দিক থেকে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। ফরাসী চিন্তাবিদ Abraham এর মতে, যদি ভাবা হয় রাষ্ট্র ও সরকার আছে তাহলে তা আছে। যদি ভাবা হয় রাষ্ট্র ও সরকার নেই তাহলে তা নেই।
রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য :
নিম্নে রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় করা হলো :
১. সংজ্ঞাগত পার্থক্য :
রাষ্ট্র বলতে নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও জনসমষ্টি এবং সার্বভৌমত্বের সমন্বয়ে একটি রাজনৈতিক সংস্থাকে বুঝায়। পক্ষান্তরে সরকার বলতে আইনবিভাগ, শাসনবিভাগ ও বিচারবিভাগ প্রভৃতির সমন্বয়ে গঠিত একটি প্রতিষ্ঠানকে বুঝায়।
২. রাষ্ট্র সমগ্র সরকার এর অংশ :
রাষ্ট্র হলো সমগ্র আর সরকার হলো অংশবিশেষ। রাষ্ট্র গঠিত হয় জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব সমন্বয়ে, কিন্তু সরকার রাষ্ট্র গঠনের অন্যতম উপাদান।
৩. রাষ্ট্র সংগঠিত, সরকার তার মুখপাত্র :
রাষ্ট্র একটি রাজনৈতিকভাবে সংগঠিত প্রতিষ্ঠান এবং সরকার তার মুখপাত্র। সরকারের মাধ্যমে রাষ্ট্রের ইচ্ছা সংগঠিত হয়, প্রকাশিত হয় এবং কার্যকরী হয়।
৪. রাষ্ট্র জীবদেহ, সরকার তার মস্তিষ্ক:
রাষ্ট্র হচ্ছে একটি জীবদেহ, সরকার হচ্ছে মস্তিষ্কস্বরূপ। অধ্যাপক গার্নার এর মতে, রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ।
৫. রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান, সরকার সদা পরিবর্তনশীল:
যে কোনো সমাজে সরকার পরিবর্তিত হয় কিন্তু রাষ্ট্র পরিবর্তিত হয় না। এটি স্থায়ী প্রতিষ্ঠান। তবে যুদ্ধ বিগ্রহ ও প্রাকৃতিক দুর্যোগের ফলে রাষ্ট্রের পরিবর্তন হয়।
৬. রাষ্ট্র একটি সার্বভৌম প্রতিষ্ঠান, সরকার নয় :
রাষ্ট্র সার্বভৌম ক্ষমতার অধিকারী। আর সরকার রাষ্ট্র প্রদত্ত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রের ক্ষমতা সরকারের দ্বারা পরিচালিত হয়।
৭. বৈশিষ্ট্যগত পার্থক্য :
রাষ্ট্র ও সরকারের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান।
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, প্রাচীনকাল থেকেই রাষ্ট্র ও সরকারকে ভিন্ন অর্থে ব্যবহার করা হয়। রাষ্ট্র ও সরকারের মধ্যে উপরিউক্ত পার্থক্য বিদ্যমান। তথাপিও রাষ্ট্র ও সরকার মানবকল্যাণে নিবেদিতপ্রাণ।
সরকার ছাড়া যেমন রাষ্ট্রের অস্তিত্ব অসম্ভব তেমনি রাষ্ট্র ছাড়া সরকার চলতে পারে না। উভয়ের মধ্যে যতো পার্থক্য থাকুক না কেন, উভয়ই মানব কল্যাণ সাধন করে থাকে।
রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য, রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য, রাষ্ট্র ও সরকারের মধ্যে সাদৃশ্য ও পার্থক্য
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com