৭ম শ্রেণি ইসলাম ধর্ম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান (কর্মদিবস-১, ২ ও ৩) - Class 7 Islam Shikkha Annual Assessment Solution - ৭ম শ্রেণি ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট সমাধান
৭ম শ্রেণি ইসলাম ধর্ম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান কর্মদিবস-১
চলুন এক নজরে কর্মদিবস-১ এর কাজ গুলো নিচের ছবি থেকে দেখে নেয়া যাক।
(alert-passed)
কর্মদিবস-১ এর কাজ-১ এর সমাধান
ডেঙ্গু বা অন্য কোন রোগ হলে আক্রান্ত রোগীর সেবায় যা করা উচিত
- ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব ।
- জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দিবো ।
- প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে।
- নিজে নিজে কোনো অ্যান্টিবায়োটিক বা ব্যাথানাশক খাওয়া যাবে না ।
- জ্বর সেরে ওঠার সময়টুকুতে বেশি সাবধান থাকতে হবে। কারণ, এ সময়ই জটিলতাগুলো দেখা দিতে থাকে। তাই চিন্তা না করার অনুরোধ করবো।
- জ্বর কমার সঙ্গে সঙ্গে কর্মস্থলে যোগ দেওয়া যাবে না ৷
- বাড়িতে নিয়মিত রক্তচাপ মাপতে হবে।
- প্লাটিলেট এক লাখের নিচে নামলে বা হিমাটোক্রিট পরিবর্তন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, ৫০ হাজারের নিচে নামলে হাসপাতালে ভর্তি হতে হবে।
- এ ছাড়া অনেক বমি, শরীরের যেকোনো জায়গায় রক্তপাত, রক্তচাপ কমে গিয়ে দুর্বল অনুভব করা, প্রচন্ড পেটব্যাথা,অস্থিরতা ও অস্বাভাবিক আচরণ, হাত-পা শীতল হয়ে আসা ইত্যাদি লক্ষণ দেখা দিলে রোগীকে হাসপাতালে নিন।
- রোগী এই সময় প্রচুর মানসিক চাপে থাকে; তাই সবসময় তাকে ভরসা দিবো।
কর্মদিবস-১ এর কাজ-২ এর সমাধান
ডেঙ্গু বা অন্য কোন রোগ আক্রান্ত রোগীর সেবায় ইসলামি বিধি-বিধান অনুসারে যা করা প্রয়োজন
- রোগীর শরীল সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন অর্থাৎ পবিত্র রাখতে হবে ।
- নিয়মিত নামাজ পড়ার জন্য আহবান করতে হবে।
- রোগীর সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত করব ।
- সবসময় আল্লাহকে স্মরণ করা।
- ডেঙ্গু হলে আতঙ্কিত না হয়ে যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দিব ।
- প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি, খাবার স্যালাইন, ফলের রস ইত্যাদি গ্রহণ করতে হবে।
৭ম শ্রেণি ইসলাম ধর্ম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান কর্মদিবস-২
চলুন এক নজরে কর্মদিবস-২ এর কাজ গুলো নিচের ছবি থেকে দেখে নেয়া যাক।
(alert-passed)
কাজ-১: শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের কর্মদিবস ১ এর কাজগুলো একত্র করবে। এক্ষেত্রে দল গঠনে শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা প্রদান করবেন। লক্ষ্য রাখতে হবে যে কোন দলে ৫-৬ জনের বেশি শিক্ষার্থী না থাকে।
কর্মদিবস-২ এর কাজ-১ এর সমাধান
আশা করি আপনারা কর্মদিবস ১ এর সকল কাজগুলো বুঝতে পেরেছ। তোমরা কর্মদিবসে যে কাজগুলো আদালাভাবে করছিলে এখানে সেই একি কাজগুলো দল গঠনের মাধ্যমে করতে হবে।
কাজ-২: শিক্ষার্থীরা রোগীর সেবায় করণীয় সম্পর্কে নিজেরা যা ভেবেছে এবং ইসলামের আলোকে যা পেয়েছে সেগুলো কীভাবে শিক্ষকের সামনে উপস্থাপন করবে (লিখে, বলে, ছবি এঁকে, পোস্টার বানিয়ে, কুরআন এর আয়াত লিখে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ইত্যাদি) তার পরিকল্পনা প্রণয়ন করবে।
কর্মদিবস-২ এর কাজ-২ এর সমাধান
প্রিয় শিক্ষার্থীরা কাজ -২ এর কাজগুলো সহজে করা জন্য আমরা (লিখে, বলে এবং পোস্টার বানিয়ে) এই তিন ভাবে করলে আমার মনে হয় সবার জন্য সুবিধা হবে।
আরো পড়ুন:
ডেঙ্গু রোগীর সেবায় করণীয়গুলো পোস্টার
ডেঙ্গু রোগীর সেবায় করণীয়গুলো পোস্টার |
কাজ-৩: কাজ ২ এর পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের উপস্থাপনার জন্য লেখা, ছবি, পোস্টার, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করবে।
কর্মদিবস-২ এর কাজ-৩ এর সমাধান
কাজ ২ এ যে কাজগুলো করছেন সেই কাজগুলো প্রেজেন্টেশন আকারে তৈরি করতে হবে।
