সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান - Class 8 Bangla Chapter 2 Page 39

Class 8 Bangla Chapter 2 Page 39 Solution
প্রিয় শিক্ষার্থীরা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনার জন্য অবশ্যই আত্মবিশ্বাস ও কথা বার্তায় স্পষ্টতা ও প্রমিত রূপ ব্যবহার খুবই প্রয়োজন। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণির বাংলা বইয়ের ৩৯ পৃষ্টার ১ম কাজ সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা কিভাবে করতে হয় তার একটি প্রাথমিক ধারণা / নমুনা দিব।
সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন:
- প্রথমে অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলতে হবে।
- অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদের কে স্বাগতম ও সালাম জানাতে হবে।
- তারপর অনুষ্ঠানে অংশগ্রহনকারী অর্থাৎ অনুষ্ঠানে পারফর্ম যারা করবে তাদের স্বাগতম জানাতে হবে।
- সঞ্চালনার সময় প্রমিত ও স্পষ্ট ভাষায় কথা বলতে হবে।
- সবশেষ সুন্দর ভাবে অনুষ্ঠানের সমাপ্তি করতে হবে।
নিচে একটি নমুনা দেয়া হলো।
সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা
সুপ্রিয় দর্শক, শুরু হতে যাচ্চে সবুজ সংঘ কতৃক আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান।গান নৃত্য আবৃত্তি কৌতুক জাদু সবকিছু মিলিয়েই আমাদের আজকের সাংস্কৃতিক পরিবেশনা, আশা করি আপনারা সকলেই উপভোগ করবেন।পুরো অনুষ্ঠান জুড়ে আমি (নিজের নাম বলবে) আছি আপনাদের সাথে।
১. চলুন শুরুতেই গানের জগতে হারিয়ে যাই, এখন গান পরিবেশন করতে মঞ্চে আসছেন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী--- অদিতি রায়।
[(অদিতি রায় বা তুমি যাকে ডাকবে সে মঞ্চে এসে গান শুনাবে) গান পরিবেশন শেষ হলে তাকে ধন্যবাদ জানাবে।]
২. কবিতা আমাদের মনের কথা বলে,
কবিতার প্রত্যেকটি শব্দ যেন হৃদয়কে ব্যাকুল করে,
জাগিয়ে তোলে আমাদের বোথ শক্তিকে,
তাইতো এবার কবিতা আবৃত্তি পরিবেশন করবেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী--- ওমর ফারুক
আমি মঞ্চে ওমর ফারুককে কবিতা আবৃত্তি করার জন্য অনুরোধ করছি।
৩. গান হলো, কবিতা আবৃত্তি হলো এবার আমরা নৃত্য পরিবেশনায়। তাই এখন আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবেন অত্র প্রতিষ্ঠানে শিক্ষাথীবৃন্দ--- আয়েশা, মারওয়া, শাকিল, সাকিব ও মফিজ। আমি মঞ্চে তাদেরকে নৃত্য পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
৪. এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র বিদ্যালয়ের সভাপতি-- জনাব মোঃ খাইরুল বশর তপন। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি।
[এভাবে ধাপে ধাপে মঞ্চে তোমরা তোমাদের আয়োজিত সকল পোগ্রাম গুলো যারা পারফর্ম করবে তাদের ডাকবে ও শেষে ধন্যবাদ জানাবে।]
[অনুষ্ঠান শেষ করার জন্য নিচের মতো করে গুছিয়ে শেষ করবে]
তোমার সঞ্চালনাদর্শক দেখতে দেখতে সময় ফুরিয়ে যায়, তেমনি আমাদের আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানের ইতি টানার সময় এসে গেলো। তবে যাবার আগে একটি গানের সুরে সুরে আমরা বিদায় নেবো, এবারে গান পরিবেশন করতে মঞ্চে আসছেন শিল্পী ফারুক চৌধুরী।
উল্লেখ্য, শিক্ষার্থীরা খাতায় লেখার সময় শুধু নীল রং করা কথা গুলোই লিখবে। এবং নিয়মিত সমাধান পেতে HelpTrickBD এর টেলিগ্রাম গ্রুপ ও ফেইসবুক পেইজে জয়েন করে নিবে।



إرسال تعليق