অসার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের উত্তরপত্র (PDF) | রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র (PDF) | রাষ্ট্রবিজ্ঞান অসার্স ৪র্থ বর্ষের বিগত সালের প্রশ্নের সমাধান

অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF

বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ২০১৭ সালের প্রশ্নের উত্তরপত্র | রাষ্ট্রবিজ্ঞান অনার্স ৪র্থ বর্ষের ২০১৭ সালের প্রশ্নের উত্তরপত্র (PDF) | Local Government and Rural Development in Bangladesh Political Science Honors 4th Year Answer Sheet 2017 (PDF)


আজকে আমি আপনাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৪র্থ বর্ষের বাংলাদেশের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ২০১৭ সালের সকল প্রশ্নের উত্তরপত্র শেয়ার করব। সব গুলো প্রশ্নের উত্তর আপনার নিচে PDF আকারে পেয়ে যাবেন। PDF এর মধ্যে আপনারা Brief Question, Short Question এবং Broad Question গুলো পেয়ে যাবেন উত্তরসহ।  

জাতীয় বিশ্ববিদ্যালয় 

[বিএসএস (অনার্স) চতুর্থ বর্ষ পরীক্ষা-২০১৭; অনুষ্ঠিত-২৯/০২/২০২০]

(রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)

বিষয় : Local Government and Rural Development in Bangladesh

বিষয় কোড: 241903

সময় : ৪ ঘণ্টা     পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।         ১ x ১০ = ১০

(ক) স্থানীয় স্বায়ত্তশাসন কি?
উত্তর: স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় সমস্যা সমাধানকল্পে স্থানীয় জনগণের নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি নির্দিষ্ট ভূ- খণ্ড বা এলাকার শাসন পরিচালনাকে বোঝায়।
(খ) 'Little Republic' কাকে বলা হতো?
উত্তর : প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হত।
(গ) উপজেলা পরিষদের উপদেষ্টা কে?
উত্তর : সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য।
(ঘ) ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৩ জন (১ জন চেয়ারম্যান৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং তিনটি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)
(ঙ) NICAR এর পূর্ণরূপ কী ?
উত্তরNICAR-এর পূর্ণরূপ হলো NICAR = National Implementation committee for Administrative Reforms.
(চ) গ্রাম আদালত কী?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করে তাকেই গ্রাম্য আদালত বলে।
(ছ) উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয় ?
উত্তর : ৭ নভেম্বর ১৯৮২ সাল (তথ্য সূত্র : নতুন বিশ্ব)
(জ) লোক প্রশাসনের সর্বনিম্ন স্তর কোনটি ?
উত্তর: ইউনিয়ন পরিষদ ।
(ঝ) মাঠ প্রশাসন কী?
উত্তর : প্রশাসনিক সুবিধার্থে সরকার দেশের সমগ্র অঞ্চলকে নির্দিষ্টকৃত ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সেখানে সরেজমিনে যে প্রশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয় তাকে মাঠ প্রশাসন বলে
(ঞ) BARD-এর পূর্ণরূপ কী?
উত্তর BARD -এর পূর্ণরূপ হলো- Bangiadesh Academy for Rural Development.
(ট) সম্মোহনী নেতৃত্ব কী?
উত্তর : কোনো নেতা যখন তার নেতৃত্ব দ্বারা জনগনকে ভীষনভাবে আকৃষ্টঅনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে সক্ষম হনতখন সেই নেতৃত্বকে সম্মোহনী নেতৃত্ব বলা হয়।
(ঠ) বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও এর নাম লিখ।
উত্তর : বাংলাদেশে পল্লী উন্নয়নে নিয়োজিত দুটি এনজিও-এর নাম হলো- ব্র্যাক ও আশা । অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF

 

খ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]         8 X ৫ = ২০

২। স্থানীয় সরকার বলতে কী বুঝ
উ : এই বইয়ের ৪ পৃষ্ঠার ১.০১ নং
৩। উপজেলা পরিষদের চারটি কাজ উল্লেখ কর।
উ : ৯২ পৃষ্ঠার ৩.২২ নং
৪। পৌরসভার গঠন বর্ণনা কর। 
উ: ৯৯ পৃষ্ঠার ৩.৩৬ নং 
৫। মাঠ প্রশাসন বলতে কি বুঝ
উ : ৮৫ পৃষ্ঠার ৩.০৩ নং
৬। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বোঝায়
উ : ২৪৪ পৃষ্ঠার ৬.০৬ নং
৭। রাজনীতিতে স্থানীয় জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত হয়
উ : ১৮৩ পৃষ্ঠার ৫-১০ নং 
৮। পল্লী উন্নয়ন বলতে কী বুঝ
উ: ২১ পৃষ্ঠার ১.৩২ নং 
৯। একটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো লিখ। 
উ: ১৩৫ পৃষ্ঠার ৪.০২ নং অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF

 

গ-বিভাগ

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]       ৫ x ১০ = ৫০

১০। স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর। 
উ: ২২ পৃষ্ঠার ১.৩৩ নং 
১১। স্থানীয় পর্যায়ের আর্থ-সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা কর উ : ১১৭ পৃষ্ঠার ৩.৬২ নং
১২। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর। 
উ : ৪৪ পৃষ্ঠার ১.৫০ নং 
১৩। বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা আলোচনা কর। 
উ : ২৬৭ পৃষ্ঠার ৬.৩৫ নং
১৪। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারসমূহের আয়ের উৎসসমূহ আলোচনা কর। 
উ : ১৪৪ পৃষ্ঠার ৪.১৫ নং 
১৫। বাংলাদেশে স্থানীয় সরকার পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ আলোচনা কর। 
উ: ১৪৬ পৃষ্ঠার ৪ নং
১৬। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অংশগ্রহণের সমস্যাসমূহ আলোচনা কর 
উ : ১৪৫ পৃষ্ঠার ৪.১৬ নং 
১৭। জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর। 
উ: ১৮১ পৃষ্ঠার ৫.০৭ নং
অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF

