Once a lion was sitting beside a river.
Class Six Seen & Unseen Passage. | Folk songs are the part of Bangladeshi culture.
Seen Comprehension
Read the text carefully and answer questions.
reflection and thought "My mane is too old. I need a new hairstyle!"
mane does not fit a king!" He dipped his paw into the river and tried
desperately to smooth his mane.
"Yes, it will even look better with a bit of colour to match your
moustache," the Giraffe added. "What about a few ribbons?" the
Vulture asked. Then cried the Hyena "I know, a paper crown is what you
need!" A snake was passing by silently. Seeing the King there he simply
raised his head.
The snake said with a hissing sound.
the snake.
roared the lion. He shook his head from side to side to shake his mane back
into place." From now on I promise to be a wise king and not bother about
my looks!" the Lion roare [Lesson —15(A)]
বঙ্গানুবাদ :
একদা, একটা সিংহ একটা নদীর ধারে বসে ছিল। হঠাৎ সে নিজের
প্রতিচ্ছবি দেখল এবং ভাবল “আমার কেশর অনেক
পুরানো। আমার চুলের একটি নতুন ধরন প্রয়োজন।”
তারপর সিংহটি গর্জন করে বলল,
“আমি বনের রাজা এবং এই অবাধ্য
কেশর একজন বনের রাজাকে মানায় না!” সে নদীতে তার থাবা ডুবাল এবং মরিয়া হয়ে চেষ্টা করল
কেশরটিকে মসৃণ করতে।
জেবরা বলল, “চুলগুলোকে এদিক-ওদিক দোলান। তাহলে আপনাকে মানাবে।”
হ্যাঁ, “আপনার চুলে একটু রং দিলে এটা
গোঁফের সাথে মানাবে এমনকি ভালো দেখাবে”, জিরাফ যোগ করল। “কিছু ফিতা হলে কেমন হয়?” শকুন জিজ্ঞাসা করল। তারপর হায়েনা চেঁচিয়ে বলল, “আমি জানি, আপনার একটি কাগজের মুকুট প্রয়োজন!” একটি সাপ পাশ
দিয়ে নীরবে যাচ্ছিল। সেখানে রাজাকে দেখে সে একটু মাথা তুলল।
রাজা জিজ্ঞাসা করল,
“সাপ, আমার কী করা উচিত বলে তোমার মনে হয়?”
সাপটি হিসহিস শব্দে বলল,
“একজন রাজা যদি জ্ঞানী রাজা
হয়, তাহলে কেউ তার চুলের ধরন নিয়ে
ভাববে না।”
রাজা কিছু সময় সাপটির দিকে
এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর সে হাসল এবং সাপটিকে চুমু দিল।
“ওহ, কেন আমি এত চিন্তিত? আমি কি বনের রাজা না?” সিংহটি গর্জন করল। সে একপাশ থেকে অন্যপাশে মাথাটি
ঝাঁকাল এবং তার কেশর আগের স্থানে আনল। “এখন থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি একজন জ্ঞানী
রাজা হবো এবং আমার চেহারা নিয়ে মাথা ঘামাব না!” সিংহটি গর্জন করে বলল।
1. Choose the best answer from the alternatives.
(i) his own reflection
(ii) his came
(iii) a tiger
(iv) a horse
(b) The lion was conscious about his hair style. Because ............
(i) his mane was old
(ii) he wanted a new hairstyle
(iii) he was the king of the jungle
(iv) he wanted to colour to his mane
(c) Who was passing silently?
(i) lion
(ii) rate
(iii) snake
(iv) cat
(d) The lion kissed the snake, because ............
(i) he got his solutions
(ii) he liked the snake very much
(iii) the snake was clever
(iv) the snake gave the solution to his problem
(e) What is more important for a king?
(i) to be wise
(ii) to have a good hair style
(iii) to know more than the other animals
(iv) to be conscious about his outlook
(f) reflection
(i) modification
(ii) mirroring
(iii) preparation
(iv) resolution
(g)smooth
(i) peel
(ii) quell
(iii) smoke
(iv) sleck
(h) unruly
(i) disobedient
(ii) understanding
(iii) unread
(iv) meaningful
(i) desperately
(i) deliberately
(ii) seriously
(iii) restlessly
(iv) attractively
(j) wise
(i) wistful
(ii) waste
(iii) learned
(iv) perfect
Ans.
