রাষ্ট্রবিজ্ঞান অনার্স ২য় বর্ষ সাজেশন ২০২৩
বিষয়: বাংলাদেশের সমাজবিজ্ঞান
ক-বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ।
'Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা হলেন ড. রঙ্গলাল সেন।
'পুল ফ্যাক্টর' কী?
উত্তর : শহরের সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও চাকচিক্য যেন গ্রামের মানুষকে আকর্ষন করছে বা টানছে যাকে পুল ফ্যাক্টর বলে।
'Culture' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ষোল শতকের শেষার্ধে ফ্রান্সিস ব্যাকন ।
Labelling Model' এর প্রবক্তা কে?
উত্তর : Howard saul becker's.
গ্রামীণ ক্ষমতা কাঠামো মূলভিত্তি কী?
উত্তর : গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূলভিত্তি হলো: ভূমি।
SDG এর পূর্ণরূপ কী?
উত্তর : SDG-এর পূর্ণরূপ হলো- Sustainable Development Goal.
বন উজাড়করণ কী?
উত্তর : বন উজাড়করণ বলতে কোন এলাকার বনভূমি কেটে ফেলাকে বুঝায় । অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে?
উত্তর : Lombroso.
অভিযোজন কী?
উত্তর : প্রাণী তার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেবার প্রবণতাকে অভিযোজন বলে।
জাতীয় শিক্ষানীতি, ২০১০ এ শিক্ষার স্তর কয়টি?
উত্তর : তিনটি।
কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর : মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে।
Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : 'Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা ম্যারেট
বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কি?
উত্তর : বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো জন্মশীলতা, মরণশীলতা ও অভিগমন।
আন্তর্জাতিক স্থানাস্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : আন্তর্জাতিক স্থানাস্তরগমন দুই প্রকার।
এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক কয় প্রকার?
উত্তর : এল.এইচ. মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্ক ২ প্রকার। যথা- ১. শ্রেণিমূলক ও ২. বর্ণনামূলক
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : রাখাইন।
'No society is classless or unstratified' উক্তিটি কার?
উত্তর : 'No society is classless or unstratified' উক্তিটি ম্যাকাইডার এর।
বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা ই. এইচ সাদারল্যান্ড
'আমলাতন্ত্রের' জনক কে?
উত্তর : আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Weber.
বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
উত্তর : বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর পাঁচটি। যথা : ১. ইউনিয়ন পরিষদ, ২. উপজেলা পরিষদ, ৩. জেলা পরিষদ, ৪. নগরাঞ্চলে পৌরসভা ও ৫. সিটি কর্পোরেশন।
রেমিট্যান্স কি?
উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থই হলো রেমিট্যান্স।
কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উত্তর : বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয় ১৯৭২ সালে।
বঙ্গভঙ্গ হয় কত সালে?
উত্তর : ১৯০৫ সালে।
জনসংখ্যা কাঠামো কি?
উত্তর : জনসংখ্যার কাঠামো হচ্ছে এমন একটি জনমিতিক কাঠামো যা বিভিন্ন জনমিতিক হারের অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।
লেভিরেট বিবাহ কি?
উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।
জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি?
উত্তর : চার প্রকার যথা- ১. রক্তসম্পর্কীয় বন্ধন, ২. বৈবাহিক বন্ধন, ৩. কাল্পনিক বন্ধন ও ৪. প্রথাগত বন্ধন।
স্থানাস্তর গমন প্রধানত কয় প্রকার?
উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন ও ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।
দারিদ্র্য সীমা কি?
উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত সেই অংশ বা সীমাকে দারিদ্র সীমা বলে।
কত সালে জমিদারী প্রথা বিলুপ্ত করা হয়?
উত্তর : ১৯৫০ সালে।
অতি নগরায়ণ কি?
উত্তর : একটি নগরী তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যার হলে এবং তা অনাকাঙ্ক্ষিত ও অবাঞ্ছিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ণ বলে।
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস।
'Parole' শব্দের অর্থ কি?
