অর্থ বুঝে বাক্য লিখি - ৭ম শ্রেণি বাংলা ৩য় অধ্যায় সমাধান (২য় পরিচ্ছেদ) শব্দের গঠন - Ortho Buje Bakko Likhi - Class 7 bangla chapter 3 Solution Lesson 2

অর্থ বুঝে বাক্য লিখি - ৭ম শ্রেণি বাংলা ৩য় অধ্যায় সমাধান (২য় পরিচ্ছেদ)
৭ম শ্রেণির বাংলা ৩য় অধ্যায় ২য় পরিচ্ছেদ:
নমুনা-১ থেকে আলাদা অর্থযুক্ত শব্দগুলো নিচের ছকে লেখা হল। (মূল বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠা)
রেলগাড়ি, রেললাইন, যানবাহন, জনপ্রিয়, ছেলেবুড়ো, কুঁড়েঘর, ধানখেত, ডিমসিদ্ধ, ঝালমুড়ি, চিড়াভাজা, একতারা, পল্লিগীতি।
সমাস কী?
সমাস শব্দগঠনের অন্যতম একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় নতুন শব্দ তৈরি করা যায়। যেসব শব্দের দুটো অংশই অর্থযুক্ত তাকে সমাস-সাধিত শব্দ বলে। যেমন
ভাই + বোন = ভাই-বোন
ভালো + মন্দ = ভালোমন্দ
টাক + মাথা = টাকমাথা
হাত + ঘড়ি = হাতঘড়ি
আসা + যাওয়া = আসা-যাওয়া
আলু + সিদ্ধ = আলুসিদ্ধ
চৌ+ রাস্তা = চৌরাস্তা
কাজল + কালো = কাজলকালো
সমাস-সাধিত শব্দ তৈরি করি
ফুল + বাগান = ফুলবাগান
ফল + গাছ = ফলগাছ
গোলাপ + জল = গোলাপজল
জীব + বিজ্ঞান = জীববিজ্ঞান
প্রাণী + জগৎ = প্রাণীজগৎ
বই + খাতা = বইখাতা
পাঠ্য + পুস্তক = পাঠ্যপুস্তক
ঠেলা + গাড়ি = ঠেলাগাড়ি
আলু + ভর্তা = আলুভর্তা
অনুচ্ছেদ লিখে সমাস-সাধিত শব্দ খুঁজি (মূল বইয়ের ৩৩ নম্বর পৃষ্ঠা)
একদেশে ছিল এক রাজা। তার নাম বাহুবলী। তিনি ছিলেন শান্তিপ্রিয় এবং প্রজাদরদী একজন রাজা। তিনি রাজ্যের প্রজাদের অনেক ভালোবাসতেন। প্রজাদের যেকোন সমস্যা তিনি রাজদরবারে সমাধান করতেন। মানুষের উপকারকে তিনি দেশসেবার মত মহৎ কাজ বলে মনে করতেন। তিনি যেমনই ছিলেন দানবীর, তেমনই ছিলেন মহানুভব। রাজ্যাভিষেকের অল্প সময়ের মধ্যেই তার খ্যাতি রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে। প্রজারাও তাদের মহারাজকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। যার কারণে রাজ্যের যেকোন প্রয়োজনে রাজা বাহুবলী প্রজাদের পাশে পেতেন। একবার রাজ্যে বহিশত্রুর আক্রমণ হলে রাজা এবং তার প্রজারা মিলে দেশরক্ষায় শত্রুর বিরুদ্ধে ঝাপিয়ে পড়েন। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। প্রচুর প্রাণহানি এবং সম্পদহানী ঘটে। কিন্তু তারপরেও রাজা বাহুবলীর যোগ্য নেতৃত্ব এবং প্রজাদের অসীম সাহসিকতায় তারা জয়লাভ করেন। ফলে তাদের রাজ্য শত্রুমুক্ত হয়।



2 comments