নমুনা উত্তর:

প্রশ্ন ১.০১। স্থানীয় সরকার বলতে কী বুঝ? অথবা, স্থানীয় সরকার কী ? অথবা, স্থানীয় সরকারের সংজ্ঞা দাও। অথবা, স্থানীয় সরকার কী ? অথবা, স্থানীয় সরকারের সংজ্ঞা দাও। অথবা, স্থানীয় সরকার কাকে বলে আলোচনা কর। (জা.বি. ২০১৪, ২০১৫, ২০১৭, ২০২০)

উত্তর : ভূমিকা : আধুনিক বিশ্বের সরকার ব্যবস্থার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য স্থানীয় সরকার ব্যবস্থা। এর মাধ্যমে সংঘটিত হয় গণতন্ত্রের ব্যাপক বিস্তার ও ক্ষমতা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ।
বর্তমানকালে সমগ্র বিশ্বব্যাপী গণতন্ত্রের বিকাশ, শিক্ষার প্রসার, সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের বিকাশের ফলে স্থানীয় সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসনের গুরুত্ব অত্যধিক হারে বেড়ে গেছে। পূর্বে কেন্দ্রীয় সরকারই যেখানে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ছিল বর্তমানে তা বিকেন্দ্রীকরণ নীতির মাধ্যমে তৃণমূল পর্যায়ে চলে গেছে। 
স্থানীয় সরকার বলতে সাধারণত আঞ্চলিক পর্যায়ে বা স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত সরকার। বা প্রশাসনব্যবস্থাকে বুঝায় বর্তমানকালে স্থানীয় সরকার বলতে মূলত স্থানীয় পর্যায় গড়ে উঠা শাসনব্যবস্থা বা প্রতিষ্ঠিত শাসনব্যবস্থাকে বুঝায় ।

স্থানীয় সরকার : স্থানীয় সরকার হচ্ছে নিম্নতম পর্যায়ে বা স্থানীয়ভাবে সংগঠিত সরকার ব্যবস্থা। স্থানীয় সরকারের সকল কর্মকাণ্ড এবং কর্মতৎপরতা শুধুমাত্র নির্দিষ্ট স্থানীয় এলাকা বা অঞ্চলকে নিয়ে গৃহীত এবং সম্পাদিত হয় এবং নির্দিষ্ট এলাকার প্রশাসন পরিচালনার জন্য স্থানীয় সরকার গড়ে তোলা হয় ।

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজ চিন্তাবিদগণ স্থানীয় সরকার সম্পর্কে ভিন্ন ভিন্ন মতামত ব্যক্ত করেছেন এবং এর সপক্ষে নিজেদের মতামত তুলে ধরেছেন। নিম্নে স্থানীয় সরকার সম্পর্কে কতকগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা উপস্থাপন করা হলো :

স্থানীয় সরকারের সংজ্ঞা দিতে গিয়ে জাতিসংঘ এভাবে ব্যাখ্যা করেছে যে, “স্থানীয় সরকার কোনো দেশ বা রাষ্ট্রের আইনসভার অতি ক্ষুদ্র রাজনৈতিক বিভক্তিকরণ নির্দেশ করে যা কর আরোপ ও শ্রমিক নিয়োগসহ স্থানীয় বিষয়সমূহের উপর যথেষ্ট নিয়ন্ত্রণ রাখে। এই সংস্থার পরিচালনা কর্তৃপক্ষ নির্ধারিত বা অনেক সময় স্থানীয়ভাবে মনোনীত হয়ে থাকে।

Duanu Lockard-এর মতে, “স্থানীয় সরকার হলো একটি জনসংস্থা বা সংগঠন, যা নির্দিষ্ট সরকারি নীতি সমূহের অধীন জাতীয় অথবা আঞ্চলিক সরকারের সাবডিভিশন হিসাবে একটি ক্ষুদ্র অঞ্চল শাসন করে।

অধ্যাপক আর. এন. জ্যাকসনের (Jackson )-এর মতে, “স্থানীয় সরকার মূলত সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ পরিচালনা করার এক পদ্ধতি বিশেষ।"

অধ্যাপক হিকস ( Hicks)-এর মতে, "স্থানীয় সরকার স্থানীয় একটি কার্যকর একক হিসাবে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম।"

International Encyclopedia of Social Science 4 স্থানীয় সরকার সম্পর্কে বলা হয়েছে যে, "স্থানীয় সরকার বলতে একটি ভূখণ্ডগত অসার্বভৌম সম্প্রদায়কে বুঝায় যাদের নিজস্ব বিষয়ে নিয়ন্ত্রণ করার মতো আইনগত অধিকার রয়েছে।"

উপসংহার: পরিশেষে বলা যায় যে, স্থানীয় সরকার হলো এমন এক ধরনের প্রশাসনিক ইউনিট যা ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রয়োজন মেটানোর জন্য প্রতিষ্ঠিত এবং এই সকল সংস্থা সাধারণত স্থানীয়ভাবে নির্ধারিত প্রতিনিধি বা মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত হয়। সংবিধানের বিধান অনুযায়ী বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে উঠেছে।
অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF





অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF, অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF, অসার্স ৪র্থ বর্ষের  ২০১৭ সালের উত্তরপত্র PDF

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment