খ দলের কাজ: এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য - ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন সমাধান
খ-দলের কাজ: এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য
আমি বেলাল হোসাইন। আমি সপ্তম শ্রেণিতে পড়ি। আমি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় বসবাস করি। আমার বাসা মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সের ঠিক কাছেই। ইতিহাসে আমার এ উপজেলাটি বেশ প্রসিদ্ধ। নিচে আমার এলাকার অতীত ইতিহাস ও ঐতিহ্যের তথ্য উপস্থাপন করা হল ।
মুজিবনগর
চিত্র: মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
পরিচিতি
মুজিবনগর উপজেলাটি বৃহত্তর খুলনা বিভাগের মেহেরপুর জেলার অন্তর্গত। মুজিবনগরের পূর্বনাম ছিল বৈদ্যনাথতলা। এর উত্তরে মেহেরপুর সদর উপজেলা, পূর্বে চুয়াডাঙ্গা জেলা এবং দক্ষিণ ও পশ্চিমে প্রতিবেশী দেশ ভারত। আমার বসবাসকারী এ উপজেলার আয়তন ১১২.৬৮ বর্গ কি:মি:
ইতিহাস
বাংলাদেশের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক স্থান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ১০ এপ্রিল ১৯৭১ সালে গঠন করা হয়। এরপর তৎকালীন ভবেরপাড়ার বৈদ্যনাথতলার (বর্তমান মুজিবনগরের) আম্রকাননে ১৭ এপ্রিল ১৯৭১ সালে সরকার শপথ গ্রহণ করে।
এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশসরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এই স্থানের নামকরণ মুজিবনগর করেছিলেন।
তখন সরকারি নথির শীর্ষে লেখা থাকত ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুজিবনগর'। সরকারের ঠিকানা ছিল মুজিবনগর। ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ পর্যন্ত মুজিবনগর ছিল সরকারের রাজধানী।
Tag: এলাকার ইতিহাস ও ঐতিহ্যের তথ্য, ৭ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন সমাধান,
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com