উত্তর: শর্তাধীনে মুক্তি।
সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উত্তর : পরিবার ।
২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : সদ্য প্রয়াত প্রফেসর অব এমিরেটস অধ্যাপক কবীর চোধুরী।
'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রেডক্লিফ ব্রাউন।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : রাখাইন।
মর্গানের মতানুযায়ী জাতিসম্পর্কের ধরনগুলো কী
উত্তর : মর্গান প্রদও জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো হলো-
১. রক্ত সম্পর্কীয়, ২. বৈবাহিক সম্পর্কীয়, ৩. পাতানো ও ৪. কৃত্রিম জ্ঞাতি সম্পর্ক।
বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও ।
উত্তর : কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বর্ধিত পরিবার বলে।
'Labelling Model' এর প্রবক্ত কে?
উত্তর : Howard saul becker's.
বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
উত্তর; ৩০%
রেমিট্যান্স কী?
উত্তর : বৈদেশিক প্রবাসীদের প্রেরিত অর্থ-ই-হলো রেমিট্যান্স।
বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কি?
উত্তর : সামাজিক মেলামেশা।
‘দারিদ্র্যের দুষ্টচক্র'র ধারণাটির প্রবক্তা কে?
উত্তর : অধ্যাপক রাগনার নার্কস।
মুসলিম লীগ কত সালে গঠিত হয়?
উত্তর : ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর।
বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ কর।
আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর : লাল ফিতার দৌরাত্ম্য।
কখন মুজিবনগর সরকার গঠিত হয়।
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১ সালে।
কোন সালে বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে?
উত্তর : ১৯৯৯ সালে।
কার্ল মার্কস সংস্কৃতিকে কী নামে আখ্যায়িত করেছেন?
উত্তর : কার্ল মার্কস সংস্কৃতিকে উপরি কাঠামো বলে আখ্যায়িত করেছেন।
'The History of Human Marriage' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : এডওয়ার্ড ওয়েস্টারমার্ক।
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : এ. কে. ফজলুল হক।
WAD - এর পূর্ণরূপ কি?
উত্তর : WAD এর পূর্ণরূপ হলো- Women and Development.
'অপরাধ হচ্ছে ঐ সকল কাজ যা আইন ভঙ্গ করে -উক্তিটি কার?
উত্তর: সমাজবিজ্ঞানী সাদারল্যান্ড এর।
আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।
'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ‘Urbanism' শব্দটি প্রথম Louis writh ব্যবহার করেন।
আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক জার্মান সমাজবিজ্ঞানী Max Weber.
'সুশীল সমাজ' ধারণাটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : জ্যা জ্যাক রুশো।
জাতীয় শিক্ষানীতি ২০১০ -এর শিক্ষার স্তর কয়টি?
উত্তর : তিনটি।
“চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা' কত সালে প্রবর্তিত হয়?
উত্তর : ১৭৯৩ সালে ।
সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর : উত্তরাঞ্চলে ।
কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
উত্তর : ২১শে ফেব্রুয়ারি।
দারিদ্র্য সীমা কি?
উত্তর : কোনো দেশের জনসংখ্যার যে অংশ মৌলিক অধিকার থেকে বঞ্চিত বা অবহেলিত সীমাকে দারিদ্র্য সীমা বলে।
“বিচ্যুতি আচরণ হলো সেই আচরণ যা সামাজিক প্রত্যাশাকে পূরণ করে না'- উক্তিটি কার?
উত্তর : রস (Ross)-এর।
বাংলাদেশে স্থানীয় সরকারের ধাপসমূহ কি?
উত্তর : গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। নগরাঞ্চলে পৌরসভা ও সিটি কর্পোরেশন।
বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উত্তর : নারী ও শিশুরা।
স্থানাস্তরগমন প্রধানত কয় প্রকার?
