কৃষির যান্ত্রিকীকরণ কি? অথবা, কৃষির যান্ত্রিকীকরণ কাকে বলে?
ভূমিকা : আধুনিক কৃষির ব্যবস্থায় যান্ত্রিকীকরণ একটি আধুনিক ধারণা। কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষির ব্যবস্থা নতুন বিপ্লবে সূচনা হয়েছে। যে কোনো দেশের কৃষির উন্নয়নের জন্য কৃষির যান্ত্রিকীকরণ অপরিহার্য।
কৃষির যান্ত্রিকীকরণ :
বৈজ্ঞানিক উপায়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে কৃষি কাজ পরিচালনা করাকে কৃষির যান্ত্রিকীকরণ বলে। অন্য কথায় জমির চাষাবাদ হতে শুরু করে বীজ বপন, ফসল কাটা এবং মাড়াই, পানি সেচ ও নিষ্কাশন এবং অন্যান্য প্রয়োজনে আধুনিক উপকরণ যেমন- মানুষ ও পশুর শ্রমের বদলে ট্রাক্টর, মাড়াই কল, পাওয়ার পাম্প, উইভার, হারভেস্টার, থ্রাসার প্রভৃতি যন্ত্র প্রয়োগের দ্বারা কৃষিকাজ পরিচালনার পদ্ধতিতে কৃষি যান্ত্রিকীকরণ বলে।
কৃষির যান্ত্রিকীকরণে ক্ষেত্রে নিম্নোক্ত দুটি বিষয় উল্লেখযোগ্য :
১: মান্ধাতার আমলের যন্ত্রপাতির পরিবর্তে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার।
২. কৃষি ক্ষেত্রে পশু ও মনুষ্য শক্তির পরিবর্তে যন্ত্রপাতির প্রয়োগ।
আমাদের দেশে এখনও কৃষিকার্যে লাঙ্গল, জোয়াল, মই, কাস্তে, কোদাল প্রভৃতি ব্যবহৃত হয়। কিন্তু বর্তমান যুগে এ সমস্ত সনাতন কৃষি যন্ত্রপাতি অচল হয়ে পড়েছে। উন্নত বিশ্বে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করে আমাদের চেয়ে চার-পাঁচ গুণ বেশি শস্য উৎপাদন করতে সক্ষম হয়েছে।
উপসংহার :
উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, প্রাচীন কৃষি পদ্ধতির পরিবর্তে কৃষিকে আধুনিকীকরণ করাই উদ্দেশ্য । আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে বিজ্ঞান সম্মত উপায়ে কৃষি কাজ পরিচালনা করাকেই কৃষির যান্ত্রিকীকরণ বলা হয়।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com