Follow Our Official Facebook Page For New Updates
(Answer) Class 6 Math Question Paper 2024 (Sample) - ৬ষ্ঠ শ্রেণির গণিত নমুনা প্রশ্ন সমাধান ২০২৪
(Answer) Class 6 Math Question Paper 2024
যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন-২০২৪
বিষয়: গণিত, শ্রেণি: ষষ্ঠ
শিক্ষার্থীর জন্য নির্দেশনা
নমুনা প্রশ্ন
কাজ ১ (একক কাজ):
একটি পুরনো বাংলোতে তিনজন স্ত্রীলোক বসবাস করেন। তাদের রান্নার জন্য থাকা একমাত্র চুলাটি কাঠ পুড়িয়ে জ্বালাতে হয়। প্রথম স্ত্রীলোক চুলাটিতে তিনটি কাঠের টুকরা গুঁজে দিল। দ্বিতীয়জন পাঁচটি কাঠের টুকরা গুঁজে দিল। আর তৃতীয়জনের কাছে আগুন জ্বালানোর কাঠ না থাকায় তার অংশ হিসেবে সে প্রথম দুইজনকে ৮০০ টাকা দিল। এখন, প্রথম দুইজন কিভাবে-নিজেদের মধ্যে ঐ টাকা ভাগ করে নিবে?
কাজ ২ (দলগত কাজ):
নিচের সংকেতগুলো ব্যবহার করে তালাটি খোলার জন্য চার অঙ্কের কোডটি নির্ণয় করো যেখানে কোডটিতে শূন্য থাকবে না।
- ১ ২ ৩ ৪ একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি ভুল স্থানে আছে।
- ১ ৯ ৩ ৪ দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে।
- ১ ৫ ৩ ৪ দুটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্ক দুটি ভুল স্থানে আছে।
- ৮ ১ ৫ ৬ একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে।
- ২ ৮ ৬ ৩ একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে।
- ৭ ৯ ৪ ০ দুটি অঙ্ক সঠিক এবং অঙ্ক দুটি ভুল স্থানে আছে।
কাজ ৩ (দলগত কাজ): খাতায় গ্রিড এঁকে সমাধান করো।
তোমার ক্লাসে কতজন গণিত, কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি উভয় বিষয়ই পছন্দ করে, সেই তথ্যগুলো জেনে নাও। তারপর প্রতিটি তথ্য তোমাদের শ্রেণির মোট শিক্ষার্থীর কত অংশ নির্ণয় করো।
কাজ ৪ (একক কাজ):
জামাল সাহেব জরুরি কাজের জন্যে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার প্রয়োজনবোধ করলেন। এ লক্ষ্যে তিনি প্রথমে ৪টি ৫০০ টাকার নোট এটিএম বুথ থেকে সংগ্রহ করলেন। কাউন্টারে বাসের টিকেট কিনতে গিয়ে দেখলেন টিকেটের দাম ২৫% বৃদ্ধি পেয়ে ৮৭৫ টাকা হয়েছে। পথিমধ্যে তিনি দুপুরের খাবার কিনে খেলেন। চট্টগ্রাম এসে দেখলেন তার কাছে মোট টাকার শতকরা ৩৫ ভাগ বাকি আছে।
ক. টিকেটের পূর্বমূল্য কত ছিলো বলে তুমি মনে করো।
খ. টিকেটের বর্তমান ও পূর্বমূল্যের অনুপাত কত হবে?
গ. তিনি মোট কত টাকা খরচ করেছে নির্ণয় করো।
ঘ. রাসের টিকিট এবং খাবার বাবদ খরচ আলাদাভাবে মোট টাকার শতকরা কত ভাগ?
ঙ. টিকেটের দাম যদি বৃদ্ধি না পেত তাহলে তার কাছে শতকরা কত ভাগ টাকা অবশিষ্ট থাকতো?
কাজ ৫ (একক কাজ):
নৌকায় দাঁড় বেয়ে কোনো ব্যক্তি স্রোতের অনুকূলে ৪০ মিনিটে ৩ মাইল গেল। যদি নদীতে স্রোত না থাকত তবে সমান দূরত্ব যেতে ১ ঘণ্টা লাগত।
ক. প্রতি ঘণ্টায় নদীর স্রোতের বেগ কত?
খ. স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ততদূর যেতে ঐ ব্যক্তির কত সময় লাগবে?
গ. স্রোতের প্রতিকূলের এবং অনুকূলের বেগের অনুপাত শতকরায় প্রকাশ করো।
নমুনা প্রশ্নটির সমাধান পেতে নিচের Download বাটনে ক্লিক করুন। আর কেউ পিডিএফ সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে অবশ্যই তার ক্রেডিট দিবেন।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
Telegram Group
Join Now
Our Facebook Page
Join Now
Class 8 Facebook Study Group
Join Now
Class 7 Facebook Study Group
Join Now
Class 6 Facebook Study Group
Join Now
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com