Follow Our Official Facebook Page For New Updates
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৪ কেন্দ্রে পৌঁছানোর আগে ও পরে যে জিনিস গুলো জানা প্রয়োজন
চেকলিস্ট:
- ১. প্রবেশপত্র (অবশ্যই রঙিন প্রিন্ট)
- ২. HSC পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড (ফটোকপি/স্ক্যানকপি নয়)
- ৪. কালো বলপেন ২ টি
- ৫. OMR এ পেন্সিল, কালো ব্যতীত অন্য কালার কলম, কিংবা কোনো প্রকার জেলপেন ব্যবহার করা যাবেনা। শুধু কালো বলপেন নিবে।
- ৬. একদম নতুন কলম না নিয়ে কিছুটা লিখতে অভ্যন্ত এমন কলম নিবে।
- ৭. পানির বোতল
- ৮. স্বচ্ছ ফাইল
বিশেষ লক্ষণীয়:
- ১. যেকোনো প্রকার ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ
- ২. প্রশ্নপত্রে প্রয়োজন ছাড়া দাগানো যাবে না।
- ৩. আসন বিন্যাস ও কেন্দ্র সম্পর্কে আগেই ধারণা নিবে। পরীক্ষার কেন্দ্র চিনতে না পারলে পরিচিত ভাইয়াদের সাথে যোগাযোগ করবে।
- ৪. সকাল ৭ টার মধ্যে নাস্তা করে নিবে। এবং নিজস্ব সকল প্রয়োজন শেষ করে নিবে।
- ৫. কোনোভাবেই খাওয়া দাওয়া না করে পরীক্ষার হলে যাবে না।
- ৬. সকাল ১০ টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর মত পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবে।
কেন্দ্রে পৌঁছানোর পর:
- ১. সকাল ১০.৩০ থেকে কেন্দ্রে প্রবেশ করানো হবে।
- ২. কেন্দ্রের কাছাকাছি অবস্থান করা। লম্বা লাইনে দাঁড়িয়ে ঢোকার প্রয়োজন নেই।
- ৩. কেন্দ্রের রুম অথবা বিল্ডিং চিনতে না পারলে স্বেচ্ছাসেবক কিংবা ফোকাসের ভাইয়াদের হেল্প নিবে।
- ৪. পরীক্ষার দিন কোনো প্রকার পড়াশুনা করা যাবে না। শুধু হাইলাইটস ইত্যাদি দেখা যেতে পারে সেটা অবশ্যই কেন্দ্রে যাওয়ার পূর্ব।
- ৫. কক্ষে প্রবেশের পর কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার সুজোগ নেই। তাই কারো ওয়াশরুম/ফ্রেস হওয়ার প্রয়োজন থাকলে পরীক্ষা শুরু'র পূর্বেই সমাধান করবে।
কক্ষে প্রবেশের পর:
- ১. রুমে ঘড়ি আছে কিনা এবং সময় ঠিক আছে কিনা দেখে নেয়া। ঘড়ি না থাকলে কিংবা নষ্ট থাকলে সাথে সাথেই কক্ষ পরিদর্শককে জানাবে।
- ২. পরীক্ষার রোল এবং তোমাদের ছবিযুক্ত আসন নির্দেশিকা বেঞ্চে লাগানো থাকবে।
- ৩. পরীক্ষার হলে মুখমণ্ডল খোলা রাখা আবশ্যক। তাই যারা হিজাব, নিকাব পরিধান করছো, তারা ফেইস মাস্ক/ সার্জিক্যাল মাস্ক পড়তে পারো।
পরীক্ষা শুরু হলে:
- ১. প্রশ্নপত্র হাতে পাওয়ার পূর্বে আল্লাহর কাছে বেশী বেশী দুয়া পড়া।
- ২. এডমিট কার্ড দেখে খুব সাবধানতার সাথে OMR পূরণ করা। মনে রাখবে,
- তোমাকে অতিরিক্ত কোনো OMR দেয়া হবে না।
- ৩. প্রবেশপত্রে রোল এবং সিরিয়াল বাংলায় দেয়া আছে। OMR এর ভরাট অংশে সংখ্যাগুলি যদি ইংরেজিতে থাকে তাহলে অবশ্যই রোল, সিরিয়াল ইত্যাদি ইংরেজিতে লিখবে। আর বাংলায় থাকলে বাংলায় লিখবে।
- ৪. প্রশ্নপত্রে হাতে পাওয়ার পর। ২-৩ মিনিট সম্পূর্ণ প্রশ্ন একবার দেখে নিবে।
- ৫. প্রশ্নপত্রের যেই অংশে সবচেয়ে বেশি কমন এসেছে সেই অংশ দিয়ে পরীক্ষা শুরু করবে।
লিখিত অংশ:
- ১. নির্দিষ্ট বক্সের মধ্যে লেখা। লেখার জায়গা আগেই দেখে নেয়া। মূল পয়েন্ট গুলো লেখা।
- ২. সম্পূর্ণ নম্বর পাওয়া যায় এমন প্রশ্নগুলো আগে লেখা। ব্যাখ্যামূলক প্রশ্ন, প্যারাগ্রাফ পরে লেখা।
- ৩. সকল প্রশ্ন আন্সার করে আসা।
সর্বশেষ:
- ১. আল্লাহর উপরে ভরসা করা।
- ২. মাথা ঠান্ডা রাখা, নিজেকে স্থির ও শান্ত রাখা।
- ৩. তাড়াহুড়া না করা। তাকদির (ভাগ্য) এর উপরে বিশ্বাস রাখা।
- ৪. বেশী বেশী আল্লাহর কাছে দোয়া করা ও সাহায্য চাওয়া।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
Telegram Group
Join Now
Our Facebook Page
Join Now
Class 8 Facebook Study Group
Join Now
Class 7 Facebook Study Group
Join Now
Class 6 Facebook Study Group
Join Now
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com