জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ ভর্তি সার্কুলার নোটিশ। এই গুচ্ছ তথ্যসমৃদ্ধ নোটিশটি juniv-admission.org ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এই পোস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি যোগ্যতা, মানবন্টন, এবং আবেদনের নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম সারির একটি সরকারী বিশ্ববিদ্যালয়, এখানে ৩৪টি বিভাগ এবং ৩টি ইনস্টিটিউট রয়েছে, এবং মোট আসনের সংখ্যা ১৯৫০ টি। তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এর মাধ্যমে, প্রতিটি আসনের বিপরীতে ১৬০ জনেরও বেশি ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছে যাদের ইচ্ছা ছিলো অংশগ্রহণ করা।
এই আলোচনার মাধ্যমে আমরা আজকে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন, যোগ্যতা, মানবন্টন, এবং আসন সংখ্যা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩-২০২৪
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) বাংলাদেশের প্রথম সারির একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউট রয়েছে এবং এর মোট আসনসংখ্যা ১৯৫০ টি। তথ্য অনুসারে, ২০২০- ২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৮৯ টি আসনের বিপরীতে মোট ৩ লাখ ৭ হাজার ৯৭৮ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অর্থ্যাৎ, প্রতিটি আসনের বিপরীতে ১৬০ জনেরও বেশি ভর্তি ইচ্ছুক পরীক্ষায় অংশগ্রহন করেন।
আজকে আমরা জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন, যোগ্যতা, প্রশ্নের মানবন্টন, আসন সংখ্যাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব।
গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী |
---|
আবেদনের শুরু: ১৪ জানুয়ারী ২০২৪ আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারী ২০২৪ ছবি ও স্বাক্ষর আপলোড: ভর্তি পরীক্ষা: ২২-২৯ ফেব্রুয়ারী ২০২৪ প্রবেশপত্র ডাউনলোড : ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ভর্তির ওয়েবসাইট লিংক: juniv-admission.org |
একই ক্যাটাগরির অন্যান্য পোস্ট
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার আবেদন ফি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আবেদন যোগ্যতা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেকোনো ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০২০ সালে বা তার পর SSC বা মাধ্যমিক/দাখিল এবং ২০২২ অথবা ২০২৩ সালে HSC বা উচ্চমাধ্যমিক বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এ ইউনিট Jahangirnagor University JU A Unit এ ভর্তি পরীক্ষা দিতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে আলাদা আলাদা ভাবে নূন্যতম জিপিএ চতুর্থ বিষয় সহ ৪.০০ থাকতে হবে।
- জাবি B ইউনিটে Jahangirnagor University JU B Unit এর সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য এইচএসসি ও এসএসসি তে নূন্যতম জিপিএ ৩.৫০ এবং আইন অনুষদে ভর্তির ক্ষেত্রে নূন্যতম জিপিএ ৪.০০ প্রয়োজন হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) C এবং C1 ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নূন্যতম জিপিএ চতুর্থ বিষয় সহ ৩.৫০ হতে হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) D Unit এ ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসি তে নূন্যতম জিপিএ ৪.০০ পেতে হবে।
- জবি E ইউনিট Jahangirnagor University BBA & IBA তে ভর্তি পরীক্ষার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক নূন্যতম জিপিএ ৩.৫০ হতে হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) Jahangirnagor University JU এর A & D ইউনিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।
উল্লেখ্য যে, ভর্তি বিজ্ঞপ্তিতে ছক আকারে যেসকল যোগ্যতা দেওয়া হয়েছে সেগুলো ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্ব স্ব বিভাগে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
- গণিত -২২
- পদার্থবিজ্ঞান – ২২
- রসায়ন – ২২
- বাংলা – ৩
- ইংরেজি – ৩
- আইসিটি – ৮
- বাংলা – ২০
- ইংরেজি – ২০
- গণিত – ২০
- সাধারণ জ্ঞান – ১৫
- যৌক্তিক বিশ্লেষণ- ০৫
- বাংলা – ১৫
- ইংরেজি – ১৫
- বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৫০ নম্বর
- বাংলা – ১০
- ইংরেজি – ১০
- সাধারণ জ্ঞান – ২৫
- বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৪০ নম্বর
- বাংলা – ১০
- ইংরেজি – ১০
- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ – ২০
- চারুকলা-২০
- বাংলা – ১১
- ইংরেজি -২৩
- গণিত -১১
- হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫
- বাংলা – ১১
- ইংরেজি – ২৩
- গণিত – ১১
- সাধারণ জ্ঞান- ১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ভিত্তিক পাশ নম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আবেদন তারিখ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষা আবেদনের পদ্ধতি:
- জাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী শিক্ষার্থীকে প্রথমে Jahangirnagor University JU এর আধিকারিক ওয়েবসাইট juniv-admission.org এ যাওয়া হবে।
- ওয়েবসাইটে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
- প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।
- একটি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (300300 pixel; 100 KB maximum) এবং একটি সাক্ষর (30080 pixel; 60 KB maximum) আপলোড করতে হবে।
- মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বা কার্ড দিয়ে আবেদন ফি জমা দিতে হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ভর্তি পরীক্ষায় ৮০ মার্ক হয়।
- জাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে আবেদনকারী ভর্তি পরীক্ষা দিতে যোগ্য হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসন সংখ্যা ২০২৪
ইউনিট | ছেলে | মেয়ে | মোট আসন |
---|---|---|---|
এ ইউনিট | ২৩৮ | ২৩৭ | ৪৭৫ |
বি ইউনিট | ২০৫ | ২০০ | ৪০৫ |
সি ইউনিট | ২৪৫ | ২৪৫ | ৪৯০ |
ডি ইউনিট | ১৬৫ | ১৬৫ | ৩৩০ |
ই ইউনিট | ১২৫ | ১২৫ | ২৫০ |
মোট= | ৯৭৮ | ৯৭২ | ১৯৫০ |
জাবি ভর্তি তথ্য ২০২৩-২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের নির্দেশ:
- আবেদনকারীদের প্রবেশপত্রের জন্য সদ্য তোলা এককপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০ x ৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ ১০০ কিলোবাইটের বেশি নয়) এবং আবেদনকারীর স্বাক্ষর (৩০০ x ৮০ পিক্সেল এবং ফাইল সাইজ ৬০ কিলোবাইটের বেশি নয়) স্ক্যান করে ২টি আলাদা jpg ফাইল তৈরি করতে হবে।
- প্রতিটি ইউনিটের জন্য আলাদা প্রবেশপত্র ডাউনলোড করতে জাবি অফিসিয়াল ওয়েবসাইট juniv-admission.org এ যেতে হবে।
- ওয়েবসাইটে লগইন করতে হলে আবেদনকারীর Bill Number এবং DBBL Transaction ID (Txnid) ইনপুট করে Log In করতে হবে।
- এবার আবেদনকারীর স্ক্যান করা ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এরপর বাটনে ক্লিক করে প্রাপ্ত Admit Card টি সংরক্ষণ করতে হবে।
- একাধিক ইউনিটে আবেদন করে থাকলে উপরে উল্লেখিত নির্দেশানুসারে অন্যান্য ইউনিটের জন্য Admit Card সংগ্রহ করতে হবে।
- সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি, বই ও অন্যান্য লেকচার শীটের আপডেটের জন্য আমাদের ফেইসবুক পেজ বা গ্রুপে যোগ দিন।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com