awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4
Bookmark

৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা ও সিলেবাস - Class 7 Art and Culture 1st Summative Assessment syllabus

৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

ধান্মাসিক সামষ্টিক মুল্যায়নের কাজ-

সারসংক্ষেপ: শিক্ষার্থীদেরকে শিখন অভিজ্ঞতার সাথে মিল করে কাজ দেওয়া হবে যেখান থেকে তারা যেকোনো একটি বেছে নিবে এবং প্রস্তুতি নিবে সেটি চুড়ান্ত মূল্যায়নের দিনে উপস্থাপনের জন্য। প্রস্তুতির জন্য তারা ২টি সেশন ও এর মধ্যবর্তী সময় পাবে। চুড়ান্ত মুল্যায়নের দিন শিক্ষকের সামনে উপস্থাপন করবে।

প্রস্তুতিমূলক সেশন -১

১. শ্রেণিকক্ষে আলোচনা: সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অন্তত এক সপ্তাহ আগে শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা বুঝিয়ে দিতে হবে এবং সামষ্টিক মূল্যায়ন শেষে অর্জিত পারদর্শিতার মাত্রা রেকর্ড করতে হবে।
২. নির্দেশনার অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজেরা যা করেছে জোড়ায় আলোচনা করতে বলবেন। নিজেদের সব কাজের তালিকা করতে বলবেন। প্রত্যেকের বন্ধুখাতায় যেন যার যার কাজের তালিকা থাকে সেটি নিশ্চিত করবেন।
  • শিল্পকলার বিভিন্ন শাখার (শ্রেনিবিভাগ,উপাদান ও নিয়মকানুন) শিখন অভিজ্ঞতাগুলো থেকে যতটুকু শিখেছে তা লিখতে বলবেন
  • বিভিন্ন কাজ থেকে যে শিল্প সামগ্রী/কাজ তারা তৈরি করেছে সেটি চিহ্নিত করতে বলবেন এবং এটি কোন ধরনের শিল্পকর্মে পড়ে (দৃশ্যকলা না উপস্থাপন কলা) তা নির্ণয় করতে বলবেন
৩. এসব তালিকা বন্ধুখাতায় লিখে রাখতে বলবেন এবং তা নিশ্চিত করবেন।

প্রস্তুতিমূলক সেশন -২

শিক্ষক এবারে সকলের জন্য নিচের কাজগুলো বোর্ডে লিখে দিবেন এবং বলবেন প্রতি শিক্ষার্থী যেন এখান থেকে একটি কাজ বেছে নেয় প্রস্তুতি নিয়ে উপস্থাপনের জন্য - -
  • প্রাকৃতিক বর্ণচক্র তৈরি করা অথবা পাঠ্যবইতে দেওয়া রঙের গানটি গাওয়া
  • রেখা ব্যবহার করে এঁকে/কাগজ কেটে বিভিন্ন রকমের পুনঃরাবৃত্তিক নকশা বানানো

শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাস

নিচে আপনাদের সুবিধার জন্য ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা ও সিলেবাসটি পিডিএফ দেওয়া হলো। Download বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করুন।





Post a Comment

Post a Comment