প্রশ্ন: উপনিবেশবাদ কী? অথবা, উপনিবেশবাদ কাকে বলে? অথবা, উপনিবেশবাদ এর ধারণা দাও ।

ভূমিকা : প্রাচীনকাল থেকেই মানুষের ক্ষমতা অর্জনের আকাঙ্ক্ষা ছিল। যুগে যুগে মানুষ অন্যের উপর ক্ষমতা প্রয়োগ করতো। অন্যের উপর প্রভাব বিস্তার করতো। উপনিবেশবাদ মূলত শাসন ও শোষণের অধ্যায় হিসেবে পরিচিত।
তবে বিভিন্ন সময় এর বিভিন্ন রূপ ছিল। প্রাচীনকালে প্রাচীন গ্রিস, মিশর, পারস্য এবং রোমের শাসকগণ অন্য দেশে উপনিবেশ স্থাপন করতো।
তবে উনিশ শতকে উপনিবেশবাদের রূপ ছিল অন্য রকম। এই সময়ে উপনিবেশের বিস্তৃতি লাভ করে। তবে বিশ্বযুদ্ধের পর এর পরিসর কমতে থাকে।
উপনিবেশবাদ :
উপনিবেশবাদের ইংরেজি প্রতিশব্দ Colonialism. Colonialism শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ Colonia থেকে। যার অর্থ হলো মানবসমাজের একটি স্থানান্তরিত অংশ।
একটি দেশের লোকজন যখন অন্য দেশে গিয়ে বসবাস করে এবং সেই দেশে গিয়ে তাদের নিজস্ব সভ্যতা ও সংস্কৃতির আলোকে গড়ে তোলে তখন তাকে উপনিবেশবাদ বলে।
প্রথম দিকে এক দেশের লোক অন্য দেশে বাণিজ্যের জন্য যেত এবং তারপর তারা সেখানে বসতি স্থাপন করে তাদের ক্ষমতা দিন দিন বৃদ্ধি করতো এবং এক সময় তারা যেখানে প্রভাবশালী হয়ে শাসনভার বহন করতো। এভাবে তারা উপনিবেশ স্থাপন করতো।
প্রামাণ্য সংজ্ঞা :
বিভিন্ন বিজ্ঞানী উপনিবেশবাদের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা উল্লেখ করা হলো।
ই. এম. উইনসলো এর মতে,
“উপনিবেশবাদ বলতে এমন এক ভূখণ্ড অধিকার করাকে বুঝিয়েছেন, যেখানে নাবাসের নতুন স্থান লাভ করাই ইউরোপীদের ইচ্ছা ছিল এবং যেখানে দ্বন্দ্ব বিরোধ এ ইচ্ছারই আনুষঙ্গিক এমনকি অপ্রয়োজনীয় ঘটনা ছিল এবং যেখানে দ্বন্দ্ব বিরোধ এ ইচ্ছার চেয়ে কম গুরুত্বপূর্ণ ছিল।"
এ মার্সন বলেন,
“উপনিবেশবাদ হলো কোনো বিদেশি জনসাধারণের উপর দীর্ঘ সময় ধরে শাসন প্রতিষ্ঠা করা এবং তা বজায় রাখার ব্যবস্থা। "
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, উপনিবেশবাদ বলতে এক দেশের শাসকগণ কর্তৃক অন্য দেশের শাসনভার পরিচালনা করা। এতে ঐ দেশের ইচ্ছা থাক বা না থাক। আবার অনেক সময় অন্য দেশে বসতি স্থাপন করাকেও উপনিবেশবাদ বুঝায় ।
If you believe any content on our website infringes your rights, please contact us. We will review and take action promptly.