(a)-(i); (b)-(iii); (c)-(iii); (d)-(iv); (e)-(i) ; (f)-(ii); (g)-(iv);
(h)-(i); (i)-(ii); (j)-(iii).
2. Answer the following questions.
(b) What 2. Answer the following questions.
did the lion do to smooth his mane?
(c) Why did the lion need a new hairstyle?
(d) How did the lion realise the truth?
(e) What was the promise made by the lion?
Ans.
he became angry.
(b) The lion dipped his paw into the river and tried to smooth his
mane.
(c) The lion needed a new hairstyle because his mane was too old and it
was not smooth.
(d) When the snake told that a wise king never cares about his hair
style, the lion became able to realize the truth.(e) The lion made a promise to be a wise king and not to bother about
his looks.
Unseen Passage
Read the following text carefully and answer the questions.
Folk songs are the part of Bangladeshi culture. They express rural people's hopes, aspirations, sorrows, dreams, and happiness. Some of the important folk songs are Jari gaan, Sari gaan, Hason Rajar gaan, Vatiali, Gamvira, Nailar gaan.
Jari gaan is a mourning song that is sung during a tragic event in chorus. Sari gaan is related to the life of boatmen. They sing sari gaan while they sail the boats. These songs also tell their sorrows, happiness, dreams and hopes.
Gamvira is a song of Rajshahi region which is actually sung in chorus. This type of song normally satirizes the negative aspects of society. Nailar song is a kind of prayer song sung for the blessing of God. These folk songs add diversity to our culture.
বঙ্গানুবাদ :
লোকসঙ্গীত বাংলাদেশি সংস্কৃতির একটি অংশ। এগুলো গ্রামীণ জনগণের আশা, আকাক্সক্ষা, দুঃখ, স্বপ্ন, সুখের প্রতিফলন ঘটায়। কিছু গুরুত্বপূর্ণ লোকসঙ্গীত হচ্ছে- জারি গান, সারি গান, হাসন রাজার গান, ভাটিয়ালি, গামভিরা, নইলার গান। জারি গান হচ্ছে শোক প্রকাশের গান, যা বিয়োগান্তক ঘটনার সময় দলগতভাবে গাওয়া হয়। সারি গান মাঝি-মল্লাদের জীবনের সাথে সম্পর্কিত। তারা যখন নৌকা চালায় তখন সারি গান গায়। এই গানগুলো তাদের দুঃখ, সুখ, স্বপ্ন এবং আশার কথা বলে।
গাম্ভিরা হচ্ছে রাজশাহী অঞ্চলের গান যা প্রকৃতপক্ষে দলগতভাবে গাওয়া হয়। এই ধরনের গানের মাধ্যমে সাধারণত সমাজের নেতিবাচক দিকগুলোর সমালোচনা করা হয়। নাইলার গান হচ্ছে এমন এক প্রকার প্রার্থনামূলক গান যা স্রষ্টার আশীর্বাদের জন্য গাওয়া হয়। এই লোকসঙ্গীতগুলো আমাদের সংস্কৃতিতে বৈচিত্র্য আনয়ন করে।
A. Complete the following table with the information given in the passage.
B. Read the passage again and write True or False beside the following statements. Give answers for the false statements.
(b) Sari gaan is sung in group.
(c) Jari gaan expresses sorrows.
(d) Gamvira is sung by a single singer.
(e) Nailar song seeks help from God.
Ans.
(a) False. Folk songs are related to rural people.
(b) False. Sari gaan is sung by the boatmen while sailing.
(c) True.
(d) False. Gamvira is actually sung in chorus.
(e) True.
Once a lion was sitting beside a river, Once a lion was sitting beside a river Once a lion was sitting beside a river, Once a lion was sitting beside a river, Once a lion was sitting beside a river Once a lion was sitting beside a river
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com