(Sample) Class 8 Bangla Half Yearly Exam Question Paper 2024 - ৮ম শ্রেণির ষান্মাষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্ন ২০২৪

Follow Our Official Facebook Page For New Updates


Join our Telegram Channel!

(Sample) Class 8 bangla Half Yearly Exam Question Paper 2024 - ৮ম শ্রেণির ষান্মাষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্ন ২০২৪

(Sample) Class 8 Bangla Half Yearly Exam Question Paper 2024 - ৮ম শ্রেণির ষান্মাষিক পরীক্ষা বাংলা নমুনা প্রশ্ন ২০২৪

Class 8 Bangla Half Yearly Exam Sample Question Paper 2024

ষান্মাষিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪
বাংলা
৮ম শ্রেণি 
নমুনা প্রশ্ন


৭ মার্চ, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাঙালি জাতির মুক্তির দিশারী। রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন, 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনায় জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে। বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে। তাঁর সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক হিসেবে অনুপ্রেরণা জোগায়। বাংলাদেশের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয়।


কাজ: ১ (একক কাজ)

  • এই ভাষণের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখো।
  • বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই ভাষণে কতটুকু প্রতিফলিত হয়েছে?
  • সাধারণ গদ্য রচনা থেকে ভাষণ কোন দিক থেকে আলাদা?


কাজ: ২ (দলগত কাজ)

  • বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কী পরিবর্তন এসেছে?
  • বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা করে দেখাও?


কাজ: ৩ (একক কাজ)

  • '৭ই মার্চের ভাষণ' শিরোনামের রচনাটকে কী কী কারণে প্রায়োগিক লেখা বলা যায়?


কাজ: ৪ (দলগত কাজ)

দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর আমার বাংলা খাতায় একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এবং শ্রেণির অনা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো।


ডাক্তার: আপনি কেমন আছেন? কী সমস্যা হইয়াছে?

রোগী: আমি ভাল নেই, জ্বর ও গলাব্যথা অনুভব করিতেছি।

ডাক্তার: এই সমস্যা কতদিন হইতেছে?

রোগী: তিন দিন হইতেছে। 

ডাক্তার: কোনো ঔষধ গ্রহণ করিয়াছেন? 

রোগী: হ্যাঁ, প্যারাসিটামল গ্রহণ করিয়াছি। 

ডাক্তার: কিছু পরীক্ষা করিতে হইবে। রিপোর্ট দেখিয়া বিস্তারিত জানাইব।

উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো। তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো।


কাজ। ৬ (দলগত কাজ)

তোমাদের বিদ্যালয়ে কোন সমস্যা থাকলে ঐ সমস্যা সকলে মিলে চিহ্নিত করো, তারপর তোমাদের প্রধান শিক্ষককে ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো?


কাজ: ৭

নিচের ছকে তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো। এই পরিস্থিতিতে তুমি কীভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা-অনুভূতির প্রকাশ করেছিলে, সেটি লেখো। আর কীভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা-অনুভূতির প্রকাশ আরো ভালোভাবে হতে পারত বলে মনে করো? লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত নাও।


(সংগৃহিত প্রশ্ন)

নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন

Telegram Group Join Now
Our Facebook Page Join Now
Class 8 Facebook Study Group Join Now
Class 7 Facebook Study Group Join Now
Class 6 Facebook Study Group Join Now

Post a Comment