উত্তর : স্থানান্তরগমন প্রধানত ২ প্রকার। যথা- ১. অভ্যন্তরীণ স্থানান্তরগমন, ২. আন্তর্জাতিক স্থানান্তরগমন।
"Culture is what we are" -উক্তিটি কার?
উত্তর : ম্যাকাইভার ।
সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
উত্তর : পরিবার।
সরোরেট কি?
উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারাগেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে।
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : কুদরত-ই-খোদা
সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
উত্তর : সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় ১৮৫৭ সালে।
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর : চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস।
বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ ।
উত্তর : বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠ হলো- খাসিয়া ।
আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখ পালিত হয়?
উত্তর : আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় ৮ মার্চ।
সংস্কৃতির প্রধান দুটি ধরন কি?
উত্তর : সংস্কৃতির প্রধান দুটি ধরন হলো-বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি।
An Essay on the Principle of Population গ্রন্থের লেখক কে?
উত্তর : An Essay on the Principle of Population গ্রন্থের লেখক ম্যালথাস।
V-AID এর পূর্ণরূপ কি?
উত্তর : V-AID এর পূর্ণরূপ হলো- Village Agricultural and Industrial Development.
বিচ্যুত আচরণ কি?
উত্তর : সামাজিক আচার ও বিধি বহির্ভূত আচরণকে বিচ্যুত আচরণ বলে।
সামাজিক স্তরবিন্যাস কত প্রকার?
উত্তর : সামাজিক স্তরবিন্যাস চার প্রকার।
অপরাধ কি?
উত্তর : সমাজ ও গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানব আচরণই অপরাধ ।
গুরুদন্ড কি?
উত্তর : অপরাধের শাস্তি হিসেবে প্রদত্ত মৃতুদন্ডই গুরুদন্ড।
আমলাতন্ত্রের জনক কে ?
উত্তর : আমলাতন্ত্রের জনক হলেন- ম্যাক্স ওয়েবার।
বঙ্গভঙ্গ কত সালে হয়?
উত্তর : ১৯০৫ সালে।
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
উত্তর : এ. কে. ফজলুল হক।
ভারতীয় স্বয়ংসম্পূর্ণ গ্রামগুলো ছিল ছোট ছোট প্রজাতন্ত্রের মত – কে বলেছিলেন?
উত্তর : ম্যাটক্যাফ।
‘Political Elites in Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ৫ : রঙ্গলাল সেন।
চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কত সালে প্রবর্তিত হয়।
উত্তর : ১৭৯৩ সালে।
ছাত্র সংগ্রাম পরিষদের ১১ দফা কর্মসূচি কত সালে উত্থাপিত হয়?
উত্তর : ১৯৬৯ সালের ১৭ জানুয়ারী।
'জমিদারী প্রথা' কত সালে বিলুপ্ত হয়?
উত্তর : ১৯৫০ সালে।
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
উত্তর : কুদরত-ই-খোদা।
কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
উত্তর : ১৯৭১ সালে।
কখন বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
উত্তর : ১৯৭২ সালে।
জ্ঞাতি সম্পর্ক কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
প্যারোল কী?
উত্তর : প্যারোল হচ্ছে অপরাধীর কিছু শাস্তির পর শাস্তি স্থগিত রেখে শর্তাধীনে মুক্তি প্রদান করা।
দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ কি কি?
উত্তর : দুর্যোগ ব্যবস্থাপনার ধাপসমূহ হলো- ১. দুর্যোগ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রবেশ। ২. স্থানীয় জনসাধারণের সাথে যোগসূত্র স্থাপন; ৩. নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ করা; ৪. উদ্ধার তৎপরতা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা।
AIDS এর পূর্ণ অভিব্যক্তি কী?
উত্তর : AIDS এর পূর্ণ অভিব্যক্তি হলো- Acquired Immune Deficiency Syndrome.
বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
উত্তর : নারী ও শিশুরা।
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এখনিক গোষ্ঠীর নাম লিখ।
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম সাঁওতাল।
প্রজননশীলতা কী?
