পেশাজীবীর সাথে মত বিনিময় সভা - ক দলের কাজ জীবন ও জীবিকা অ্যাসাইনমেন্ট সমাধান
পেশাজীবীর সাথে মত বিনিময় সভা
কৃষি পেশারক্ষেত্রে মতবিনিময় সভার প্রতিবেদনে যা যা থাকবে
১। কৃষি পেশাক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা
২। কৃষি পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কী তা বিশ্লেষণ
৩। উক্ত পরিবর্তনের ফলে পেশায় কী ধরনের নতুনত্ব এসেছে তার বর্ণনা
৪। কৃষি পরিবর্তনের কারণে নতুন আরও কী কী পেশা সৃষ্টি হতে পারে
৫। উক্ত পেশার জন্য কী কী দক্ষতা থাকা প্রয়োজন তা চিহ্নিতকরণ
৬। দক্ষতাসমূহ অর্জনের জন্য তার এলাকায়় কী কী সুযোগ রয়েছে তার বর্ণনা
৭। দক্ষতা উন্নয়ন/প্রশিক্ষণের জন্য স্থানীয়় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
কৃষি পেশারক্ষেত্রে মতবিনিময় সভার প্রতিবেদন
কৃষি পেশাক্ষেত্রে সামরিক, পরিবেশগত, ও প্রযুক্তিগত পরিবর্তন দেখা যাচ্ছে। সামরিক পরিবর্তনের মধ্যে বিজ্ঞানপরম্পরাগত উদ্ভাবনী পদ্ধতিগুলো, উন্নত কৃষি যন্ত্রপাতি, স্বল্পপুঁজিতে কৃষি যন্ত্রপাতির ব্যবহার, কৃষি ড্রোন ব্যবহার ইত্যাদি রয়েছে। পরিবেশগত পরিবর্তনে জৈববৈচিত্র্যবাদী কৃষি, সংরক্ষিত কৃষি, আনুষঙ্গিক কৃষি ইত্যাদি বিস্তারিত ব্যাখ্যা পায়।
কৃষি পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পেশায় বহু নতুনত্ব সৃষ্টি হয়েছে। জৈব উত্পাদন, সার ব্যবহার ও বাগানে নিয়ন্ত্রণ বিজ্ঞান, কৃষি সংগঠন ও ব্যবস্থাপনা, কৃষি ইঞ্জিনিয়ারিং, কৃষি বাগান উন্নয়ন বিজ্ঞান ইত্যাদি নতুন পেশার প্রয়োজন হয়ে উঠেছে।
কৃষি পেশার জন্য জৈব কৃষি, স্বামী মিশ্রিত কৃষি, গবেষণার দক্ষতা, ব্যবহারিক জ্ঞান ও প্রযুক্তি, মাঠ ব্যবস্থাপনা ও বাগানের নিয়ন্ত্রণ জ্ঞান প্রয়োজন ।
দক্ষতার অর্জনের জন্য বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য কিছু প্রতিষ্ঠান মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি একাডেমি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ কৃষি প্রকৌশল বিজ্ঞান প্রতিষ্ঠান, বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড ইত্যাদি।
সেবা পেশারক্ষেত্রে মতবিনিময় সভার প্রতিবেদনে যা যা থাকবে
১। সেবা পেশাক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা
২। সেবা পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কী তা বিশ্লেষণ
৩। উক্ত পরিবর্তনের ফলে পেশায়় কী ধরনের নতুনত্ব এসেছে তার বর্ণনা
৪। পরিবর্তনের কারণে নতুন আরও কী কী পেশা সৃষ্টি হতে পারে
৫। উক্ত পেশার জন্য কী কী দক্ষতা থাকা প্রয়োজন তা চিহ্নিতকরণ
৬। দক্ষতাসমূহ অর্জনের জন্য তার এলাকায়় কী কী সুযোগ রয়েছে তার বর্ণনা
৭। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য স্থানীয়় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
সেবা পেশাক্ষেত্রে পরিবর্তনের প্রভাব: একটি বিশ্লেষণ
সেবা পেশাক্ষেত্রে গত দশকের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। প্রথমত, সেবার নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানের মাধ্যমে সেবার প্রদান হতো। কিন্তু এখন ইন্টারনেটের সুদৃশ্য এবং প্রোগ্রেসিভ প্লাটফর্মের উদযাপনের জন্য প্রয়োজনীয সেবা পেশাদের সংখ্যা বৃদ্ধি পেযেছে।
ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ই-কমার্স মার্কেটপ্লেস, এপ ডেভেলপমেন্ট ইত্যাদি পেশায় নতুন সম্ভাবনা এসেছে।
পরিবর্তনের কারণ হিসাবে প্রধানতঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার উল্লেখযোগ্য। এই প্রয়োজনীযতা সামরিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, সাইবার সুরক্ষা, ব্লকচেইন প্রযুক্তি, এইআই ইত্যাদি ডোমেইনে নতুন পেশা সৃষ্টি করেছে।
সেবা পেশার জন্য দক্ষতা থাকা প্রয়োজন। ডিজিটাল মার্কেটিং পেশার জন্য মার্কেটিং স্কিল, এপ ডেভেলপমেন্টে প্রোগ্রামিং জ্ঞান, গ্রাফিক্স ডিজাইনে ক্রিয়েটিভিটি, ই-কমার্সে ব্যবসায়িক জ্ঞান ইত্যাদি দক্ষতা প্রয়োজন।
দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য স্থানীয়় প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন। কিছু উদাহরণ হল: বাংলাদেশ সফটওয়্যার তথ্য ও প্রযুক্তি পার্ক, বিট্টি প্রশিক্ষণ ইনিশিয়েটিভ, ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্ট, বাংলাদেশ কম্পিউটার সমিতি এই ধরনের প্রতিষ্ঠানগুলো অন্যতম।
সেবা পেশায় দক্ষতা অর্জনের জন্য এলাকায়় বিভিন্ন সুযোগ রয়েছে। অনলাইন ট্রেনিং, প্রশিক্ষণ প্লাটফর্ম, উদ্যোগী প্রতিষ্ঠানের প্রশিক্ষণ প্রোগ্রাম, ইভেন্ট ও সেমিনার, উদ্যোগের জন্য প্রদত্ত সুযোগ ইত্যাদি মাধ্যমে কার্যকর দক্ষতা উন্নয়ন করা যায় ।
স্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ সফটওয়্যার তথ্য ও প্রযুক্তি পার্কের ঠিকানা হলঃ রুড়দেরশন আইসিটি বিল্ডিং, ১০১ আইসিটি আভাস, মহাখালী গুলশান ধানমন্ডি, ঢাকা।
বিটি প্রশিক্ষণ ইনিশিয়েটিভের ঠিকানা হলঃ ১০০ মীলের পশ্চিমে, গুলশান-২, ঢাকা। ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি এন্ড ম্যানেজমেন্টের ঠিকানা হলঃ হাউজ # ১৮, রোড # ১০, সেকশন # ৬, মিরপুর, ঢাকা। বাংলাদেশ কম্পিউটার সমিতির ঠিকানা হলঃ ৬৩, পুরানা পাল্টান ঢাকা।
শিল্প পেশারক্ষেত্রে মতবিনিময় সভার প্রতিবেদনে যা যা থাকবে
১। শিল্প পেশাক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা
২। শিল্প পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কী তা বিশ্লেষণ
১। শিল্প পেশাক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে তার বর্ণনা
২। শিল্প পেশাক্ষেত্রে উক্ত পরিবর্তনের কারণগুলো কী তা বিশ্লেষণ
৩। উক্ত পরিবর্তনের ফলে পেশায় কী ধরনের নতুনত্ব এসেছে তার বর্ণনা
৪। শিল্প পরিবর্তনের কারণে নতুন আরও কী কী পেশা সৃষ্টি হতে পারে
৫। উক্ত পেশার জন্য কী কী দক্ষতা থাকা প্রয়োজন তা চিহ্নিতকরণ
৬। দক্ষতাসমূহ অর্জনের জন্য তার এলাকা কী কী সুযোগ রয়েছে তার বর্ণনা
৭। দক্ষতা উন্নযন/প্রশিক্ষণের জন্য স্থানীয় প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
শিল্প পেশারক্ষেত্রে মতবিনিময় সভার প্রতিবেদন
শিল্প পেশাক্ষেত্রে সামরিক এবং তথ্যপ্রযুক্তির সংগঠিত পরিবর্তন দেখা যাচ্ছে। স্বল্পপুঁজিতে উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার, রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি শিল্পে এন্ট্রি করেছে। পার্সোনাল ম্যানুফ্যাকচারিং, ৩ডি প্রিন্টিং, স্মার্ট টেক্সটাইল ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বাহ্যিক পরিবহন সরঞ্জাম ইত্যাদি পরিবর্তনের উদাহরণ রয়েছে।
শিল্প পরিবর্তনের কারণে সৃষ্টিসংগঠিত ও সুস্থিত কর্মসংস্থান বিতরণের সুবিধা একটি প্রধান উদাহরণ। অত্যাধুনিক প্রযুক্তিগত উপকরণের ব্যবহার এবং প্রশিক্ষণ প্রণালী এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিল্প পরিবর্তনের ফলে সৃষ্ট হয়েছে নতুন পেশা সমূহ। এটি অবকাঠামো ডিজাইনার, রোবটিক পোগ্রামার, ভার্চুয়াল রিয়েলিটি ডেভেলপার, স্মার্ট সিটি ডিজাইনার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট ইত্যাদি নামে পরিচিত।
শিল্প পেশার জন্য কম্পিউটার প্রোগ্রামিং, রোবটিক্স, অটোক্যাড, ৩ডি মডেলিং এবং প্রিন্সিপাল ডিজাইন সংশ্লিষ্ট দক্ষতা প্রয়োজন।
দক্ষতার অর্জনের জন্য শিল্প পেশার এলাকায় কম্পিউটার সেন্টার, টেকনিক্যাল ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজ, প্রশিক্ষণ কেন্দ্র, উদ্যোগ প্রতিষ্ঠান ইত্যাদি সুযোগ রয়েছে।
উল্লেখযোগ্য কিছু স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্প কর্ম শিল্প একাডেমী, ঢাকা টেকনিক্যাল স্কুল এবং কলেজ, ওয়ালটন হাই-টেক ইন্সটিটিউট ইত্যাদি।
Tag: পেশাজীবীর সাথে মত বিনিময় সভা, ক দলের কাজ, জীবন ও জীবিকা অ্যাসাইনমেন্ট সমাধান, পেশাজীবীর সাথে মত বিনিময় সভা ৭ম শ্রেণি, পেশাজীবীর সাথে মত বিনিময় সভা ৭ম শ্রেণি জীবন ও জীবিকা
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com