HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!
HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ যেভাবে দেখবেন (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

HSC 2023 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য জানাচ্ছি আপনারা যারা ২০২৩ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হচ্ছে। সকল শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হবে । পরীক্ষার ফলাফল আপনারা সরাসরি অনলাইন থেকে দেখবেন। এছাড়াও মোবাইল এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন কিন্তু সবার আগে আপনার জানতে হবে পরীক্ষা কবে প্রকাশ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এর মাধ্যমে জানানো হয়েছে। ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশ হতে যাচ্ছে।


অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়মঃ

আপনি অনলাইনে বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার এইচএসসি ফলাফল ২০২৩ (HSC Result 2023) দেখতে পারবেন। শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে রয়েছে, এই ২টি ওয়েবসাইট থেকে প্রতি বছর ফলাফল প্রকাশিত করা হয়।


নিচে ওয়েবসাইট ২টির লিংক দেওয়া হল:


১ম ওয়েবসাইট তথা educationboardresults.gov.bd থেকে যেভাবে এইচএসসি রেজাল্ট 2023 বের করবেন:

ধাপ-১: প্রথমে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন। তখন আপনার সামনে এইরকম একটি পেইজ আসবে।

HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

ধাপ-২: ছবিতে থাকা অপশন গুলো কিভাবে পূরণ করবেন তার নমুনা হিসেবে একটি টেবিল তৈরি করে দেয়া হলো:

Examinationএখানে HSC/Alim নির্বাচন করুন।
Yearএখানে 2023 নির্বাচন করুন।
Boardএখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
Rollএখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন।
Reg: Noএখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন।
4+3এখানে ক্যাপচা সমাধান করুন। যেমন: ৪ + ৩ = ৭।

সর্বশেষ, আপনি প্রবেশ করা সমস্ত তথ্য পর্যালোচনা করুন এবং “SUBMIT” বোতাম এ ক্লিক করুন। আশা করি, আপনার এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ পেয়ে যাবেন।

দ্রষ্টব্য: ফলাফল প্রকাশের দিন একসাথে বিপুল সংখ্যক শিক্ষার্থী তাদের ফলাফল দেখার জন্য শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান। ফলে, আপনি ওয়েবসাইটের সার্ভার ডাউন হওয়ার সম্মুখীন হতে পারেন। আতঙ্কিত হবেন না, কয়েকবার চেষ্টা করলে আশা করি আপনি আপনার ফলাফল দেখতে সক্ষম হইবেন।


২য় ওয়েবসাইট তথা eboardresults.com থেকে যেভাবে এইচএসসি ফলাফল 2023 বের করবেন

ধাপ-১: প্রথমে www.eboardresults.com ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন। তখন আপনার সামনে এইরকম একটি পেইজ আসবে।

HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

ধাপ-২: ছবিতে থাকা অপশন গুলো কিভাবে পূরণ করবেন তার নমুনা হিসেবে একটি টেবিল তৈরি করে দেয়া হলো:
Examinationএখানে HSC/Alim/Equivalent নির্বাচন করুন।
Yearএখানে 2023 নির্বাচন করুন।
Boardএখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।
Result Typeএখানে Individual Result নির্বাচন করুন।
Rollএখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন।
Registrationএখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন।
Security Key (4 digits) এখানে নিরাপত্তা কী ক্যাপচা সমাধান করুন।

সর্বশেষ, আপনি প্রবেশ করা সমস্ত তথ্য পর্যালোচনা করুন এবং “Get Result” বোতাম এ ক্লিক করুন। আশা করি, আপনার এইচ এস সি পরীক্ষার রেজাল্ট ২০২৩ পেয়ে যাবেন।

SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়মঃ

SMS এর মাধ্যমে রেজাল্ট পেতে আপনার ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে HSC (সাধারণ বোর্ডের জন্য) / Alim (মাদ্রাসা বোর্ডের জন্য) / TEC (কারিগরি বোর্ডের জন্য) জন্য লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল (অর্থাৎ 2023) লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

সাধারণ বোর্ডের জন্য: ম্যাসেজ অপশনে গিয়ে HSC DHA 123456 2022 লিখে 1622 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ডের জন্য: ম্যাসেজ অপশনে গিয়ে Alim MAD 123456 2022 লিখে 1622 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের জন্য: ম্যাসেজ অপশনে গিয়ে HSC TEC 123456 2022 লিখে 1622 নম্বরে SMS পাঠাতে হবে।

HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়ম (মার্কশীটসহ) | How to check HSC Result 2023

শিক্ষা বোর্ড SMS নির্দেশনা
ঢাকা বোর্ড HSC DHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কুমিল্লা বোর্ড HSC COM Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
চট্টগ্রাম বোর্ড HSC CHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
বরিশাল বোর্ড HSC BAR Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
দিনাজপুর বোর্ড HSC DIN Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
রাজশাহী বোর্ড HSC RAJ Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
যশোর বোর্ড HSC JES Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
সিলেট বোর্ড HSC SYL Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
মাদ্রাসা বোর্ড Alim MAD Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।
কারিগরি বোর্ড HSC TEC Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে।


নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment