৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো যে তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা প্রকাশ করা হয়েছে। তাই আজ আমি তোমাদের সপ্তম/৭ম শ্রেণির  ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস শেয়ার করব।

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা ও সিলেবাস

যে অভিজ্ঞতা শেষে ষাণ্মাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে-

  • শিখন অভিজ্ঞতা -১: ডিজিটাল সময়ে তথ্য (যোগ্যতা-১ ও ৪, পারদর্শিতার নির্দেশক- ৭.১ ও ৭.৪)
  • শিখনঅভিজ্ঞতা -২: বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যবহার (যোগ্যতা-৬, পারদর্শিতার নির্দেশক- ৭.৬) 
  • শিখন অভিজ্ঞতা -৩: তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরি (যোগ্যতা-৭, পারদর্শিতার নির্দেশক-৭.৭)

যে যোগ্যতাগুলো যাচাই করা হবে -

  • প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করে উপযুক্ত তথ্য নির্বাচন, সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ করা ও তথ্যের নিরপেক্ষ মূল্যায়ন করতে পারা;
  • নির্দিষ্ট প্রেক্ষাপট এবং মাধ্যম বিবেচনায় নিয়ে সৃজনশীল কাজের উন্নয়ন ও উপস্থাপনে ডিজিটাল প্রযুক্তির উপযুক্ত ব্যবহারে আগ্রহী হওয়া;
  • বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করা এবং এ বিষয়ক নীতি মেনে চলা;
  • তথ্য প্রযুক্তির মাধ্যমে নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি করা ও তার নৈতিক, নিরাপদ ও পরিমিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণে পারদর্শিতা অর্জন করতে পারা;

উল্লিখিত যোগ্যতা পরিমাপের জন্য যে পারদর্শিতা নির্দেশকসমূহ যাচাই করা হবে -

  • ৭.১ যে কোনো তথ্য সংগ্রহ করে নিরপেক্ষ মূল্যায়ন করতে পারবে
  • ৭.৪ প্রেক্ষাপট ও মাধ্যম বিবেচনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সৃজনশীল কনটেন্ট পারবে তৈরি করতে
  • ৭.৬ বুদ্ধিবৃত্তিক সম্পদের ব্যক্তিগত ও বাণিজ্যিকভাবে ব্যবহারের নীতি অনুসরণ করতে পারবে 
  • ৭.৭ ভার্চুয়াল পরিচিতির নৈতিক, নিরাপদ ও পরিমিত ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্রযুক্তিগত সেবা গ্রহণ করতে পারবে

Class 7 Digital Technology 1st Summative Assessment syllabus

ষাণ্মাসিক মূল্যায়ন থিম:

*আমার এলাকা কেন ভিন্ন' এর উপর তথ্য সংগ্রহ করে প্রকাশনা প্রণয়ন।

ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

নিচে আপনাদের সুবিধার জন্য ৭ম শ্রেণি ডিজিটাল প্রযুক্তি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাসটি পিডিএফ দেওয়া হলো। Download বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।





নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment