৭ম শ্রেণি জীবন ও জীবিকা চুড়ান্ত মূল্যায়ন সমাধান - Class 7 Jibon O Jibika Final Assessment Solution
৭ম শ্রেণি জীবন ও জীবিকা চুড়ান্ত মূল্যায়ন
৭ম শ্রেণি জীবন ও জীবিকা চুড়ান্ত মূল্যায়ন |
৭ম শ্রেণি জীবন ও জীবিকা চুড়ান্ত মূল্যায়ন |
কাজ: ক্যাম্পিং কার্যক্রম সম্পন্ন হলে, দলগত কাজের ওপর এককভাবে একটি প্রতিবেদন প্রণয়ন করতে বলুন।
উত্তর:
দলগত কাজের ওপর একটি প্রতিবেদন প্রণয়ন করা হলো:
আমরা সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়নের 'শাপলা' দল। আমাদের দলের কার্যক্রম ছিল এলাকায় ধুমপানের ক্ষতিকর প্রভাব নিয়ে। আমরা সকলেই অবহিত যে বিশ্বব্যাপী মাদকাসক্তির বিরুদ্ধে বিপ্লব শুরু হয়েছে। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও সেই আন্দোলন সংগ্রামের শামিল। আমাদের দেশের প্রায় সর্বত্রই মাদকদ্রব্যের অবাধ ক্রয়-বিক্রয় ও ব্যবহার লক্ষ করা যায়। ফলে সব বয়সের, সব পেশার লোকদের মধ্যে এ সর্বনাশা নেশা বিস্তার লাভ করেই চলেছে। অনিবার্য ধ্বংস জেনেও নেশাগ্রস্তরা এ পথ পরিহার করছে না। আমাদের যুবসমাজের বড় একটি অংশ মাদকাসক্ত হওয়ার ফলে আমাদের জনশক্তি ক্রমশ দুর্বল ও নির্জীব হয়ে পড়ছে। চিন্তার রাজ্যে নেমে এসেছে স্থবিরতা। মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের ক্রমাবনতি ঘটেছে। সমাজ তথা গোটা জাতি ধুঁকে ধুঁকে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে সেই সাথে স্বাস্থ্যের ঘটছে চরম অবনতি।
এই সমস্যার সমাধানে এলাকার মানুষকে ধুমপানের কুফল সম্পর্কে অবগত করেছি। প্রথম অবস্থায় কিছু মানুষ এর বিপক্ষে অবস্থান করে কিন্তু আমরা সবাইকে সচেতন করার জন্য গ্রামে পোষ্টার, ব্যানার, লিফলেট এবং ধুমপান নিরসনে বিভিন্ন সভার আয়োজন করি। এর ফলে অনেকেই ধুমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবগত হয় এবং এটি ছাড়তে বাধ্য হয়। তাছাড়া গ্রুপ ভিত্তিক কাজের মধ্যে হেলথ ক্যাম্পিং কার্যক্রমটি ছিল বিশেষভাবে লক্ষণীয়। এর মাধ্যমে সহজেই স্বাস্থ্যগত বিভিন্ন ধরন সম্পর্কে যেমন জানতে পারি এবং কিভাবে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়; সেই বিষয়েও জ্ঞান অর্জন করেছি। সর্বোপরি, কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমি খুব আনন্দিত এবং অনেক কিছু শিখতে পেরেছি।
সঞ্চয়ের আর্থিক ডায়েরি:
তারিখ | আয়ের খাত | আয় | ব্যয়ের খাত | ব্যয় | উদ্বৃত্ত/সঞ্চয় |
---|---|---|---|---|---|
০১/১১/২০২৩ | টিফিনের টাকা | ৫০ টাকা | খাবার ক্রয় | ৪০ টাকা | ১০ টাকা |
০২/১১/২০২৩ | উপবৃত্তি | ৫০০ টাকা | বই ক্রয় | ৩৫০ টাকা | ১৫০ টাকা |
০৩/১১/২০২৩ | জন্মদিনের উপহার | ৫০০ টাকা | খেলনা ক্রয় | ১৫০ টাকা | ১০০ টাকা |
০৪/১১/২০২৩ | পুরাতন বই- খাতা বিক্রয় | ২০০ টাকা | খাতা ক্রয় | ১৫০ টাকা | ৫০ টাকা |
০৫/১১/২০২৩ | সেলামি | ১০০০ টাকা | জামা ক্রয় | ৭০০ টাকা | ৩০০ টাকা |
০৬/১১/২০২৩ | সবজি ক্রয় | ৪০০ টাকা | খাবার ক্রয় | ৩০০ টাকা | ১০০ টাকা |
০৭/১১/২০২৩ | চারাগাছ ক্রয় | খেলনা বিক্রয় ৪৫০ টাকা | ৩০০ টাকা | ১৫০ টাকা | ১৫০ টাকা |
মোট | ৩১০০ টাকা | ২২৪০ টাকা | ৮৬০ টাকা |
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com