The Central theme of the poem Be The Best of Whatever You Are - Class 7 English

Central theme of the poem Be The Best of Whatever You Are
Be The Best of Whatever You Are
By Douglas Malloch
If you can’t be a pine on the top of the hill
Be a scrub in the valley–but be
The best little scrub by the side of the rill;
Be a bush if you can’t be a tree.
If you can’t be a bush be a bit of the grass,
And some highway some happier make;
If you can’t be a muskie then just be a bass–
But the liveliest bass in the lake!
We can’t all be captains, we’ve got to be crew,
There’s something for all of us here.
There’s big work to do and there’s lesser to do,
And the task we must do is the near.
If you can’t be a highway then just be a trail,
If you can’t be the sun be a star;
It isn’t by size that you win or you fail–
Be the best of whatever you are!
অনুবাদ:
তুমি যদি পাহাড়ের চূড়ায় পাইন হতে না পার
উপত্যকায় ঝোপঝাড় হও–তবে হও
অথবা, ছোট নদীর পাশে সুন্দর ছোট ঝোপঝাড়;
গাছ হতে না পারলে ঝোপ হও।
যদি তুমি ঝোপ না হতে পার, হও একটুখানি ঘাস,
আর তৈরি কর রাজপথের একটুখানি সুখ;
যদি তুমি মাস্কি (বড় মাছ) না হতে পার, হও শুধু বাস্ (ছোট মাছ)
তবুও হও হ্রদের প্রাণবন্ত বাস্ (ছোট মাছ)
আমরা সবাই অধিনায়ক হতে পারি না, আমাদের ক্রু হতে হবে,
এখানে আমাদের সবার জন্য কিছু আছে।
করার মতো বড় এবং ক্ষুদ্র কাজ আছে,
আর আমাদের যা করতে হবে তা আসন্ন (খুব কাছেই)
যদি রাজপথ হতে না পার তবে শুধু পথ (সরু পথ) হও,
যদি তুমি সূর্য হতে না পার তবে তারা হও;
এটি শুধু আকার দিয়ে নয় যা তুমি জিতেছ বা ব্যর্থ হয়েছ–
তুমি যা, তার মধ্যেই সেরা হও। (সবচেয়ে ভাল হও)
Be The Best of Whatever You Are Poem Central Theme”:
Central theme of the poem ‘Be The Best of Whatever You Are’
In the poem, the poet tells us that we should not give up in despair of being able to do something great. If you want to live successfully, you have to keep working. This poem suggests a bit of advise for everyone, especially young people.
This piece of advice is quite useful in everyday situations. The poet Douglas Malloch, is attempting to persuade us that we must strive to be the greatest in all we do. He wants us to understand that no work is less vital than another, and that we should not be ashamed of who we are. We must be proud of our work and put in our best effort to complete it.
মূলভাব:
এই কবিতায় কবি আমাদের বলেছেন যে বড় কিছু করতে না পারার হতাশায় আমরা হাল ছাড়ব না। সফলভাবে বাঁচতে হলে কাজ করে যেতে হবে। এই কবিতাটি প্রত্যেকের জন্য, বিশেষ করে তরুণদের জন্য বেশকিছু পরামর্শ দেয়। এই উপদেশগুলো আমাদের দৈনন্দিন পরিস্থিতিতে বেশ দরকারী।
কবি ডগলাস ম্যালোচ আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে, আমরা যা কিছু করি তার মধ্যেই সর্বশ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করতে হবে। তিনি আমাদের বুঝতে চান যে, কোনও কাজ অন্যটির চেয়ে কম গুরুত্বপূর্ণ নয় এবং তা নিয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত নয়। আমাদের অবশ্যই আমাদের কাজের জন্য গর্বিত হতে হবে এবং এটি সম্পূর্ণ করার জন্য আমাদের সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে।
সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক: Click Here
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com