দাঁত পড়া নিয়ে মজাদার তথ্য - দাঁত পড়ার গল্প - ৭ম শ্রেণির পড়া - ১ম দাঁত পড়া নিয়ে সমাজের বিভিন্ন রীতিনীতি/গল্প

দাঁত পড়ার গল্প
ছোটবেলায় আমরা দাঁত পড়া নিয়ে অনেক মজার গল্প শুনেছি। আমাদের সংস্কৃতিতে ১ম দাঁত পড়া নিয়ে অনেক মজার মজার গল্প রয়েছে। তাই আজ আমি তোমাদের দাঁত পড়া নিয়ে কিছু মজাদার তথ্য দিব।
আরো পড়ুন: দাঁত পড়া নিয়ে রীতি-নীতি - ৭ম শ্রেণির দাঁত পড়া নিয়ে সকল প্রশ্ন ও অনুসন্ধানের সমাধান
প্রথম দাঁত পড়লে আমরা কি করি?
প্রথম দাঁত পড়লে আমাদের সমাজে ভিন্ন ভিন্ন কিছু নিয়ম নীতি রয়েছে। যেমন:
১। দাঁতটি রোদে ফেলে দিতে হবে, তাহলে নতুন দাঁত খুব শীঘ্রই উঠবে।
২। কোনও ছাদ থেকে বা উপর থেকে ছুড়ে দিলে দাঁত খুব তাড়াতাড়ি উঠে যাবে।
৩। পানিতে ছুড়ে ফেলে দিলে দাঁত তাড়াতাড়ি উঠে ।
৪। গাছের গোড়ায় ফেলে দিলে নতুন দাঁত খুব তাড়াতাড়ি উঠে যাবে।
৫। বাগান বা জমিতে রোপণ করলে নতুন দাঁত গুলো সুন্দর করে গজাবে।
৬। দাঁত পড়ে গেলে সেটা বালিশের নিচে রাখলে কোনো এক পরি এসে তা নিয়ে যাবে।
৭। চোখ বন্ধ করে দাঁত আকাশের দিকে ছুড়ে মারলে সুন্দর সুন্দর দাঁত গজাবে।
৮। সবচেয়ে বেশি যে রীতিটি বেশি দেখা যায়, তা হলো ইঁদুরের গর্তে দাঁত ফেলা। আমরা অনেকেই ছোটবেলায় এমনটি করেছি। ছোটবেলায় ইঁদুরের গর্তে দাঁত রাখার সময় আমরা বলতাম: ইঁদুর ভাইরে, ইঁদুর ভাই আমার আমার বড় দাঁতটি নিয়ে গিয়ে তোমার সুন্দর সুন্দর ছোট দাঁত গুলি আমায় দিয়ে যাও। 😊😊 (হাসি)
মজার ব্যাপার হলো ৮ নং রীতিটা আমাদের এলাকায় বিদ্যমান। এবং ছোটবেলায় দাঁত পড়ে গেলে আমরা এমন করেই ইঁদুরের গর্তে গিয়ে বলে আসতাম। তবে এলাকাভেদে ভিন্ন ভিন্ন গল্প থাকে। তোমাদের এলাকার গল্প কি ছিল সেটা কমেন্ট করে জানাবে।
দুধের দাঁত ফেলার সময় শিশুদের এমন গল্প বলা হতো কেন?
বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশে শিশুরা এখনও বিশ্বাস করে পড়ে যাওয়া দুধের দাঁত বালিশের নিচে রাখলে দাঁতপরী এসে দাঁতের বিনিময়ে একটি উপহার রেখে যাবেন। এমন গল্প যুগ যুগ ধরে বাবা-মায়েরা তাদের বাচ্চাদের বলে আসছেন। আসলে এটা শিশুসাহিত্যের একটি ধারণা। শিশুদের এসব গল্প বলতেই হয় কেননা তারা দুধের দাঁত ফেলতে ভয় পায়। সাধারণত এ ভয় কাটানোর জন্য দুধের দাঁত নিয়ে কাল্পনিক গল্প তৈরি হয় যাতে বাচ্চারা হাসি-খুশিভাবে দুধের দাঁত ফেলে দিতে আগ্রহ দেখায়।
যাইহোক, সপ্তম শ্রেণির প্রতিটা অধ্যায়ের ছকসহ সকল সমাধান তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তবে তোমাদের সুবিধার্তে আমি তোমাদের জন্য একটি ফেইসবুক স্টাডি গ্রুপ খুলেছি। যেখানে তোমাদের প্রতিদিন এর বাড়ির কাজ গুলো আমি নিজে দেখব, আর সেখানে তোমরা তোমাদের পড়ার সমস্যা গুলো নিয়ে পোষ্ট করে হেল্প ও চাইতে পারো। তাই দেরি না করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও।
ফেইসবুক স্টাডি গ্রুপ লিংক: Click Here
এছাড়াও আমাদের পেইজে ফলো করে রাখতে পারো
ফেইসবুক পেইজ লিংক: Click Here
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com