প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

শিল্পকলার বিভিন্ন শাখার শিখন অভিজ্ঞতা - প্রাকৃতিক বর্ণচক্র তৈরি - বিভিন্ন কাজ থেকে শিল্প সামগ্রী/কাজ তৈরি - কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি- ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান - Class 7 Art and Culture 1st Assessment Solution

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের ১ম ষান্মাসিক মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাই আজ তোমাদের সপ্তম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বইয়ের বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট টির সমাধান শেয়ার করব।


প্রস্তুতিমুলক সেশন-১:

কাজ-১: শিল্পকলার বিভিন্ন শাখার শিখন অভিজ্ঞতাগুলো থেকে যতটুকু শিখেছি

উত্তর: শিল্পকলার রয়েছে বিভিন্ন শাখা। এর মধ্যে প্রধান শাখাগুলি হলো দৃশ্যকলা, উপস্থাপন কলা, সাহিত্যকলা, শোভাবর্ধক কলা ইত্যাদি। এই শাখাগুলোর শিখন অভিজ্ঞতা থেকে যা শিখেছে তা নিচে উল্লেখ করা হলো:

১। রেখার ঘের দিয়ে তৈরি হয় আকার। যেমন-একটি রেখার এক প্রান্ত যখন অন্য প্রান্তকে স্পর্শ করে তখনই আকার সৃষ্টি হয়। অর্থাৎ আকার হলো বাইরের রেখা বা সীমা রেখায় আবদ্ধ একটি রূপ। ছবিতে আকারগুলো সাধারণত দৈর্ঘ্যে- প্রন্থে দ্বিমাত্রিক ভাবে আঁকা হয়, কোন গভীরতা থাকে না। সাধারণভাবে আকার দুই প্রকার, প্রাকৃতিক ও জ্যামিতিক। আকৃতি বলতে বুঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় তাকে। তবে সাধারণ ও ব্যবহারিক বাংলায় আকার-আকৃতি শব্দ দুটোকে একই অর্থে ব্যবহার করা হয়।

২। গড়া থেকে গড়ন, গড়ন হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ। যার দৈর্ঘ্য, প্রস্থ ও বেধ আছে। অর্থাৎ গভীরতার দিকে ও বস্তুটির যে দিকগুলো আছে সে গুলোকে মিলিয়ে যখন রূপটিকে আমরা তুলে ধরি তখন সেটা হয় গড়ন। ছবি আঁকার জগতে আকারের মতো গড়নেরও আছে ভিন্নতা, কোনটা প্রাকৃতিক যেমন- ফুল, পাখি, লতা, পাতা, গাছপালা এইসব আবার কোনোটি জ্যামিতিক-ত্রিভুজ, চতুর্ভূজ, বৃত্ত, কোণ, সিলিন্ডার ইত্যাদি।

৩। বর্ণচক্রে প্রাথমিক রংগুলো হলো লাল, নীল, হলুদ। নীল আর হলুদ রং মিলে তৈরি হয় সবুজ, লাল আর হলুদ মিলে তৈরি হয় কমলা, লাল আর নীলে হয় বেগুনি।

৪। রেখা দিয়ে তৈরি আকার-আকৃতির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরিসর।

৫। যখন কোনো অভিব্যাক্তি বুঝাতে হাত, পা অথবা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় ছন্দময় ভাবে পরিচালনা করি নাচের ভাষায় তাকে বলে চলন। তেমনি হাতের বিভিন্ন ভঙ্গির মধ্যদিয়ে যখন কোনো অভিব্যাক্তি প্রকাশ করি নাচের জগতে তার নাম মুদ্রা। বিভিন্ন মুখভঙ্গির মধ্যদিয়ে অভিব্যক্তির প্রকাশকে নাচের জগতে রস নামে পরিচিত

৬ । মানুষ, জীবজন্তু, পশুপাখির কন্ঠ হতে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ হয় তাকে ধ্বনি বলে আর গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সংগীতে স্বর বলে। সংগীতের মূল স্বর হলো ৭টি- সা, রে, গা, মা, পা, ধা নি। একাধিক স্বরের মাধ্যমে সৃষ্টি হয় সুর। সংগীতের জগতে গতিকে বলে লয় যা-বিলম্বিতলয়, দধ্যলয়, দ্রুতলয় এই তিন নামে পরিচিত। সংগীতে লয়কে মাপা হয় মাত্রা দিয়ে, আর মাত্রার ছন্দবদ্ধ সমষ্টিকে বলা হয় তাল গীত, বাদ্য আর নৃত্য এই তিনকে একসাথে সংগীত বলে।

