বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড যেভাবে তৈরি করবেন - ৭ম শ্রেণি শিল্প ও সংস্কৃতি

প্রিয় শিক্ষার্থীরা ৭ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এর ১ম কাজটি হলো বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করা। আজকে আমি তোমাদের কিভাবে রঙিন কাগজ ও বিভিন্ন আর্ট কলমের মাধ্যমে খুব সহজে এটি তৈরি করতে পারবে তা শেখাব।
শুভেচ্ছা কার্ড তৈরিতে যা যা লাগবে:
- কয়েক ধরনের রঙিন কাগজ। যেমন: লাল, সবুজ, নীল, হলুদ
- আর্ট কলম
- কাঁচি
- গাম
- বিভিন্ন ডিজাইনের কাগজের ফুল (না থাকলেও চলবে)
চলো এক নজরে নিচের শুভেচ্ছা কার্ড তৈরি করতে কি কি লাগবে দেখে নেয়া যাক।
| বিভিন্ন কালারের কাগজ |
| আর্ট কলম |
| কাঁচি |
| গাম |
| কাগজের ফুল |
বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড তৈরি করার ভিডিও:
নিচে তোমাদের সুবিধার্থে বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড করার কয়েকটি ভিডিও দেয়া হলো:
ভিডিও -১:
ভিডিও -২:
বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড এর মধ্যে যা লিখতে হবে:
নিচে তোমাদের সুবিধার্থে আমি দুটি নমুনা দিয়ে দিচ্ছি। তোমরা সেটা অনুসরণ করে তোমাদের মতো করে লিখবে।
নুমনা:১
বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড
প্রিয় রফিক,
বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
ডিসেম্বর মানেই শোক, ডিসেম্বর মানেই শক্তি। ৩০ লক্ষ শহীদের তাজা প্রাণের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা বাঙ্গালীদের জাতীয় জীবনে এক অন্যতম স্মরণীয় অধ্যায়। পশ্চিম পাকিস্তানিদের জুলুম আর নিপীড়নের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে যেভাবে নিরীহ বাঙ্গালিরা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে এনেছে বাংলাদেশের বিজয় তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, লেখা থাকবে চিরদিন। বিজয়ের সেই শুভক্ষণ কে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশে ১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
আসুন সবাই মিলে স্বাধীনতাকে রক্ষা করে, সুখী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি।
তোমার বন্ধু
সাজ্জাদ
নুমনা:২
বিজয় দিবস শুভেচ্ছা কার্ড
প্রিয় সিয়াম,
বিজয় দিবসের শুভেচ্ছা রইল।
১৯৭১ সালের এই দিনে আমরা দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয় অর্জন করি। এই বিজয়ের জন্য আমাদের অসংখ্য শহীদের প্রাণের বিনিময় হযেছিল। তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। I বিজয় দিবস আমাদের জন্য এক গৌরবময় দিন। এই দিনটি আমাদের স্বাধীনতার দিন। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, স্বাধীনতা আমাদের জন্য কত মূল্যবান।
আসুন, আমরা সবাই মিলে এই স্বাধীনতাকে রক্ষা করি এবং একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি।
তোমার বন্ধু,
রহিম



Post a Comment