৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বার্ষিক অ্যাসাইনমেন্ট সমাধান (১ম কর্ম দিবস) - Class 6 Science Annual Summative Assessment Solution
ধাপ-১ (প্রথম কর্মদিবস: ৯০ মিনিট)
শুরুতেই শিক্ষার্থীরা স্কুলে ও বাড়িতে কী কী প্রযুক্তি ব্যবহৃত হয় তা লিপিবদ্ধ করবে। এসব প্রযুক্তির মধ্যে কোন কোন ক্ষেত্রে জ্বালানি প্রয়োজন হয়, আর কোনগুলো জ্বালানি ছাড়াই কাজ করে সেগুলোকে আলাদা করে দুইটি পৃথক তালিকা করবে।
৬ষ্ঠ শ্রেণির বিজ্ঞান বার্ষিক অ্যাসাইনমেন্ট সমাধান
কাজ-১: স্কুলে ও বাড়িতে কী কী প্রযুক্তি ব্যবহৃত হয় তা লিপিবদ্ধ কর।
উত্তর: স্কুলে ও বাড়িতে যে যে প্রযুক্তি ব্যবহৃত হয় তা লিপিবদ্ধ করা হলো:
স্কুলে ব্যবহৃত প্রযুক্তি সমূহ: কম্পিউটার, লেপটপ, প্রজেক্টর, ডিজিটাল বোর্ড, বৈদ্যুতিক পাখা, লাইট, ঘড়ি, মার্কার, ডাস্টার, বই, খাতা, কলম, স্টেপলার ইত্যাদি।
বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি সমূহ: বৈদ্যুতিক পাখা, লাইট, ঘড়ি, ইস্ত্রি, মোবাইল, মোটর, রুটি মেকার, গ্যাসের চুলা, সেলাই মেশিন, ছুরি ইত্যাদি।
কাজ-২: প্রযুক্তিগুলোর মধ্যে কোনগুলো জ্বালানির প্রয়োজন হয়, আর কোনগুলো জ্বালানি ছাড়াই কাজ করে সেগুলোকে আলাদা করে দুইটি পৃথক তালিকা করবে।
উত্তর:
- স্কুলে ব্যবহৃত প্রযুক্তি সমূহের মধ্যে যেগুলোর জ্বালানির প্রয়োজন হয়:
- জ্বালানি ব্যবহৃত হয়: কম্পিউটার, লেপটপ, প্রজেক্টর, ডিজিটাল বোর্ড, বৈদ্যুতিক পাখা, লাইট, ঘড়ি ইত্যাদি।
- জ্বালানি ব্যবহৃত হয় না: মার্কার, ডাস্টার, বই, খাতা, কলম, স্টেপলার
- বাড়িতে ব্যবহৃত প্রযুক্তি সমূহের মধ্যে যেগুলোর জ্বালানির প্রয়োজন হয়:
- জ্বালানি ব্যবহৃত হয়: বৈদ্যুতিক পাখা, লাইট, ঘড়ি, ইস্ত্রি, মোবাইল, মোটর, রুটি মেকার, গ্যাসের চুলা
- জ্বালানি ব্যবহৃত হয় না: সেলাই মেশিন, ছুরি।
কাজ-৩: প্রযুক্তির গঠন সম্পর্কে তথ্য সংগ্রহ করো, সেগুলো কীভাবে কাজ করে তার প্রবাহচিত্র তৈরি করো, এসব প্রযুক্তি ব্যবহার করতে কী ধরনের শক্তি ব্যবহৃত হয় শক্তি কীভাবে স্থানান্তরিত ও রূপান্তরিত হয় তা পর্যবেক্ষণ করবে, জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয় এবং প্রযুক্তি ব্যবহার করতে কী পরিমাণ জ্বালানি ব্যবহার করা হয় সেই তথ্য সংগ্রহ করো।
উত্তর: বৈদ্যুতিক ফ্যান:
বৈদ্যুতিক ফ্যান বহুল ব্যবহৃত একটি প্রযুক্তি। এটি বাতাস প্রবাহের কাজে ব্যবহৃত হয়। বৈদ্যুতিক ফ্যান চালাতে বিদ্যুৎ ব্যবহার করা হয়।
প্রথমে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তিরত হয়। যান্ত্রিক শক্তি ঘূর্ণন শক্তিতে রূপান্তিরত হয়ে ফ্যানের পাখার সাহায্যে বাতাস প্রবাহ করে ।
বৈদ্যুতিক ফ্যানের শক্তির প্রবাহ হলো:
বৈদ্যুতিক শক্তি → যান্ত্রিক শক্তি → ঘূর্ণন শক্তি
বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য তেল, কয়লা, বায়ু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়।
সম্পুর্ণ সমাধান পেতে নিচের লিংকে ক্লিক করুন।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com