প্রশ্ন: প্রবেশন কাকে বলে? - What is probation?
ভূমিকা : সাধারণভাবে কোনো অপরাধীর বিশৃঙ্খল আচরণ সংশোধনের লক্ষ্যে পরিচালিত সুনিয়ন্ত্রিত কর্মসূচিকে প্রবেশন বলে।
এক্ষেত্রে অপরাধীকে আদালতের রায় স্থগিত রেখে কিছু শর্তসাপেক্ষে একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে অপরাধীর আচরণ সংশোধন ও অভিযোজনের জন্য সমাজে বসবাসের সুযোগ প্রদান করা হয়।
অপরাধ সংশোধনে একটি প্রধান প্রক্রিয়া হিসেবে প্রবেশনের গুরুত্ব অপরিসীম। তবে বিভিন্ন ব্যক্তি প্রবেশনকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন।
প্রবেশনের সংজ্ঞা :
প্রবেশন শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Probare'। যার অর্থ পরীক্ষা। এটি একটি ল্যাটিন প্রমাণ করা অথবা চেষ্টা করা। একে কিশোর অপরাধীদের সংশোধনের একটা নিরীক্ষা বা পরীক্ষাকাল হয়। বিভিন্ন মনীষীগণ বিভিন্ন দৃষ্টিকোণ হতে প্রবেশনের সংজ্ঞা দিয়েছেন।
অধ্যাপক সাদারল্যান্ড-এর মতে,
“প্রবেশন হচ্ছে অভিযুক্ত অপরাধীদের জন্য এমন একটি অবস্থা যখন তাদের জন্য আদালত কর্তৃক নির্ধারিত শাস্তি স্থগিত রাখা হয়, ভালো ব্যবহার প্রদর্শনপূর্বক তাদের মুক্তি দেওয়া হয় এবং রাষ্ট্রের তত্ত্বাবধানে। অপরাধী সংশোধিত হয়ে সমাজে প্রত্যাবর্তনের সুযোগ লাভ করে।”
ড. মো: সাদেক তাঁর 'অপরাধ ও সংশোধন' গ্রন্থে বলেন,
“আদালত কর্তৃক অভিযুক্ত দোষী ব্যক্তিকে আদালতের আরোপিত কতগুলো সুনির্দিষ্ট শর্তে মুক্তি প্রদান এবং প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে অপরাধীর সংশোধনের ব্যবস্থাকে প্রবেশন বলে।"
আলি আকবর তার 'Elements of Social Welfare' গ্রন্থে বলেন,
"প্রবেশন হচ্ছে ঐসব অপরাধী কারাবদ্ধ করার একটা বিকল্প ব্যবস্থা যাদেরকে আদালতের রায় অনুসারে সংশোধিত হতে হয় এবং একই সাথে যারা সমাজের জন্য ভয়ংকর নয়। এটি হচ্ছে আদালতে দোষী সাব্যস্ত কোনো অপরাধীর বিরুদ্ধে ঘোষিত রায়ের স্থগিত দেশ।”
উপরিউক্ত আলোচনার পরিশেষে সার্বিকভাবে বলা যায় যে,
যে প্রক্রিয়ার কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে আদালতের রায় স্থগিত রেখে কিছু শর্ত সাপেক্ষে একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে অপরাধীকে আচরণ সংশোধন ও অভিযোজনের জন্য কারাবাসের পরিবর্তে সমাজে বসবাসের সুযোগ প্রদান করা হয় তাকে প্রবেশন বলে। ৎ
উপসংহার :
প্রবেশন মূলত অপরাধীর সংশোধমূলক কার্যক্রম। প্রবেশনের মাধ্যমে অপরাধীকে আদালতের রায় স্থগিত রেখে কিছু শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় এবং একজন প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে অপরাধীর আচরণ সংশোধন করা হয়। সুতরাং, বাংলাদেশে প্রবেশনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com