HSC/Alim পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২৩ - এইচএসসির ও আলিম রেজাল্ট দেখার সঠিক নিয়ম | How to get HSC Exam Result 2022
HSC/Alim Result 2023 Published Date (All Board):
২০২২ সালের সকল বোর্ডের এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষার রেজাল্ট ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশ করা হবে।
এইচএসসির ফল প্রকাশমাত্রই অনলাইন ও মেবাইল এসএমএস-(Mobile SMS) এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। অনলাইন ও মোবাইলে সহজেই ফলাফল দেখার নিয়ম নিয়ম জানতে পোষ্টটি ভালোভাবে পড়ুন।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ফেব্রুয়ারির ৮ তারিখে প্রকাশিতব্য এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষাটির রেজাল্ট আসলে ২০২২ সালের। করোনার কারণে পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায়, এই পরীক্ষার ফলাফল পিছিয়ে প্রকাশ করা হচ্ছে।
HSC/Alim পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
তোমরা ঘরে বসে অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে।
মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম:
আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর HSC আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর তারপর Send করে দিন 16222 নম্বরে। প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।
Example:
H.S.C
GENERAL BOARD:
HSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: HSC DHA 893456 2020 & SEND TO 16222
MADRASAH BOARD:
HSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222
TECHNICAL BOARD:
HSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222
HSC <স্পেস> DHA <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে।
Keywords for board names:
Barishal – Bar
Chittagong – Chi
Comilla- Com
Jessore- Jes
Rajshahi – Raj
Sylhet- Syl
Dinajpur – Din
Madrasah – Mad
Technical-Tec
ওয়েবসাইট থেকে এইচএসসি রেজাল্ট দেখার নিয়ম
- Examination: থেকে HSC/Alim সিলেক্ট করবেন।
- Year: থেকে 2022 সিলেক্ট করবেন।
- Board: অপশন থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে নিবেন।
- Roll: অপশনে আপনার এডমিট/রেজেস্ট্রেশন কার্ডের রোল নম্বরটি দিবেন।
- তারপর উল্লেখিত যোগ অংক গুলো যোগ করে ফলাফল বসিয়ে দিবেন।
- সব পূরণ করা হলে হয়ে গেলে Submit অপশনে ক্লিক করবেন।
- সব সঠিকভাবে পূরণ করলে আপনার রেজাল্ট শো করবে।
২) দ্বিতীয় লিংক: www.eboardresults.com
লিংকে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেইজ শো করবে।
- Examination: থেকে HSC/Alim সিলেক্ট করবেন।
- Year: থেকে 2022 সিলেক্ট করবেন।
- Board: অপশন থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে নিবেন।
- Result Type থেকে আপনার যে রকম রেজাল্ট লাগবে তা সিলেক্ট করুন। তারপর নিচের ছবির মতো শো করবে।
- Roll: অপশনে আপনার রোল দিবেন।
- Registration: অপশনে আপনার রেজেস্ট্রেশন নাম্বার দিবেন।
- Security Key: তে ক্যাপচাটি পূরণ করে দিবেন।
- Get Result এ ক্লিক করলে আপনার রেজাল্টি শো করবে।
কিছু সাধারণ কমন প্রশ্ন:
এইচএসসি বা আলিম পরীক্ষার গ্রেডিং সিস্টেম:
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com