Follow Our Official Facebook Page For New Updates
Join our Telegram Channel!
এশিয়া কাপ ২০২২ সময়সূচী, দল, স্কোয়াড, ভেন্যু, গ্রুপ, ফরমেট, সময়সূচি, পয়েন্ট টেবিল ও যেভাবে খেলা দেখবেনঃ
এশিয়া কাপ ২০২২ সময়সূচী
বাংলাদেশের খেলা মানেই দর্শকদের উপচে পড়া আগ্রহ। তাই এবার ফ্যানদের জন্য সুখবর নিয়ে এসেছে দুই বাংলাদেশি টিভি
১.চ্যানেল জিটিভি
২.নাগরিক টিভি।
এশিয়া কাপ ২০২২ সময়সূচী এশিয়া কাপ ২০২২ এর ১৫ তম আসর ২৭শে আগস্ট, ২০২২ হতে ১১ই সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত মাঠে গড়াবে৷
এশিয়া কাপ ২০২২ সময়সূচী
দেশের বাইরে বাংলাদেশ টিমের যেকোন সিরিজ বা টুর্নামেন্ট হলে সবার মুখে থাকে একটাই প্রশ্ন! কোন সময় খেলা, কোথায় লক্ষ্য যাবে খেলা? এবারের এশিয়া কাপে এই প্রশ্নের উত্তরটা বেশ সহজ। বাংলাদেশে তিনটি টিভি চ্যানেলে সরাসরি ভাবে সম্প্রচার করা হবে এশিয়া কাপ। এছাড়া দেখা যাবে অনলাইনেও।র্যাবিটহোল বিডির ওটিটি প্লাটফর্মে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
এখানে আজকের এই লেখায় আপনি সর্বশেষ আপডেট করা এশিয়া-কাপ ২০২২ সময়সূচী, দল, স্কোয়াড, ভেন্যু, গ্রুপ, ফরমেট, সময়সূচি, পয়েন্ট টেবিল, অনলাইন টিকিট, খবর, র্যাঙ্কিং ইত্যাদি সবকিছু তথ্য এখানে পাবেন।
এশিয়া কাপ ২০২২
এশিয়া কাপ ২০২২ সময়সূচী |
Asia Cup 2022 Schedule
এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলোঃ
ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান হংকং এবং বাংলাদেশ ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে।
এশিয়া কাপ ২০২২ সব দলের স্কোয়াডঃ
ভারত, পাকিস্তান ও বাংলাদেশ এশিয়া কাপ ২০২২ স্কোয়াড ঘোষণা করেছে। শ্রীলংকা একটি সম্ভাব্য দল ঘোষণা করা হতে পারে তারও একটি তালিকা দেওয়া হয়েছে। যখন এটি ঘোষণা করা হবে সাথে সাথেই আমরা এখানে তুলে ধরবো।
বাংলাদেশের স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক)- এনামুল হক বিজয়
- মুশফিকুর রহিম
- আফিফ হোসেন
- মোসাদ্দেক হোসেন সৈকত
- মাহমুদউল্লাহ রিয়াদ
- শেখ মাহেদী
- মোহাম্মদ সাইফউদ্দিন
- হাসান মাহমুদ
- মুস্তাফিজুর রহমান
- সাব্বির রহমান
- মেহেদী হাসান মিরাজ
- এবাদত হোসেন
- পারভেজ ইমন
- নুরুল হাসান সোহান
- তাসকিন আহমেদ
আফগানিস্তানের স্কোয়াডঃ
মোহাম্মদ নাবি (অধিনায়ক)- রশিদ খান
- হজরতুল্লাহ জাজাই
- ওসমান গনি
- নাজিবুল্লাহ জাদরান
- ফরিদ আহমেদ মালিক
- মুজিবুর রহমান
- নবীন-উল-হক
- ফজল হক ফারুকী
- শারাফ উদ্দিন আশরাফী
- দৌলত জাদরান
- গুলবাদিন নাইব
- নূর আহমেদ
- করিম জান্নাত
ভারতের স্কোয়াডঃ
রোহিত শর্মা (অধিনায়ক)- বিরাট কোহলির (সহ-অধিনায়ক)
- সূর্য কুমার যাদব
- কে এল রাহুল
- রিশাব পান্ত
- হার্দিক পান্ডিয়া
- দীনেশ কার্তিক
- দীপক হুদা
