পরিবেশের উপর জনসংখ্যার নেতিবাচক প্রভাব গুলো কি কি - রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

পরিবেশের উপর জনসংখ্যার নেতিবাচক প্রভাব কেমন?


পরিবেশের উপর জনসংখ্যার নেতিবাচক প্রভাব গুলো কি কি

মানুষ যেখানে বসবাস করে তার চারপাশের সব উপাদানই পরিবেশ। পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব অনেক। পরিবেশের উপর জনসংখ্যা নেতিবাচক প্রভাব বিস্তার করে। 

দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, অবিবেচকের মতো বৃক্ষ নিধন, ময়লা-আবর্জনা ইত্যাদি পরিবেশের জন্য হুমকিস্বরূপ। পরিবেশকে রক্ষা করতে মানুষের প্রভাব অপরিসীম মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে।


পরিবেশের উপর জনসংখ্যার নেতিবাচক প্রভাব : 

পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব অপরিসীম। কাঙ্ক্ষিত জনসংখ্যা যেমন পরিবেশকে সুন্দর, মনোরম, সতেজ ও নির্মল করে, তেমনি মাত্রাতিরিক্ত জনসংখ্যা পরিবেশের সৌন্দর্য নষ্ট করে। নিম্নে পরিবেশের উপর জনসংখ্যার নেতিবাচক প্রভাব উল্লেখ করা হলো :

১. জীবনযাত্রার নিম্নমান : 

জনসংখ্যা বৃদ্ধি পেলে ও মানুষের আয় বৃদ্ধি পায় না। ফলে স্বল্প আয় দিয়ে অধিক জনসংখ্যার ভরণপোষণ করতে হয়। মানুষ সুন্দরভাবে এবং সচ্চলভাবে জীবনযাপন করতে পারে না স্বল্প আয়ের কারণে। 

ফলে মানুষের জীবনযাত্রার মান নিম্নগামী হয়। অতিরিক্ত জনসংখ্যার ফলে আমাদের মাথাপিছু আয় কমে যাচ্ছে। 

২. খাদ্য ঘাটতি : 

জনসংখ্যা স্ফীতির ফলে অতিরিক্ত খাদ্যের চাহিদা দেখা দেয়। কিন্তু খাদ্য ও সম্পদ সীমিত হওয়ার ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভবপর হয় না। 

ফলে খাদ্য ঘাটতি সৃষ্টি হয় এবং দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। 

৩. জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন : 

অধিক জনসংখ্যার চাপে মানুষের মধ্যে স্বাস্থ্যহানি দেখা দেয়। মানুষ অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে, ভালো ও পুষ্টিকর খাবার খেতে পারে না। ফলে প্রায় সময়ই মানুষ বিভিন্ন রকম রোগব্যাধিতে ভুগে থাকে। সুতরাং, জনসংখ্যা সমস্যার কারণে জনস্বাস্থ্যের অবনতি ঘটে।

৪. বেকারত্ব সৃষ্টি : 

জনসংখ্যা স্ফীতির কারণে বেকারত্ব মারাত্মক আকার ধারণ করছে। কারণ, কর্মসংস্থান তৈরি হচ্ছে না। তবে জনসংখ্যা ব্যাপকহারে বেড়ে চলছে। 

ফলে অতিরিক্ত কর্মের অভাবে বেকার হয়ে বেকারত্বের সৃষ্টি করছে যা জাতীয় অর্থনীতির ক্ষেত্রে এক বড় ধরনের প্রতিবন্ধক। বেকার সমস্যা দেশের বড় সমস্যা। অতিরিক্ত জনসংখ্যা বেকারত্ব সৃষ্টির কারণ।

৫. ভূমির উপর চাপ বৃদ্ধি : 

অত্যধিক জনসংখ্যা বৃদ্ধি ভূমির উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। কেননা, জনসংখ্যা বাধাহীনভাবে বেড়ে যাচ্ছে। কিন্তু ভূমি একটুও বাড়ছে না। ফলে বর্ধিত জনসংখ্যার জন্য দরকার হচ্ছে অতিরিক্ত বাসস্থান এবং আবাদি জমির। 

এতে ফসলি জমি খণ্ড-বিখণ্ড হয়ে যাচ্ছে এবং উৎপাদন কমে যাচ্ছে। ক্রমেই জনসংখ্যার সমস্যা ভূমির উপর ভীষণ চাপ তৈরি করছে।

৬. শিক্ষার মান নিম্নগামী হচ্ছে : 

জনসংখ্যা সমস্যা দেশে নিরক্ষরতার হারকে বৃদ্ধি করছে। অধিক জনসংখ্যার একটি বড় অংশ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলশ্রুতিতে শিক্ষার গুণগত ও পরিমাণগত মান নিম্নগামী হচ্ছে। 

শিক্ষিত জাতি সমৃদ্ধি জাতি গঠন করতে পারে। অশিক্ষিত জাতি জাতির বোঝা। জনসংখ্যার বৃদ্ধির সাথে শিক্ষা অবকাঠামো বৃদ্ধি না পাওয়ার কারণে শিক্ষার মান নিম্নগামী হচ্ছে।

৭. অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত: 

অধিক জনসংখ্যার চাপে মাথাপিছু ভূমির পরিমাণ কমে যাচ্ছে। ফলে কৃষিক্ষেত্রে উৎপাদন হ্রাস পাচ্ছে। আবার সীমিত আয় এবং সীমিত কর্মসংস্থানের উপর চাপ বেড়ে যাচ্ছে। 

ফলশ্রুতিতে দারিদ্র্য ও বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ব্যাহত করছে। দক্ষ জনসংখ্যা দেশের অর্থনীতিকে মজবুত করে। 

৮. সামাজিক পরিবেশের অবনতি : 

মাত্রাতিরিক্ত জনসংখ্যার ফলে মানুষ দারিদ্র্য, বেকারত্ব ও হতাশার মধ্যে জীবনযাপন করছে। এ পরিস্থিতিতে বসবাস করে অসহায় মানুষ অনেক ক্ষেত্রেই ন্যায়-অন্যায়বোধ হারিয়ে ফেলে। 

ফলে সমাজে অহরহ চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন-খারাপি, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ ইত্যাদি সামাজিক অপরাধ সংঘটিত হচ্ছে। 

হতাশাগ্রস্ত তরুণ সমাজ মাদকাসিক্ত হয়ে পড়ছে এবং নানারকম নৈতিকতাবিরোধী কাজে জড়িয়ে পড়ছে। তারা মাদক ব্যবসা, চোরাচালান ইত্যাদি কাজে লিপ্ত হচ্ছে। 

উপসংহার : 

পরিশেষে বলা যায় যে, পরিবেশকে দূষিত ও প্রাণীজগতের জন্য হুমকিস্বরূপ করে তুলতে মানুষ একমাত্র দায়ী। মানুষের কর্মকাণ্ড পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে। বর্তমান বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করছে। 

বাংলাদেশ সরকার ও সমাজকর্মী পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মানুষকে সচেতন করছে ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। আমাদের সামাজিক পারিপার্শ্বিকতা হলো পরিবেশ। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment