আসছালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ৭ম শ্রেণি বাংলা ৩য় অধ্যায় গাইডবুক সমাধান শেয়ার করব।
৭ম শ্রেণি বাংলা গাইডবুক ৩য় অধ্যায় সমাধান (PDF)

Class 7 Bangla Chapter 3 Guide Book Solution
৩য় অধ্যায়: অর্থ বুঝে বাক্য লিখি
এ অধ্যায় শিক্ষার্থীরা যা যা জানতে পারবে-
- শব্দ ও বাক্যের শ্রেণির ধারণা নিয়ে আলোচনা।
- একই শব্দের ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার নিয়ে আলোচনা।
- বাক্যে শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থের প্রয়োগ করা।
- বাক্যের অর্থ পরিবর্তন করে বিপরীত শব্দের প্রয়োগ এবং বিপরীত শব্দের তালিকা নিয়ে আলোচনা।
- বাক্যের অর্থ পরিবর্তন না করে বিপরীত শব্দের প্রয়োগ।
- যতিচিহ্নের ধারণা নিয়ে আলোচনা ও অনুশীলন।
- নমুনা অনুচ্ছেদে বিভিন্ন প্রকার যতিচিহ্নের প্রয়োগ অনুশীলন করা।
- গঠনগত ভিন্নতা আছে এমন বাক্যগুলোর মধ্যে পার্থক্য করা ।
- গঠন অনুসারে কোনটি কী ধরনের বাক্য তা শনাক্ত করা ও কারণ ব্যাখ্যা করা।



Post a Comment