awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4
Bookmark

লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান

লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান - Class 8 Bangla Chapter 2 Page 39 ‍Solution - A conversation between doctor and patient

লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান

লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ

প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের ৩৯ পৃষ্টার ৫ম কাজ লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ কিভাবে করতে হয় তার একটি নমুনা শেয়ার করব।

লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান

নিচে আমি ডাক্তারের সাথে কিভাবে আলাপ করতে হয় তার একটি নমুনা সমাধান করে দিলাম।

ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন

রফিক: শুভ সকাল।

ডাক্তার: শুভ সকাল, বসুন, আপনার নাম কী?

রফিক: ধন্যবাদ, আমার নাম রফিক।

ডাক্তার: আপনার বয়স কত?

রফিক: আমার বয়স ১৬ বছর।

ডাক্তার: আপনার কী সমস্যা?

রফিক: ৫ দিন ধরে আমার জ্বর। তাছাড়া আমার সারা শরীরে খুব ব্যাথা।

ডাক্তার: আপনার কি খেতে পারেন?

রফিক: সবকিছু তিতা লাগে এবং আমার কিছু খেতে ইচ্ছে করে না।

ডাক্তার: বিচানায় শুয়ে পড়ুন, আপনার শার্টের বুতাম খুলুন, আমি পরীক্ষা করে দেখছি।

রফিক: ঠিক আছে ডাক্তার।

ডাক্তার: চিন্তা করার কারন নেই আপনার এমনিতেউ জ্বর হয়েছে।

রফিক: আমার কি ওষুধ খাওয়া দরকার?

ডাক্তার: হ্যা, এই যে নিন প্রেস্ক্রিপশন। এই ওষুধগুলো এক সপ্তাহ খাবেন। একসপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন।

রফিক: ধন্যবাদ, ডাক্তার।

ডাক্তার: আপনাকেও ধন্যবাদ।


إرسال تعليق

إرسال تعليق