সামাজিক নিরাপত্তা কী? - What is social security?

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
সামাজিক নিরাপত্তা কী? - What is social security?

সামাজিক নিরাপত্তা কী? অথবা, সামাজিক নিরাপত্তা কাকে বলে? - What is social security?

ভূমিকা : মানুষ সমাজবদ্ধ জীব। সামাজিকভাবেই মানুষ জীবন যাপন করে থাকে। অর্থাৎ সমাজ ব্যতীত মানুষের জীবন যাপন কল্পনা করা যায় না। তবে সমাজবদ্ধ অবস্থাতেই মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। 

এ ধরনের সমস্যা বিভিন্ন অঙ্গহানি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে নিরাপত্তা। আর তা অবশ্যই সামাজিক নিরাপত্তা হওয়া উচিত।

সামাজিক নিরাপত্তা : 

মানুষের বিশেষত শ্রমজীবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে গৃহীত যেসব পদক্ষেপ নেয়া হয় তাকে সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বলা যায়। 

এন. এম. বুকানন (N. M. Bukanan )-এর মতে, 

"নিশ্চিত কর্ম সম্পাদনের নিমিত্তে পরিবেশ, স্বাস্থ্য ও চিকিৎসার জন্য গৃহীত পদক্ষেপই হচ্ছে সামাজিক নিরাপত্তা। "

অধ্যাপক বেনহাম (Prof. Benham) বলেন, 

"সামাজিক নিরাপত্তা হচ্ছে ন্যূনতম আর্থিক নিরাপত্তার ব্যাপারে গৃহীত একটি সামাজিক কর্মসূচি।" 

ডব্লিউ. এ. রবসন (W. A Robson)-এর মতে, 

“আধুনিক জীবনের অসুস্থতা, বেকারত্ব, পঙ্গুত্ব ও মৃত্যুর আশঙ্কা থেকে রক্ষা পাওয়ার এক সামাজিক প্রতিরক্ষামূলক কর্মসূচিই হচ্ছে সামাজিক নিরাপত্তা।”

উপসংহার : 

পরিশেষে বলা যায়, রাষ্ট্র তার নাগরিকদের বিভিন্ন দৈহিক, অর্থনৈতিক এবং মানসিক ঝুঁকির হাত হতে রক্ষার জন্য যে নিরাপত্তাজনিত সেবা প্রবর্তন করে তাকে সামাজিক নিরাপত্তা পরিকল্পনা বলা যায়।

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment