awTJ8oIyB94nutbC1bJoZn5dMRTh5VC3z3VvpzU4
Bookmark

সূর্যালোকে রান্না - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৪র্থ অধ্যায় সমাধান (ছকসহ)

সূর্যালোকে রান্না - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৪র্থ অধ্যায় সমাধান (ছকসহ) - Class 7 Science Chapter 4 Full Answer (PDF)

সূর্যালোকে রান্না - ৭ম শ্রেণি বিজ্ঞান অনুশীলন বই ৪র্থ অধ্যায় সমাধান (ছকসহ)

সূর্যালোকে রান্না - ৭ম শ্রেণি বিজ্ঞান 

কোন কোন বস্তু রোদে রাখলে বেশি গরম হয়?

উত্তর:- যে বস্তু গুলো রোদে রাখলে বেশি গরম হয় তা নিচে বর্ণনা করা হলো:-
১ । লোহার বস্তু - রেল লাইন, রেল লাইনের চাকা, পেরেক, রড় ইত্যাদি।
২। স্টিলের বস্তু - হাড়ি, কড়াই, চামচ ইত্যাদি।
৩। কাচের বস্তু - আয়না, কাচের গ্লাস, থাই গ্লাস ।
৪। পীতলের বস্তু - পিতলের থালা-বাসন, হাড়ি-পাতিল, গ্লাস ইত্যাদি।
৫। চামড়ার বস্তু - জুতা, বেল্ট, ব্যাগ ইত্যাদি।

শক্তির কোন কোন রূপ লক্ষ করেছে?

উত্তর:- 
  • আলোক শক্তি
  • তাপশক্তি
  • শব্দশক্তি

শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে?
উত্তর:- 
  • রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে স্থানান্তর
  • আলোকশক্তি থেকে তাপ শক্তিতে স্থানান্তর
  • তাপশক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তর

কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তর ঘটেছে?

উত্তর:- 
  • সৌর চুল্লিতে যখন সৌরশক্তি প্রয়োগ করা হয় তখন রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয়।
  • সৌর চুল্লিতে বা আয়নায় যখন দীর্ঘক্ষণ ধরে সৌর আলো ফেলবো তখন আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়।
  • সৌর চুল্লিতে তাপ প্রয়োগের ফলে ডিম ভাজা, তেল কিংবা ভাত ফুটার শব্দ পাওয়া যায়। ফলে তাপশক্তি শব্দশক্তিতে রুপান্তর হয়।

পঞ্চম ও ষষ্ঠ সেশন

উপরের প্রক্রিয়াটি তো দেখলে। এবার তোমাদের নিজেদের সৌরচুল্লী বানানোর পালা। তোমার দলের সবাই মিলে আলোচনা করে ঠিক করো কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য, বিনা খরচেই যেগুলো জোগাড় করা সম্ভব। এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকা নিচে লিখে রাখো-

উপকরণের নাম:
১। ফ্লাইবোর্ড/কাঠ বোর্ড।
২। ককসিট।
৩। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার।
৪। পেরেক।
৫। কাচের পাত।
৬। আঠা।
৭। আয়না।
৮। হাতল।
৯। কবজা।
১০। বাইসাইকেল স্পোক।

সপ্তম শ্রেণির ফেইসবুক স্টাডি গ্রুপে নিচের লিংক থেকে জয়েন করে নিন। সেখানে আমি প্রতিদিন বিভিন্ন বিষয়ের সমাধান ও ছকসমূহ পূরণ করে দিয়ে দিব। আর আপনাদের বিভিন্ন সমস্যা ও বাড়ির কাজ গুলো সেখানে পোষ্ট করবেন। আমি সেগুলো দেখব এবং ভুল থাকলে কারেকশন করে দিব।

(getButton) #text=(ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক) #icon=(download)


পুরো অধ্যায়ের সকল সমাধান পিডিএফ থেকে দেখে নিন।











3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    June 2, 2023 at 6:37 PM
    T.b.,😊😊😊😊😊😊🥰😄🍰🍞🦚👌😡😡💐👌🐰👌😞🥰😙😏😙😌😝🤫🤫😦☹️☹️🧐😲😟😲😟🙁😟😲😟😲🧐😳😟🙁😯😦🥵💩🤑😷🤖🤑😷💝♥️💕♥️🗣️🩸🦠💕❣️🙀❣️💕❣️💕❣️
    Reply
  • Anonymous
    Anonymous
    March 13, 2023 at 8:02 AM
    Thanks vai
    • Anonymous
      Anonymous
      June 2, 2023 at 6:36 PM
      T b
    Reply