উত্তর : প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী ও স্ত্রী একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া।
অভ্যন্তরীণ স্থানাস্তর গমনের প্রকারভেদ উল্লেখ কর।
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর গমন দুই ধরনের।
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ
কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করা হয়।
উত্তর : ২১শে ফেব্রুয়ারি।
বস্তি-কী ?
উত্তর : দারিদ্র সীমার নিচে অবস্থান কারী ব্যক্তিদের আবাস স্থল।
বিচ্যুতি কী?
উত্তর : বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোন সমাজের সামাজিক মূল্যবোধকে ভংগ করে।
ছয়দফা দাবী কত সালে পেশ করা হয়?
উত্তর : ১৯৬৬ সালে পেশ করা হয়।
অপারেশন সার্চ-লাইট কী?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে বাঙালির উপর পাকবাহিনী যে বর্বরতা চালায় তাকে অপারেশন সার্চ-লাইট বলে।
সরোরেট কী?
উত্তর : কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বা শ্যালিকা বিবাহ বলা হয়।
বাংলাদেশে রাখাইন জনগোষ্ঠীর বসবাস কোন কোন জেলায়?
উত্তর : রাখাইন উপজাতিরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল বিশেষত, পটুয়াখালী, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, বরগুনা ও বরিশাল জেলায় বাস করে।
Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : রেডক্লিফ ব্রাউন ।
সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন কয়টি?
উত্তর : সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরন ৪টি। যথা- ১. দাসপ্রথা ২. এস্টেট প্রথা ৩. জাতিবর্ণ প্রথা এবং ৪. সামাজিক শ্রেণি ও পদ মর্যাদা।
বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত শতাংশ?
উত্তর : বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান ৩২%।
অভ্যন্তরীণ স্থানাস্তর কত প্রকার?
উত্তর : অভ্যন্তরীণ স্থানান্তর ২ প্রকার।
সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে?
উত্তর : সর্বপ্রাণবাদ মতবাদের জনক হলেন E B Tylor.
'Urbanism' প্রত্যয়টি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : 'Urbanism' শব্দটি প্রথম Louis ব্যবহার করেন।
জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষার স্তর কয়টি?
উত্তর : জাতীয় শিক্ষানীতি ২০১০-এর শিক্ষার স্তর তিনটি।
আগরতলা ষড়যন্ত্র মামলা কখন গ্রহণ করা হয়?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা ১৯৬৮ সালে গ্রহণ করা হয়।
মুজিবনগর সরকার কখন গঠিত।
উত্তর : ১০ এপ্রিল ১৯৭১ সালে।
বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
উত্তর : বাংলাদেশের এথনিক গোষ্ঠী হলো চাকমা।
লেভিরেট কী?
উত্তর : কোনো বিধবা মহিলার সঙ্গে তার মৃত স্বামীর যে-কোনো ভাইয়ের বিবাহকে লেভিরেট বলে।
'Discovery of Bangladesh' গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : প্রফেসর ডা. বৃহত্তম নাজমুল করিম।
বাংলাদেশের পল্লি উন্নয়ন একাডেমি (BARD) এর প্রতিষ্ঠাতার নাম লিখ ।
উত্তর : ড. আকতার হামিদ খান।
আন্তর্জাতিক স্থানান্তর কত প্রকার?
উত্তর : আন্তর্জাতিক স্থানান্তর দুই প্রকার।
কিশোর অপরাধ বলতে কী বুঝায়?
উত্তর : অপরিণত বয়স্ক ছেলেমেয়েদের দ্বারা সংঘটিত দেশের আইন ও সমাজ বিরোধী এবং সমাজের রীতিনীতি ও মূল্যবোধের পরিপন্থী কার্যাবলিকেই কিশোর অপরাধ বলে
বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ।
বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি কে দিয়েছেন?
উত্তর : বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বটি দিয়েছেন অপরাধ বিজ্ঞানী ই. এইচ সাদারল্যান্ড।
২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর : জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com