(Sample) Class 9 Islamic Studies Half Yearly Exam Question Paper 2024 - ৯ম শ্রেণির ষান্মাষিক পরীক্ষা ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন ২০২৪
Class 9 Islamic Studies Half Yearly Exam Sample Question Paper 2024
নবম শ্রেণী; বিষয়ঃ ইসলাম শিক্ষা
নমুনা প্রশ্ন
শিক্ষার্থীর জন্য নির্দেশনা
প্রকল্পের নাম: ইসলামের উপর বিশ্বাস স্থাপন ও প্রযোগের মাধ্যমে জীবন পরিচালন
(ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থা। এর দুটি দিক রয়েছে। যথা- বিশ্বাসগত দিক ও আচরণগত বা প্রাযোগিক দিক। ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো আকাইদ। আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, আসমানি কিতাব, পরকাল, আন্নাত জাহান্নাম ইত্যাদি আকাইদের অন্তর্ভুক্ত। এ বিষয়গুলো কুরআন ও হাদিস দ্বারা প্রতিষ্ঠিত ও প্রমাণিত। মুসলিম হতে হলে সবাইকে এ বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হয়। এরপর নামায, রোযা হজ, যাকাত ইত্যাদি প্রায়োগিক দিক তথা ইবাদত পালন করতে হয়। বস্তুত আকাইদের বিষয়গুলোর উপর বিশ্বাসের মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করে। এজন্য ইসলাম সম্পর্কে আলোচনার শুরুতেই আকাইদ বিষযে আলোকপাত করা হয়। শিক্ষক তোমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে যাবেন। তোমরা হয়তো কিছু কাজ করবে, বৰুৱা মিলে নিজেরা কে কী জানো তা আলোচনা করবে। আর এই সব কাজ করতে করতে তোমরা ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে ধারনা পাবে। এখানে একটি ব্যাপার জেনে রাখো তুমি হয়তো ইসলামের মৌলিক বিষয়াবলি সম্পর্কে অনেক কিছু আগে থেকেই জানো। সেই বিষয়গুলো তুমি বন্ধুদের জানাতে পারবে।)
কাজের ধারাবাহিকতা
কাজ ১: আকাইদ সম্পর্কে তোমার নিজের ধারণা ও তা বাস্তব জীবনে প্রযোগের চিন্তাধারা ব্যাখ্যা করো।
কাজ ২: তোমার মতে ঈমানের প্রতি বিশ্বাস স্থাপনের প্রক্রিয়া বিশ্লেষণ করো।
কাজ ৩: ইসলামের মৌলিক বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো এবং তা ব্যাখ্যা করো।
কাজ ৪: দলের সবার তালিকায় যা যা মৌলিক বিষয় সম্পর্কে ব্যাখ্যা করেছ তার সবকিছু মিলিয়ে একটি তালিকা তৈরী করে তা এককভাবে খাতায় লিখ।
কাজ ৫: যেভাবে যাকাত প্রদান করলে বর্তমান সমাজে দারিদ্র দূরীকরণ হবে তা দলে আলোচনা করে খাতায় লিখ।
কাজ ৬: দৈনন্দিন জীবনে তুমি যেভাবে নামাজ অনুশীলন করবে তা জোড়ায় আলোচনা করে খাতায় লিখ।
কাজ ৭: আখিরাতের জীবনকাল সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি কর।
কাজ ৮: সমাজের কল্যাণে ভূমিকা রাখার উপায়ে দলে আলোচনা করে তা পোস্টার পেপারে লিখ এবং দল থেকে একজন সদস্য তা শ্রেণীতে উপস্থাপন কর।
কাজ ৯: মনে করো, তুমি হজে যাবে। এখন থেকেই তোমার হজে যাওয়ার প্রস্তুতি বিশ্লেষণ কর।
কাজ ১০: যেভাবে মানুষকে ঈমানের প্রতি আকৃষ্ট করা যাবে তা দলে আলোচনা করে নিজ নিজ খাতায় ব্যাখ্যা কর।
(সংগৃহিত প্রশ্ন)
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com