রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কী বোঝায়?

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

প্রশ্ন ॥ রাজনীতিতে নারীর অংশগ্রহণ বলতে কী বোঝায়? What does the participation of women in politics mean?

রাজনীতিতে নারীর অংশগ্রহণ

রাজনৈতিক অংশগ্রহণ মূলত সেই সকল কার্যাবলিকে বুঝায় যার দ্বারা সরকারি সিদ্ধান্তসমূহকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করার লক্ষ্যে পরিচালিত হয়। রাজনৈতিক অংশগ্রহণে মূলত নাগরিক স্বেচ্ছায় কিংবা ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করে এবং বিভিন্ন কাজের সাথে নিজেকে সংযুক্ত করে। 

যেমন : মিছিল, মিটিং, সভা, ভোটদান ইত্যাদি। এগুলো দ্বারা সরকারি কাজগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে। আর এসব কাজে নারীর অংশগ্রহণ হলো নারীর রাজনৈতিক অংশগ্রহণ।


রাজনীতিতে নারীর অংশগ্রহণ : 

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বিষয়টি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে বর্ণনা করা যায়। রাজনীতিতে নারীর অংশগ্রহণ মূলত সমাজের সার্বিক উন্নয়নের জন্য রাজনীতিতে নারীর অধিক অংশগ্রহণ এবং সকল রাজনৈতিক প্রতিষ্ঠানে নারীর প্রতিনিধিত্ব করা। 

রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি প্রসঙ্গে 'ইউরোপিয়ান নেটওয়ার্ক অব এক্সপার্টস' এর অভিমত হলো যে, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সকল স্তরে নারী ও পুরুষের ভারসাম্যপূর্ণ অংশগ্রহণ উন্নততর শাসনব্যবস্থা নিশ্চিত করে। এতে করে শাসনব্যবস্থায় ভারসাম্য ফিরে আসে। 

নারীর পৃথক ইতিহাস নারীকে বিভিন্ন বিষয়ে নিজস্ব ও ভিন্ন রকম দৃষ্টিভঙ্গি প্রদান করেছে। যার কারণে নারীর আচরণ, মূল্যবোধ ও ধারণা পৃথক ধরনের। সিদ্ধান্ত প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নতুন রাজনৈতিক সংহতি এবং ক্ষমতা কীভাবে প্রয়োগ করা যায় এই বিষয়ে নতুন ধারণা হবে। 

এক্ষেত্রে নারীরা বিভিন্ন জনগোষ্ঠীর সাথে সম্পর্ক স্থাপনে গুণগত মানের উপর অধিক গুরুত্ব প্রদান করেন। কেননা নারীরা পুরুষের তুলনায় কম ব্যক্তিকেন্দ্রিক। 

ডঃ নাজমা চৌধুরী জাতিসংঘের একটি গবেষণা রিপোর্টে নারীর অংশগ্রহণের ৫টি কারণ দেখিয়েছেন। তা হলো- 

১. রাজনীতিতে নারীর অংশগ্রহণ গণতন্ত্র ও সমতার প্রশ্ন। তবে পাশাপাশি এটি নাগরিক অধিকারেরও প্রশ্ন। সুতরাং গণতন্ত্র সমতা ও নাগরিক অধিকারের দিক থেকে জনসংখ্যার অনুপাতে রাজনীতিতে তাদের প্রতিনিধিত্বের দাবি অনস্বীকার্য। 

২. নারী রাজনৈতিক অংশগ্রহণের বিষয়টি নারী-পুরুষের স্বার্থের ভিন্নতার উপর প্রতিষ্ঠিত। নারী তাদের মৌলিক সমস্যা ও প্রয়োজন সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবহাল। কিন্তু রাজনীতিতে যদি তাদের যথার্থ প্রতিনিধি না থাকে তবে তারা স্বার্থ উত্থাপন ও সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত হয়।

৩. দেশের মানব সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য রাজনৈতিক অঙ্গনে নারীর অংশগ্রহণ জরুরি। 

৪. নারীর দুর্বল উপস্থিতি, রাজনৈতিক অঙ্গনে গৃহীত সিদ্ধান্ত ও গণতান্ত্রিক পদ্ধতির বৈধতা সম্পর্কে প্রশ্ন তোলে। কেননা রাজনৈতিক কাঠামো ও প্রক্রিয়ায় অপ্রতুল উপস্থিতির কারণে নারী সমাজ ও রাষ্ট্রীয় গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে বিরাট ব্যবধান থেকে যায়।

৫. রাজনীতিতে নারীর অংশগ্রহণের ফলে রাজনীতির মূল ফোকাসে পরিবর্তন এবং বিস্তৃতি ঘটাবে। কেননা নারীর জীবনে যে বিষয়গুলো বা সমস্যার সাথে সম্পর্কিত, যে বিষয়গুলো ব্যক্তিগত বলে পরিচিত এবং রাজনীতির বাইরে বলে পরিচিত সেগুলোও রাজনীতির বিষয় হবে। 

উপসংহার : 

পরিশেষে বলা যায়, রাজনীতিতে নারীর অংশগ্রহণ রাজনৈতিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনবে। অতএব রাজনীতিতে নারীদের অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করতে হবে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment