HSC/এইচএসসি রেজাল্ট ২০২৩ যেভাবে দেখবেন (মার্কশীটসহ) | How to check HSC Result 2023
HSC 2023 সালে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য জানাচ্ছি আপনারা যারা ২০২৩ সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনাদের পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা করা হচ্ছে। সকল শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করা হবে । পরীক্ষার ফলাফল আপনারা সরাসরি অনলাইন থেকে দেখবেন। এছাড়াও মোবাইল এসএমএস এর মাধ্যমে দেখতে পারবেন কিন্তু সবার আগে আপনার জানতে হবে পরীক্ষা কবে প্রকাশ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড এর মাধ্যমে জানানো হয়েছে। ২৬ নভেম্বর ২০২৩ তারিখে প্রকাশ হতে যাচ্ছে।
অনলাইনে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়মঃ
আপনি অনলাইনে বাংলাদেশ শিক্ষা বোর্ডের রেজাল্ট প্রকাশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনার এইচএসসি ফলাফল ২০২৩ (HSC Result 2023) দেখতে পারবেন। শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে রয়েছে, এই ২টি ওয়েবসাইট থেকে প্রতি বছর ফলাফল প্রকাশিত করা হয়।
নিচে ওয়েবসাইট ২টির লিংক দেওয়া হল:
১ম ওয়েবসাইট তথা educationboardresults.gov.bd থেকে যেভাবে এইচএসসি রেজাল্ট 2023 বের করবেন:
Examination | এখানে HSC/Alim নির্বাচন করুন। |
Year | এখানে 2023 নির্বাচন করুন। |
Board | এখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন। |
Roll | এখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন। |
Reg: No | এখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন। |
4+3 | এখানে ক্যাপচা সমাধান করুন। যেমন: ৪ + ৩ = ৭। |
২য় ওয়েবসাইট তথা eboardresults.com থেকে যেভাবে এইচএসসি ফলাফল 2023 বের করবেন
Examination | এখানে HSC/Alim/Equivalent নির্বাচন করুন। |
Year | এখানে 2023 নির্বাচন করুন। |
Board | এখানে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন। |
Result Type | এখানে Individual Result নির্বাচন করুন। |
Roll | এখানে আপনার এইচএসসি রোল টাইপ করুন। |
Registration | এখানে আপনার এইচএসসি রেজিষ্ট্রেশন নাম্বার টাইপ করুন। |
Security Key (4 digits) | এখানে নিরাপত্তা কী ক্যাপচা সমাধান করুন। |
SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট ২০২৩ দেখার নিয়মঃ
শিক্ষা বোর্ড | SMS নির্দেশনা |
---|---|
ঢাকা বোর্ড | HSC DHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
কুমিল্লা বোর্ড | HSC COM Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
চট্টগ্রাম বোর্ড | HSC CHA Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
বরিশাল বোর্ড | HSC BAR Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
দিনাজপুর বোর্ড | HSC DIN Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
রাজশাহী বোর্ড | HSC RAJ Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
যশোর বোর্ড | HSC JES Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
সিলেট বোর্ড | HSC SYL Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
মাদ্রাসা বোর্ড | Alim MAD Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
কারিগরি বোর্ড | HSC TEC Roll Number 2023 লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। |
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com