কাজ-৪: শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় ডেঙ্গুবো অন্য বোগে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করবে।
কর্মদিবস-২ এর কাজ-৪ এর সমাধান
কাজ ৪ সমাধান করার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে শিক্ষকের সহায়তা গ্রহন করবে।
৭ম শ্রেণি ইসলাম ধর্ম বার্ষিক সামষ্টিক মূল্যায়ন সমাধান কর্মদিবস-৩
চলুন এক নজরে কর্মদিবস-৩ এর কাজ গুলো নিচের ছবি থেকে দেখে নেয়া যাক।
(alert-passed)
কাজ ১: দলগত কাজ (৫০ মিনিট)
শিক্ষার্থীরা দলগতভাবে তাদের উপস্থাপনা চূড়ান্ত করে তা প্রদর্শন / প্রকাশের প্রস্তুতি শেষ করবে।
কাজ-১: শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের কর্মদিবস ১ এর কাজগুলো একত্র করবে। এক্ষেত্রে দল গঠনে শিক্ষক শিক্ষার্থীদের সহায়তা প্রদান করবেন। লক্ষ্য রাখতে হবে যে কোন দলে ৫-৬ জনের বেশি শিক্ষার্থী না থাকে।
কর্মদিবস-৩ এর কাজ-১ এর সমাধান
আশা করি তোমরা কর্মদিবস ১ এর সকল কাজগুলো বুঝতে পেরেছ। তোমরা কর্মদিবসে যে কাজগুলো আদালাভাবে করছিলে এখানে সেই একি কাজগুলো দল গঠনের মাধ্যমে করতে হবে।
কাজ-২: শিক্ষার্থীরা রোগীর সেবায় করণীয় সম্পর্কে নিজেরা যা ভেবেছে এবং ইসলামের আলোকে যা পেয়েছে সেগুলো কীভাবে শিক্ষকের সামনে উপস্থাপন করবে (লিখে, বলে, ছবি এঁকে, পোস্টার বানিয়ে, কুরআন এর আয়াত লিখে, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ইত্যাদি) তার পরিকল্পনা প্রণয়ন করবে।
কর্মদিবস-৩ এর কাজ-২ এর সমাধান
শিক্ষার্থীরা, উপরে ডেঙ্গু রোগীর সেবায় করণীয়গুলো পোস্টার তৈরি করা আছে। তোমরা চাইলে ঐরকম একটি পোষ্টার বা তোমাদের নিজেদের মতো করে একটি পোষ্টার তৈরি করে নিবে।
কাজ ২: দলগত কাজ (১০ মিনিট)
শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় ডেঙ্গু বা অন্য কোন রোগে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত করবে।
কাজ ৩: দলগত কাজ (দলপ্রতি ১০-১৫ মিনিট)
শিক্ষার্থীরা দলে দলে তাদের প্রস্তুতি অনুযায়ী শিক্ষকের নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে তাদের উপস্থাপনগুলো করবে।
উপকরণ:
কর্মদিবস ১, কর্মদিবস ২ এবং কর্মদিবস ৩ (মূল্যায়ন উৎসব) এর কাজগুলো করতে শিক্ষার্থীদের কাগজ (তাদের শ্রেণির কাজের খাতা থেকে নেয়া) এবং কলম ছাড়া অন্য কোন উপকরণের প্রয়োজন নেই। বিদ্যালয়ে কম্পিউটার ও মাল্টিমিডিয়ার ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা তা ব্যবহার করতে পারে। পোস্টার বানানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পুরনো ক্যালেন্ডারের খালি পাতা, খাতার পৃষ্ঠা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
কর্মদিবস-৩ এর কাজ-৩ এর সমাধান
শিক্ষার্থীরা শিক্ষকের সহায়তায় ডেঙ্গু বা অন্য কোন রোগে আক্রান্ত বা অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য এবং বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া ও মোনাজাত করবে। এক্ষেত্রে শিক্ষকরা শিক্ষার্থীদের কে সহযোগীতা করবে।
প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য দুইটা দোয়া দেওয়া হলো। তোমরা চাইলে এই দোয়া দু’টি শিখে নিতে পার।
দোয়া দুইটি নিচে দেওয়া হলো:
أَذْهِبَ الْبَاسَ رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمَمًا ( উচ্চারণ : আযহিবিল বা'স, রব্বান নাস, ওয়াফি আংতাশ শা-ফীলা- শিফা-আ ইল্লা- শিফাউকা শিফাআন লা- ইউগাদিরু সাক্ক-মা।)
অর্থ: হে মানুষের রব! এ ব্যক্তির রোগ দূর করে দিন। তাকে নিরাময় করে দিন। নিরাময় করার মালিক আপনিই। আপনার নিরাময় ছাড়া আর কোনো নিরাময় নেই। এমন নিরাময় যা কোন রোগকে বাকী রাখে না।
আরেকটি দোয়া রয়েছে। أَسْأَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ أَنْ يَشْفِيَكَ (উচ্চারণ: আস্সালুল্লহাল 'আযিম রব্বাল 'আরশিল 'আযিম আই ইয়াস্ফিয়াকা।)
অর্থ: আমি মহান আল্লাহর দরবারে দু'আ করছি তিনি যেন আপনাকে আরোগ্য দান করেন, যিনি মহান আরশের রব।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com