সরকারি অর্থ ব্যবস্থাপনা কী? - What is government financial management?

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
সরকারি অর্থ ব্যবস্থাপনা কী? - What is government financial management?

সরকারি অর্থ ব্যবস্থাপনা কী? অথবা, সরকারি অর্থ ব্যবস্থাপনা বলতে কী বুঝ ?

ভূমিকা : সরকারি অর্থব্যবস্থা রাষ্ট্রের আর্থিক সংক্রান্ত সব রকমের কার্যক্রম, সমস্যা ও সমাধান সম্পর্কে আলোকপাত করে। রাষ্ট্রের আয়, ব্যয়, ঋণ সংগ্রহ ও বিতরণ, বিনিয়োগ ইত্যাদি সব রকমের নীতি নির্ধারণ ও তৎসংশ্লিষ্ট সমস্যা সমাধানসমূহের যাবতীয় আলোচনা অর্থনীতির যে অংশে করা হয়, তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।

অধ্যাপক এইচ. ডালটন (H. Dalton)-এর মতে, 

"সরকারি অর্থব্যবস্থা হলো  ঐসব বিষয়সমূহের একটি জটিল সমস্যা সরকারি আয়-ব্যয় যা অর্থনীতি ও রাজনীতি সীমার মধ্যে অবস্থিত।” (Public finance is one of those subjects which line on the border line between economics and politics.) 

অধ্যাপক রিচার্ড. এ. মাসগ্রেভ (Prof. Richared A. Musgrave)-এর মতে, 

“যেসব প্রক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাকে সরকারি অর্থব্যবস্থা বলে।" (The complex of problems that centre around the revenue expenditure process of government is refferred to traditionally as public finance.) 

ফিলিপস ই. টেলর (Taylor)-এর মতে, 

“সরকারি প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ দল হিসেবে জনসাধারণের যাবতীয় আর্থিক সমস্যার সাথে আলোচিত বিষয়কে সরকারি অর্থব্যবস্থা বলে।" (Public finance deals with the finances of public as an organised group under the institution of government.) 

উপসংহার :

উপরে উল্লিখিত ধারণাসমূহের প্রেক্ষিতে সরকারি অর্থব্যবস্থার একটি সর্বজন গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করা যায়। 

সরকারি অর্থব্যবস্থা হলো রাষ্ট্রের আয়ব্যয়, ঋণ সংক্রান্ত নির্ধারণ, রাজস্বনীতি ও প্রশাসনিক কার্যক্রমের অন্তর্ভুক্ত যাবতীয় আর্থিক সমস্যা সমাধানের আলোচনা ও পর্যালোচনার বিষয়বস্তু। যার মধ্যে সমীচীন বর্ণনা ও পরিধির আলোকপাত রয়েছে। 

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment