বিপদ, হতাশা, পেরেশানি সহ সকল মসিবত থেকে উত্তরণের জন্য দোয়া।
১. বেশি বেশি ইসতেগফার করা।
-যেমন:- উচ্চারণ: 'আস্তাগফিরুল্লাহ।'
অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
-উচ্চারণ: 'আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।'
অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি।
২. বেশি বেশি দরুদ পাঠ করা।
- যেমন:- উচ্চারণ: 'আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।'
অর্থ : 'হে আল্লাহ! আপনি আমাদের নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রহমত ও শান্তি দান করুন।'
-উচ্চারণ: 'সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'
এর অর্থ হচ্ছে, আল্লাহ তাঁর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুক।
৩. দোয়ায়ে ইউনুস পাঠ করা৷
- উচ্চারণ: 'লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্ জালিমীন।'
অর্থ: (হে আল্লাহ!) আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি অপরাধী।
৪. ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পাঠ করা।
অর্থ:- হে বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদান্যতার অধিকারী।
বি. দ্র: দোয়া গুলো অর্থের দিকে খেয়াল রেখে পড়তে হবে। পাশাপাশি বিশ্বাস রাখতে হবে যে, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা একটা পথ বের করে দিবেন। যদিওবা সমস্যা সমাধান না হয় তাহলে বুঝতে হবে যে সমস্যার মধ্যে কল্যাণ নিহিত আছে। ইস্তেগফার ও দরুদ এখানে ছোট ছোট গুলো দেওয়া হয়েছে। আপনারা যে কোনো একটি পড়লেও চলবে। আমরা সবাই দোয়া গুলো বেশি বেশি পড়তে চেষ্টা করবো। আল্লাহ তায়ালা আমাদের হতাশা পেরেশানি দূর করে দিক। আমিন।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com