- রবীন্দ্র জাদেজা
- রবিচন্দ্রন অশ্বিন
- রবি বিষ্নু
- ভুবনেশ্বর কুমার
- আভেস খান
- অশ্ব দিপ সিং
পাকিস্তানের স্কোয়াডঃ
বাবর আজম (অধিনায়ক)- শাদাব খান (সহ-অধিনায়ক)
- ফখর জামান
- হায়দার আলী
- আসিফ আলি
- খুশদিল শাহ
- মোহাম্মদ হারেস
- মোহাম্মদ নেওয়াজ
- মোহাম্মদ রেজওয়ান
- হারিস রউফ
- মোহাম্মদ ওয়াশিম জুনিয়র
- শাহনেয়াজ দাহানি
- শাহিন আফ্রিদি
- নাসিম শাহ
- উসমান কাদির
শ্রীলংকার স্কোয়াডঃ
দাসুন শানাকা (অধিনায়ক)- পথুম নিসাঙ্কা
- কুশল মেন্ডিস
- চরিথ আসালাঙ্কা (ভিসি)
- দীনেশ চান্দিমাল
- দানুশকা গুনাথিলাকা
- কামিল মিশারা
- জানিথ লিয়ানাগে
- ওয়ানিন্দু হাসরাঙ্গা
- চামিকা করুণারত্নে
- ফেরানন্দ হি ইরা কুমার
- ফেরানন্দ হিউরা
- ফেরানন্দ হিউরা
- ফেরানন্দল্যাশমেনে
- জেফ্রি ভ্যান্ডারসে
- প্রবীণ জয়াবিক্রমা
- আশিয়ান ড্যানিয়েল
এশিয়া কাপ ২০২২ ভেন্যুঃ
এশিয়া কাপ ২০২২ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ।
এশিয়া কাপ ২০২২ ভেন্যু/ ক্রিকেট স্টেডিয়াম:
|
- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম
|
- শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম
|
এশিয়া কাপ ২০২২ গ্রুপ সমূহঃ
গ্রুপ ০১:
ক্রমিক নং |
দলের নাম |
০১ |
ভারত |
০২ |
পাকিস্তান |
০৩ |
হংকং, কুয়েত, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত |
গ্রুপ ০২:
ক্রমিক নং |
দলের নাম |
০১ |
বাংলাদেশ |
০২ |
আফগানিস্তান |
০৩ |
শ্রীলংকা |
এশিয়া কাপে কে কতবার কাপ নিয়েছেঃ
এ পর্যন্ত মোট ১৪ বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে যার মধ্যে ভারত সর্বোচ্চ ০৮বা র, শ্রীলংকা ৪ বার এবং পাকিস্তান ২ বার চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপে এ পর্যন্ত ভারত ৩ বার, শ্রীলংকা ৬ বার, পাকিস্তান ২ বার এবং বাংলাদেশ ৩ বার রানার্স-আপ হয়েছে।
বাংলাদেশ সময় ম্যাচ কখন শুরু হবে?
বাংলাদেশ সময় এশিয়া কাপ ম্যাচ সময়সূচি অনুযায়ী প্রতিদিন রাত ৮ টায় খেলা অনুষ্ঠিত হবে এবং আরব আমিরাত স্টেডিয়াম ও দুবাই স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে।
যেভাবে খেলা দেখবেনঃ
এশিয়া কাপ ২০২২ খেলাগুলো কখন অনুষ্ঠিত হবে।
প্রতিটি ম্যাচের জন্য মোট সাতটি টিভি চ্যানেল বাংলাদেশে টিভি ব্রডকাস্ট সম্প্রচার করবে।
চ্যানেলগুলো হচ্ছে:
গাজী টিভি বা জি টিভি স্টার- স্টার স্পোর্টস
- স্পোর্টস ক্রিকেট
- বিটিভি
- সনি স্পোর্টস
- পিটিভি চ্যানেলগুলো সরাসরি এশিয়া কাপের খেলার সরাসরি সম্প্রচার করবে।
- র্যাবিটহোল বিডির ওটিটি প্লাটফর্মে প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।
এশিয়া কাপ ২০২২ সময়সূচী,এশিয়া কাপ ২০২২ সময়সূচী,এশিয়া কাপ ২০২২ সময়সূচী
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com