প্রশ্ন ॥ বেকারত্ব কি? অথবা, বেকারত্বের সংজ্ঞা দাও । অথবা, বেকারত্ব বলতে কি বুঝায়? অথবা, বেকারত্ব কাকে বলে?
ভূমিকা : বেকারত্ব একটি দেশের জন্য মারাত্মক ব্যাধি। এটি বর্তমান শতাব্দীর জন্য এক চরম অভিশাপ। স্বেচ্ছাকৃত কর্মহীনতা সাধারণত একটি দেশে বিশেষ কোনো সমস্যা সৃষ্টি করে না। কিন্তু অনিচ্ছাকৃত কর্মহীনতা একটি সমাজের জটিল মারাত্মক সমস্যা।
যে দেশ বা সমাজে বেকার সমস্যা যত বেশি সে দেশ যা সমাজ অর্থনৈতিকভাবে তত অনুন্নত পক্ষান্তরে যে দেশে বা সমাজে বেকার সমস্যা কম সেই সমাজ বা দেশ তুলনামূলক বেশি উন্নত।
বেকারত্ব :
সাধারণত বেকারত্ব বলতে কর্মহীনতাকে বুঝায়। যে অবস্থা বা পরিবেশে একজন শ্রমিক প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক থাকা সত্ত্বেও যোগ্যতা অনুসারে কাজ পায় না তাকে বেকারত্ব বলা হয়। সকল প্রকার কর্মহীনতাকে অর্থনীতিতে বেকারত্ব বলা যায় না।
উদাহরণ স্বরূপ বলা যায়, আরামপ্রিয় ধনী ব্যক্তি কাজ পেলেও কাজ করে না এবং প্রয়োজনবোধও করে না। আবার শারীরিক ও মানসিক অক্ষমতার কারণে শিশু, বৃদ্ধ, রুগ্ন ও পাগল এরা কাজ করতে পারে না। এ ধরনের স্বেচ্ছাকৃত বা অক্ষমতাজনিত কর্মহীনতাকে আমরা বেকারত্ব বলতে পারি না। প্রকৃত বেকারত্ব তখনই দেখা দেয় যখন কোনো শ্রমিক দেশের প্রচলিত মজুরিতে কাজ করতে চেয়েও যোগ্যতা অনুসারে কাজ পায় না। এরূপ বেকারত্বকে অনিচ্ছাকৃত বেকারত্ব বলা হয়।
অর্থনীতিতে বেকারত্ব বলতে এরূপ অনিচ্ছাকৃত বেকারত্বকেই বুঝানো হয়। অর্থনীতির ভাষায় যখন যে পরিবেশে উৎপাদনের উপকরণের মালিক নিয়োগ লাভে ব্যর্থ হয় তখন তাকে বলা হয় বেকারত্ব। তাই বেকারত্ব বলতে একটি ধারণাকে বুঝানো হয়ে থাকে।
যে অবস্থায় কোনো শ্রমিক কর্মক্ষম ও কাজে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কাজ পায় না সে অবস্থাকে বলা হয় বেকারত্ব আর ঐ শ্রমিককে বলা হয় বেকার।
অধ্যাপক এ.সি.পিও বলেন,
“যখন কোনো দেশের কর্মক্ষম শ্রমিকেরা প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক হলেও যোগ্যতা অনুসারে কাজ পায় না তখন ঐ অবস্থাকে বেকারত্ব বলে।”
উপসংহার :
পরিশেষে বলা যায় যে, অর্থনীতিতে বেকারত্ব বলতে এমন একটি পরিস্থিতিকে বুঝায় যখন শ্রমিক কর্মক্ষম ও বর্তমান মজুরিতে কর্মে যোগদানে ইচ্ছুক হওয়া সত্ত্বেও কর্ম নিয়োগ লাভ করতে পারে না।
বেকারত্ব অনেক সময় ইচ্ছাকৃত হয়ে থাকে আবার অনেক সময় অনিচ্ছাকৃত হয়ে থাকে। কিন্তু অর্থনীতিতে বেকারত্ব হলো কেবল অনিচ্ছাকৃত বেকারত্ব। এরূপ অবস্থায় শ্রমিক কাজে ইচ্ছুক কিন্তু কাজ পায় না। বাংলাদেশের গ্রামীণ সমাজে বেকারত্বের হার বেশি।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com