দারিদ্র্য কাকে বলে? অথবা, দারিদ্র্য বলতে কি বুঝায়? অথবা, দারিদ্র্য কি? অথবা, দারিদ্র্যের সংজ্ঞা দাও ।
প্রারম্ভিক কথা : সাধারণত দারিদ্র্য বলতে এমন একটি অবস্থাকে বুঝায় যখন মানুষ তার উপার্জন দ্বারা জীবনধারণের মৌলিক প্রয়োজনগুলো মিটাতে পারে না।
একটি ন্যূনতম পরিমাণ আয় উপার্জন ছাড়া মানুষ তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। এই ন্যূনতম আয় উপার্জনের অক্ষমতাই হচ্ছে দারিদ্র্য।
দারিদ্র্যের সংজ্ঞা:
দারিদ্র্য হচ্ছে এমন এক অবস্থা যেখানে মানুষ তার ছয়টি মৌলিক অধিকার বা চাহিদা : খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান থেকে বঞ্চিত থাকে। আসলে দ্রারিদ্র্য হচ্ছে মানব জীবনের এমন এক বিপর্যয়কর অবস্থা যেখানে হতাশা, দুঃখ ও বেদনা-মানুষের নিত্য সঙ্গী।
প্রামাণ্য সংজ্ঞা:
অধ্যাপক এ. কে সেন বলেন,
“দৈনিক দক্ষতা বজায় রাখার জন্য যে পরিমাণ খাদ্য ও অন্যান্য সেবা প্রয়োজন তা যারা মেটাতে পারে না তারাই দরিদ্র।
Miller এবং Roy প্রমুখ অর্থনীতিবিদগণ বলেন,
“সমাজের আয় বন্টনের দিক দিয়ে বঞ্চিত শ্রেণিকে দরিদ্র বলে চিহ্নিত করে।"
বাংলাদেশের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রদত্ত দারিদ্র্যের সংজ্ঞানুযায়ী,
“দারিদ্র্য বলতে জীবনযাত্রার ন্যূনতম মানের জন্য প্রয়োজনীয় সম্পদের মালিকানা ও ব্যবহারের অধিকার হতে রঞ্চিত মানুষের অর্থনৈতিক, সামাজিক, মানসিক অবস্থা বুঝায়।"
অনেকেই দরিদ্রতাকে ক্যালরী গ্রহণের সাথে সম্পৃক্ত করেন। অর্থাৎ নির্দিষ্ট স্তরের নিচে ক্যালরি গ্রহিতারাই দরিদ্র।
অর্থাৎ বিশেষজ্ঞদের মতে,
বাংলাদেশের মত দেশগুলোতে ভোগকৃত দ্রব্যাদি থেকে, দৈনিক ন্যূনতম ২,৩০০ বা তারও কম পরিমাণ ক্যালরি গ্রহণের জন্য প্রয়োজনীয় যে আয় সীমা রেখা সৃষ্টি করে তাকেই দারিদ্র্যের সীমা রেখা বলে। দৈনিক এ পরিমাণ ক্যালরি যুক্ত দ্রব্যাদি ভোগ করতে অক্ষম ব্যক্তিরাই হলো দরিদ্র ।
উপসংহার :
উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজের দৃষ্টিতে যে মানের জীবনযাপন কমপক্ষে করা প্রয়োজন তার চেয়ে নিম্নমানের জীবনযাপন যারা করেছেন তারা সবাই দরিদ্র।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com