৭। প্রাকৃতিক বিভিন্ন উপাদান আর বিষয়বস্তু দেখার ভেতর দিয়ে আঁকা, নাচ, গানের উপাদানগুলো সম্পর্কে শিখেছি।

৮। বর্ণচক্র সম্পর্কে জেনেছি।

৯। গানের সাথে মিলিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে রঙ তৈরি করেছি।

১০। খাতায় পাতা এঁকে গাঢ়-হালকা সবুজ রঙ করেছি।

১১। রঙের গানটি সঠিকভাবে অনুশীলন করেছি ।



কাজ-২: বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী/কাজ তারা তৈরি করেছে সেটি চিহ্নিত করা এবং এটি কোন ধরনের শিল্পকর্মে পড়ে (দৃশ্যকলা না উপস্থাপন কলা) তা নির্ণয় করা। 

উত্তর: 

আশপাশে পুনারাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করেছি।

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

পুনারাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করতে কাগজ, কলম রং পেন্সিল, কাঁচি, স্কচটেপ ব্যবহার হয়েছে। এটি দৃশ্যকলা শিল্পকর্মের অন্তর্গত।


কাগজ/মাটি দিয়ে repetitive pattern বা পুনরাবৃত্তি তৈরি করতে পারি

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

পুনারাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করতে কাগজ, কলম রং পেন্সিল, কাঁচি, স্কচটেপ ব্যবহার হয়েছে। এটি দৃশ্যকলা শিল্পকর্মের অন্তর্গত।


কাগজ কেটে ঝালর তৈরি করতে পারি

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

কাগজ কেটে ঝালর তৈরি করতে রঙিন পাতলা কাগজ, কাঁচি, সুতা, আঠা ব্যবহার করা হয়েছে । এটি দৃশ্যকলা শিল্পকর্মের অন্তর্গত।


কাজ-৩: বন্ধুখাতায় উপরের তালিকা গুলো লিখে রাখা

প্রিয় শিক্ষার্থীরা বন্ধু খাতা কিভাবে তৈরি করতে হয় তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারো।


প্রস্তুতিমুলক সেশন-২:

কাজ-১: প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা অথবা পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি পরিবেশন কর।

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি:

প্রথমে আমরা বর্ণচক্রের রংগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন – রংবেরঙের ফুল, পাতা, ইত্যাদি সংগ্রহ করে একটা প্রাকৃতিক বর্ণচক্র বানাব।


প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

প্রাকৃতিক বর্ণচক্র


প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি প্রাকৃতিক বর্ণচক্র তৈরির ভিডিও দেখতে চাও তাহলে নিচের লিংক থেকে ভিডিও টি দেখে নাও




পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি পরিবেশন করা:

সে এক মজার খেলা

রঙের সাথে সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা

সে এক মজার খেলা

নীল হলুদে সবুজ হবে কালো লালে খয়েরী

সাদা কালো ছাইয়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও, লালে সাদা মেশাও যায় বেলা।

কমলা হবে লাল হলুদে,

বেগুনি লাল নীলে।

ফিকে হবে সব গাঢ় রং এমনি করে চলছে মধুর রং বানানোর খেলা।


নিচের ভিডিও থেকে গানটির পরিবেশনটি চাইলে একবার দেখে নিতে পারো




কাজ-২: রেখা ব্যবহার করে এঁকে/কাগজ কেটে বিভিন্ন রকমের পুনঃরাবৃত্তিক নকশা বানানো। 

বিভিন্ন পুনঃরাবৃত্তিক নকশা repetitive pattern

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান
চিত্র-১


প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান
চিত্র-২

প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান
চিত্র-৩


প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান
চিত্র-৪









Tag: শিল্পকলার বিভিন্ন শাখার শিখন অভিজ্ঞতা, বিভিন্ন কাজ থেকে শিল্প সামগ্রী/কাজ তৈরি, প্রাকৃতিক বর্ণচক্র তৈরি, কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি, প্রাকৃতিক বর্ণচক্র তৈরি ও কাগজ কেটে বিভিন্ন রকমের নকশা তৈরি - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট সমাধান

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment