লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান - Class 8 Bangla Chapter 2 Page 39 Solution - A conversation between doctor and patient
লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ
লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ - ৮ম শ্রেণির বাংলা ৩৯ পৃষ্ঠা সমাধান
ডাক্তার এবং রোগীর মধ্যে কথোপকথন
রফিক: শুভ সকাল।
ডাক্তার: শুভ সকাল, বসুন, আপনার নাম কী?
রফিক: ধন্যবাদ, আমার নাম রফিক।
ডাক্তার: আপনার বয়স কত?
রফিক: আমার বয়স ১৬ বছর।
ডাক্তার: আপনার কী সমস্যা?
রফিক: ৫ দিন ধরে আমার জ্বর। তাছাড়া আমার সারা শরীরে খুব ব্যাথা।
ডাক্তার: আপনার কি খেতে পারেন?
রফিক: সবকিছু তিতা লাগে এবং আমার কিছু খেতে ইচ্ছে করে না।
ডাক্তার: বিচানায় শুয়ে পড়ুন, আপনার শার্টের বুতাম খুলুন, আমি পরীক্ষা করে দেখছি।
রফিক: ঠিক আছে ডাক্তার।
ডাক্তার: চিন্তা করার কারন নেই আপনার এমনিতেউ জ্বর হয়েছে।
রফিক: আমার কি ওষুধ খাওয়া দরকার?
ডাক্তার: হ্যা, এই যে নিন প্রেস্ক্রিপশন। এই ওষুধগুলো এক সপ্তাহ খাবেন। একসপ্তাহের ভিতরে সুস্থ হয়ে যাবেন।
রফিক: ধন্যবাদ, ডাক্তার।
ডাক্তার: আপনাকেও ধন্যবাদ।
নিত্য নতুন সকল আপডেটের জন্য জয়েন করুন
If any objections to our content, please email us directly: helptrick24bd@gmail.com