ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, সিলেবাস, মানবণ্টন ও নমুনা প্রশ্ন ২০২৪ - Class 6 Annual Summative Assessment Guidelines, Syllabus, Distribution and Sample Questions 2024
৬ষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাস ও নমুনা প্রশ্ন প্রকাশ করেছে এনসিবিটি। এখন আর অর্ধ-বার্ষিক পরীক্ষার মতো পরীক্ষা নেওয়া হবেনা। অনেকটা আগের পরীক্ষার মতো করে বার্ষিক পরীক্ষা নেওয়া হবেনা।
২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন: সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও প্রশ্নকাঠামো প্রকাশ
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিবিটি) আজ বুধবার ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি, প্রশ্নের ধারা ও মানবণ্টন প্রকাশ করেছে।
এনসিবিটি জানিয়েছে, সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এই মূল্যায়ন কার্যক্রম পরিমার্জিত নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহ এবং দশম শ্রেণির মূল্যায়ন পূর্বের নিয়ম অনুযায়ী হবে।
মূল্যায়ন কার্যক্রমের প্রধান বৈশিষ্ট্য:
১. পাঠ্যপুস্তক ভিত্তিক: ২০২২ সালের জাতীয় শিক্ষাক্রমের আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর উপর ভিত্তি করে মূল্যায়ন করা হবে।
২. দুই ধাপে মূল্যায়ন: শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে।
৩. প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে: সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষকদের মাধ্যমে শিখনকালীন মূল্যায়ন পরিচালনা করবে এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে। তবে নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না।
৪. নম্বর বণ্টন: প্রতিটি বিষয়ের জন্য মোট ১০০ নম্বর নির্ধারিত। এর মধ্যে শিখনকালীন মূল্যায়ন ৩০% এবং বার্ষিক পরীক্ষা ৭০% গুরুত্ব পাবে। বার্ষিক পরীক্ষার ফলাফল বিষয়ভিত্তিক জিপি (GP) নির্ধারণ পদ্ধতিতে প্রস্তুত করা হবে।
৫. লিখিত পরীক্ষা: বার্ষিক পরীক্ষা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
৬. বার্ষিক ফলাফল নির্ধারণ: শিক্ষার্থীর বার্ষিক ফলাফল নির্ধারণের জন্য শিখনকালীন মূল্যায়নের নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৭০% যোগ করা হবে।
৭. উত্তীর্ণের শর্ত: একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে শিক্ষার্থী উত্তীর্ণ হবে। ৩ বা ততোধিক বিষয়ে D গ্রেড পেলে শিক্ষার্থী পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হতে পারবে না। তবে, প্রতিষ্ঠানপ্রধান বিশেষ বিবেচনায় শিক্ষকদের সাথে আলোচনা করে ২০২৪ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে উত্তরণের সুযোগ দিতে পারেন।
উদাহরণ:
বাংলা বিষয়ে, শিখনকালীন মূল্যায়নে ২৫ নম্বর ও লিখিত পরীক্ষায় ৮০ নম্বর পাওয়া শিক্ষার্থীর বার্ষিক ফলাফল হবে (২৫ + ৮০ এর ৭০% = ৫৬) = ৮১। এবং জিপি হবে ৫.০০ (A গ্রেড)।
এই নতুন নির্দেশনা ও প্রকাশিত প্রশ্নকাঠামো ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। এনসিবিটির ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
ষষ্ঠ শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা, সিলেবাস, মানবণ্টন ও নমুনা প্রশ্ন ২০২৪
বিষয় | |
---|---|
বাংলা | Download |
গণিত | Download |
ইংরেজি | Download |
বিজ্ঞান | Download |
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান | Download |
স্বাস্থ্য ও সুরক্ষা | Download |
শিল্প ও সংস্কৃতি | Download |
জীবন ও জীবিকা | Download |
ডিজিটাল প্রযুক্তি | Download |
ইসলাম শিক্ষা | Download |
হিন্দু ধর্ম শিক্ষা | Download |
বৌদ্ধ ধর্ম শিক্ষা | Download |
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com