Follow Our Official Facebook Page For New Updates
আকাশ কত বড়? ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান অনুশীলন ১৮ ও ১৯ পৃষ্ঠা | Class 6 Science chapter 1 page 18 and 19
আকাশ কত বড়? ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান অনুশীলন ১৮ পৃষ্ঠা সমাধান
প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার | প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার হলো ভাগ্য গণনা, শুভ সময় এবং অশুভ সময় নির্ণয় করা। | আমরা চারপাশে অনেক মানুষ দেখেছি যারা এখনো ভাগ্য গণনায় বিশ্বাস করে। |
নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ, যেখানে এই চর্চার নজির দেখেছ | মামাতো বোনের বিয়ের জন্য জ্যোতিষির কাছে পাত্রের বিবরণ ও ভবিষ্যতে তাদের জীবনের ভালো খারাপ দিক জানতে চাওয়া। | গ্রামাঞ্চলে নিরক্ষর ও কুসংস্কারে বিশ্বাসী মানুষদের মধ্যে বেশি দেখা যায়। |
অবৈজ্ঞানিক বা কুসংস্কারপ্রসূত মনে করার পেছনে যুক্তি কী কী? | একেকজন জ্যোতিষি একেক রকম ভবিষ্যত্রে গননা করেন। তাদের এই ভাগ্য গননার সত্যতা পরিক্ষার কোন উপায় নেই। | বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে। |
তোমার দায়িত্ব কী হওয়া উচিত? | আমার দায়িত্ব যারা গণনায় বিশ্বাস করে তাদের বোঝানো এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। | বৈজ্ঞানিক ধারণার সুফল এবং কুসংস্কারের ভিত্তিহীনতা বন্ধুদের সাথে আলোচনা করা। |
আকাশ কত বড়? ৬ষ্ঠ শ্রেণি বিজ্ঞান অনুশীলন ১৯ পৃষ্ঠা সমাধান
আকাশের দিকে তাকালে এখন নতুন কী কী চোখে পড়ছে, বা নতুন কী চিন্তা মাথায় আসছে? | আকাশের দিকে তাকালে এখন ছায়াপথ ও ধ্রুবতারা চোখে পড়ছে। আমার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক করছে প্রশ্নটি হচ্ছে যদি মহাবিশ্ব সম্প্রসারণ ঘটে তবে ধ্রুবতারা পৃথিবী থেকে দূরে সরে যায় না কেন? সেটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে কেন? |
এই বিষয়ে আর কী কী প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে? | ১. নক্ষত্রের জ্বালানি ফুড়িয়ে গেলে কি হবে?
২. মহাবিশ্বের সকল নক্ষত্রকে কেন্দ্র করে কি গ্রহ উপগ্রহ ঘুরছে? ৩. মহাবিশ্বে কি আর কোথাও প্রানের অস্তিত্ব আছে? |
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
Telegram Group
Join Now
Our Facebook Page
Join Now
Class 8 Facebook Study Group
Join Now
Class 7 Facebook Study Group
Join Now
Class 6 Facebook Study Group
Join Now
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com